এয়ারবাস এলেই কি বদলে যাবে বিমান
২২ অক্টোবর ২০২৩, ১২:০৩ এএম | আপডেট: ২২ অক্টোবর ২০২৩, ১২:০৩ এএম
২০০৮ সালে উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের সঙ্গে ১০টি উড়োজাহাজ কেনার চুক্তি করেছিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এরপর বিমানের বহরে একে একে যুক্ত হতে থাকে বিশ্বের সর্বাধুনিক উড়োজাহাজ বোয়িং ৭৭৭, বোয়িং ৭৮৭, বোয়িং ৭৩৭। ২০১১ সাল থেকে বোয়িংয়ের উড়োজাহাজ আসা শুরু করলে সবাই আশা করেছিল অত্যাধুনিক এই বহর (ফ্লিট) দিয়ে রাষ্ট্রীয় পতাকাবাহী এই এয়ারলাইন্সটি ঘুরে দাঁড়াবে, লোকসানের বৃত্ত থেকে বেরিয়ে দেখবে লাভের মুখ। অথচ এখনো বিমানের লোকসানের বৃত্তে ঘুরপাক খাচ্ছে।
সম্প্রতি বিমান ব্যবস্থাপনা কর্তৃপক্ষ বিমানকে কাগজে কলমে লাভজনক বলে হিসাবে দেখিয়েছে। এই লাভজনক দেখানো নিয়েও প্রশ্ন রয়েছে। কারণ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কাছে জেট ফুয়েলের মূল্য বাবদ কোটি কোটি টাকা পাওনা রাষ্ট্রীয় সংস্থা পদ্মা অয়েল কোম্পানি লিমিটেডের। এগুলো সঠিকভাবে হিসাবে আনলে তখন এটি শেষমেষ লোকসানই প্রতিষ্ঠানই থেকে যাবে।
এরই মধ্যে সম্প্রতি আলোচিত হচ্ছে বিমানের এয়ারবাস উড়োজাহাজ কেনা নিয়ে। বিমান কর্তৃপক্ষ বলছে, এয়ারবাস থেকে উড়োজাহাজ কেনা হলে বিমানের সক্ষমতা বাড়ার সঙ্গে সঙ্গে আয় বেড়ে যাবে। আগামী এক দশকে বাংলাদেশ থেকে আকাশপথে যাত্রী সংখ্যা বেড়ে যাবে কয়েকগুণ। এই সুযোগ কাজে লাগাতে সাহায্য করবে এয়ারবাস। এর মাধ্যমে বদলে যাবে বিমান। কিন্তু এয়ারবাস বিমানের বহরে যুক্ত হলেই কি বিমান বদলে যাবে।
জানা গেছে, বিমান ইউরোপের উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান এয়ারবাস থেকে ১০টি উড়োজাহাজ কিনছে। শুধু উড়োজাহাজ বিক্রি নয়, বিমানের বহর পরিকল্পনাও সাজিয়ে দেবে এয়ারবাস। এজন্য এয়ারবাস একটি মেগা মাস্টারপ্ল্যানও করছে। এয়ারবাস বলছে, বিমানের জন্য তারা ১০টি ওয়াইড বডি উড়োজাহাজ (এয়ারবাস ৩৫০-৮০০) নির্মাণে সব প্রস্তুতি তাদের রয়েছে। এখন শুধু কার্যাদেশ পেলেই আগামী বছরের মধ্যে প্রথমে ৩৫০ উড়োজাহাজ সরবরাহ করতে পারবে।
এয়ারবাস বলছে, বেবিচকের নিরীক্ষা অনুযায়ী ২০২২ সালে বাংলাদেশের বিমানবন্দরগুলো প্রায় এক কোটি আন্তর্জাতিক যাত্রী পরিচালনা করেছে। ২০১৯ সালে এই সংখ্যা ছিলো ৮৫ লাখের কিছু বেশি। ২০৩১ সালের মধ্যে বাংলাদেশ আকাশপথের যাত্রী সংখ্যা দ্বিগুণ হবে।
বেবিচকের এক প্রতিবেদন অনুযায়ী, গত বছর রাষ্ট্রীয় পতাকাবাহী এয়ারলাইন্স বিমান আন্তর্জাতিক রুটসমূহে প্রায় ২০ দশমিক ৫৮ লাখ যাত্রী পরিবহন করেছে। এসব ফ্লাইটের আবার প্রায় ৭ লাখ আসন খালি ছিল, যা বিমানের যাত্রী পরিবহন সক্ষমতার প্রায় ২৪ শতাংশ। এছাড়া বিমান তার কার্গো মালামাল পরিবহনের মাত্র ৬ শতাংশ ব্যবহার করতে পারছে। অথচ এরপরেও এয়ারবাস থেকে আরও দুটি নতুন কার্গো উড়োজাহাজ কেনা হচ্ছে।
বিমানের কর্তাব্যক্তিরা মনে করছেন, নতুন নতুন উড়োজাহাজ বিমানের সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি আয় বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও শফিউল আজিম বলছেন, বিশ্বের বড় বড় এয়ারলাইন্সে বোয়িং ও এয়ারবাস উভয় কোম্পানির উড়োজাহাজ থাকে। তাছাড়া এয়ারবাস কেনা হলে এককভাবে বোয়িংয়ের ওপর নির্ভরশীলতা কমাবে।
নতুন উড়োজাহাজ এলে আমরা বিমানের নেটওয়ার্ক সম্পসারণ করবো। কানাডায় আরও ফ্লাইট বাড়ানো, নিউইয়র্ক ফ্লাইট চালুসহ আরও নতুন রুট চালু করা হবে, যোগ করেন তিনি।
তবে বিমান কর্তৃপক্ষের বক্তব্যের সঙ্গে দ্বিমত পোষণ করছেন বিমান চলাচল বিশেষজ্ঞরা। তারা বলছেন, বিমানকে নতুন কোম্পানির উড়োজাহাজের জন্য বৈমানিক, কেবিন ক্রু ও প্রকৌশলীদের প্রশিক্ষণ দিতে প্রচুর অর্থ ব্যয় করতে হবে। আর বিমান এখনো তাদের বর্তমান সক্ষমতা পুরোপুরি ব্যবহার করতে পারছে না।
রাষ্ট্রীয় পতাকাবাহী এয়ারলাইন্সটিতে বর্তমানে শুধুমাত্র বোয়িংয়ের উড়োজাহাজই রয়েছে ১২টি। প্রায় ১৯ হাজার কোটি টাকা ব্যয়ে এই উড়োজাহাজগুলো কেনা হয়। বিমান চলাচল বিশেষজ্ঞরা বলছেন, সঠিক পরিকল্পনার অভাবে বোয়িংয়ের এই উড়োজাহাজগুলোর শতভাগ ব্যবহার করা যাচ্ছে না। এই ফ্লিট অনুযায়ী আমরা নতুন রুট চালু করতে পারিনি, এছাড়া বিমানের বৈমানিকসহ অন্যান্য জনবলের ঘাটতি রয়েছে। সংশ্লিষ্টরা বলছে, এসব-ই হয়েছে বিমানের দুর্বল পরিকল্পনা ও ব্যবস্থাপনার কারণে।
বিশেষজ্ঞদের মতে, বিমান এখন ১২টি বোয়িংয়ের রক্ষণাবেক্ষণের জন্য যে অর্থ খরচ করছে, এর সঙ্গে আরও বোয়িং যুক্ত হলে খরচ তেমন বাড়বে না। কিন্তু যদি কোনো এয়ারলাইন্সে ৫টি বোয়িং ৭৮৭ ও ৫টি এয়ারবাস এ ৩৫০ থাকে তাহলে খরচ বহুগুণ বেড়ে যাবে। এক্ষেত্রে মিশ্র ফ্লিট হলে বিমানকে কয়েকশ কোটি টাকা অতিরিক্ত অর্থ ব্যয় করতে হবে। তাছাড়া বিগত এক দশকে বোয়িং থেকে বিপুল সংখ্যক উড়োজাহাজ কিনতে যে অর্থ খরচ করা হয়েছে তার কাক্সিক্ষত ফলাফল এখনো পাওয়া যায়নি। বড় এয়ারলাইন্সের ক্ষেত্রে মিশ্র বহর ব্যবহারে সুবিধা পাওয়া গেলেও বিমানের মতো ছোট এয়ারলাইন্সের ক্ষেত্রে টেকনিক্যালি যেমন অসুবিধা হবে, তেমনি খরচও বাড়বে।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
আরও পড়ুন
ছাগলনাইয়ায় দুই হাত কাটা যুবকের লাশ উদ্ধার
কোর্ট রিপোর্টার্স ইউনিটির সভাপতি লিটন, সম্পাদক মামুন
খুবি কেন্দ্রে ঢাবি ভর্তি পরীক্ষা সম্পন্নের লক্ষ্যে নানা সিদ্ধান্ত
ট্রাম্পের জন্মসূত্রে নাগরিকত্বের আদেশ স্থগিতে ১৮টি রাজ্যের মামলা
টেলিকমে অপ্রয়োজনীয় লাইসেন্স বাতিল করা হবে : বিটিআরসি চেয়ারম্যান
ছিনতাইকারীর ছুরিকাঘাতে প্রাইভেট কারচালক নিহত
খালেদা জিয়ার নাইকো মামলায় তদন্ত কর্মকর্তার সাক্ষ্য
আনিসুল হকের আয়কর নথি জব্দ
সাবেক ক্রিকেটার দুর্জয়ের সম্পদ জব্দ, ব্যাংক হিসাব ফ্রিজের আদেশ
বন্দরে বকেয়া বেতন দাবিতে পারটেক্স শ্রমিকদের অবস্থান কর্মসূচি
অবৈধভাবে কার্যক্রম চালাচ্ছে ইস্ট এশিয়ান ইউনিভার্সিটি : ইউজিসি
ধামরাইয়ে ৩ দিনেও সন্ধান মেলেনি ইজিবাইক চালকের
জাতীয় বিশ্ববিদ্যালয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মদিন পালিত
গণতান্ত্রিক ও বৈষম্যমুক্ত সমৃদ্ধশালী দেশ গড়তে প্রয়োজন সমন্বিত প্রচেষ্টা -নারায়ণগঞ্জ জেলা প্রশাসক
বিদ্যুৎ উপদেষ্টাকে স্মারকলিপি দিল পবিস কর্মীরা
উত্তরা উলামা আইম্মা পরিষদের কমিটি গঠন
ডাকাতির ভিডিও ভাইরাল হলেও অধরা রূপগঞ্জের রুবেল
সিনিয়র-জুনিয়র সংঘাতের দায়ে অভিযুক্ত দর্শন বিভাগের শিক্ষার্থীকে বহিষ্কার
পদ্মা ব্যাংকের ১২২তম পরিষদ সভা অনুষ্ঠিত
ভারতের ছত্তিশগড়ে বন্দুকযুদ্ধে ২০ মাওবাদী নিহত