ভাইরাল ছবি নিয়ে মমেকের ভেতরে-বাইরে তোলপাড়
১৭ জানুয়ারি ২০২৪, ১২:০৪ এএম | আপডেট: ১৭ জানুয়ারি ২০২৪, ১২:০৪ এএম
ফুটফুটে এক নবজাতকের লাশ মুখে কামড়ে ধরে ছুটছে অজ্ঞাত একটি কুকুর। এমন একটি ছবি গত সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এনিয়ে নেটিজেনদের ক্ষোভ ও অসন্তোষ সৃষ্টি হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এতে বাদ যায়নি ময়মনসিংহ মেডিক্যাল কলেজ (মমেক) হাসপাতালও।
ঘটনাটি নিয়ে তোলপাড় সৃষ্টি হয়েছে হাসপাতালের ভেতরে-বাইরে। তবে ভাইরাল হওয়া ছবিটি ২০১৫ সালের বলে দাবি করেছেন হাসপাতালের উপ-পরিচালক মো. জাকিউর রহমান। কিন্তু উপ-পরিচালকের এই দাবি মানতে নারাজ ময়মনসিংহ নগরীর ১৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও হাসপাতাল সংলগ্ন চরপাড়া এলাকার মেসার্স মেডিকেয়ার এন্টাপ্রাইজের প্রোপাইটর মো. শাহজালাল হৃদয়।
তিনি বলেন, বিগত ২০১৫ সালেও নগরীর বাঘমারা এলাকার কোন একটি ক্লিনিকে এ ধরনের ঘটনার একটি ছবি ভাইরাল হয়েছিল। তবে সোমবার যে ছবিটি ভাইরাল হয়েছে ওই ছবির ব্যাকগ্রাউন্ড বলছে অন্য কথা। কারণ ছবিতে দেখা গেছে নবজাতকের লাশ কামড়ে ধরে কুকুরটি যে পথ ধরে হেঁটে যাচ্ছে সেখানে নীল টিনের বেড়া দেখা যায়। এতে বুঝা যায় ছবিটি মমেক হাসপাতাল এলাকার বর্তমান সময়ের ছবি। কারণ বর্তমানে হাসপাতালের ভেতরে নতুন বিল্ডিংয়ের কাজ চলছে নীল টিনের বেড়া দিয়ে।
এর আগে মো. শাহজালাল হৃদয় তার ব্যক্তিগত ফেইসবুক আইডিতে ভাইরাল হওয়া ছবি আপলোড করে একটি পোস্টে ছবিটি ন্যাক্কারজনক ও ঘৃণিত একটি ঘটনা উল্লেখ করে বলের এই দায়ভার কার ? মমেক হাসপাতালের কর্তৃপক্ষ বিভিন্নভাবে আউটসোর্সিং এর শত শত লোক নিয়োগ করেছেন। এই লোকগুলোকে দেখভাল করার জন্য আবার সুপারভাইজার নিয়োগ করেছেন। যারা পরিচ্ছন্ন কর্মী আছেন তারা যদি সঠিকভাবে এই জিনিসগুলি সংরক্ষণ করতেন আজ এই দৃশ্য মানুষের দেখতে হতো না। এর দায়ভার কিন্তু হাসপাতালের কর্তৃপক্ষকে বহন করতে হবে। তার এই পোস্টে মন্তব্য করেছেন নেটিজেনেরা।
হাসপাতালের নিরাপত্তায় নিয়োজিত আনসার সদস্যদের ক্যাম্প ইনচার্জ মো. সাইদুল ইসলাম বলেন, ফেইসবুকে ছবিটি দেখেছি এবং হাসপাতাল এলাকার অনেকের কাছেও শুনেছি। তবে এই বিষয়ে সঠিক কোন তথ্য আমার জানা নেই। একই ধরনের তথ্য দিয়ে হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. জাহাঙ্গীর আলম বলেন, হাসপাতালের ভেতরে এমন কোন ধরনের ঘটনার সংবাদ আমি পাইনি। তবে বাইরের অনেকেই বলছে এবং ফেইসবুকে দেখেছি। হাসপাতালের ভেতরে এ ধরনের ঘটনা ঘটলে আমি জানতাম। ঘটনাটি অত্যান্ত দুঃখজনক বলেও যোগ করেন তিনি।
তবে ছবিটি পুরোনো দাবি করে এই বিষয়ে মমেক হাসপাতালের উপ-পরিচালক মো. জাকিউর রহমান বলেন, ভাইরাল ছবিটি দেখেছি। এটি ২০১৫ সালের ছবি। এটা নতুন কোন ঘটনা না। তাছাড়া এ ধরনের ঘটনা আমাদের হাসপাতালে ঘটেনি।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাঈন উদ্দিন বলেন, ছবিটি ফেইসবুকে দেখেছি। তবে এনিয়ে কোন তথ্য আমার জানা নেই।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
বাইডেনের ভক্ত, ইউক্রেন সমর্থক! ট্রাম্পের উপর হামলা চালানো কে এই রায়ান রুথ?
ইংলিশ চ্যানেল পাড়ি দিতে গিয়ে আট অভিবাসীর মৃত্যু
বাংলাদেশি অনুপ্রবেশকারীরা ঝাড়খণ্ডের জনমিতি বদলে দিচ্ছে: মোদি
জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০২৩ জুরি বোর্ডে কারা আছেন?
ইরানের ভূখণ্ডে যত ‘গোপন অপারেশন’ চালিয়েছে ইসরাইল
ঈদে মিলাদুন্নবী উপলক্ষে হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ
ছয় মাসে সউদীর সিনেমা হলে আয় ১৩শ কোটি
‘শিল্পী কল্যাণ ট্রাস্ট’ পুনর্গঠন, কমিটিতে আছেন যারা
চট্টগ্রামে জশনে জুলুসে লাখো ভক্তের ঢল
৮১ শতাংশ মানুষ সংস্কার সম্পন্ন পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ চান
‘স্বৈরাচারের চল্লিশা’ উদযাপন, অতিথি বাঁধন
পালানোর সময় যেভাবে আটক হলেন মোজাম্মেল বাবু ও শ্যামল দত্তরা
রাজবাড়ীতে স্ত্রী হত্যার পর মুখে বিষ ঢেলে আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা
ভারতে প্রতিদিন ধর্ষণের শিকার ৮৬ নারী
কলকাতায় এবার রোগীর মাকে শ্লীলতাহানি, ভিডিও ধারণ
দোয়ারাবাজারে গলায় ফাঁশ দিয়ে যুবকের আত্মহত্যা
চলচ্চিত্র সেন্সর বোর্ড পুনর্গঠন, নতুন কমিটিতে যারা আছেন
বড় চমক দেবে হোয়াটসঅ্যাপ! ইউজারদের সঙ্গে এবার কথা বলবে মেটা এআই
নোয়াখালীর বেগমগঞ্জে ওয়াইফাই সংযোগ দিতে গিয়ে প্রাণ গেল যুবকের
নাইজেরিয়ায় ভয়াবহ বন্যায় কারাগারের দেয়াল ধস, পালিয়ে গেল প্রায় ৩০০ বন্দি