‘বউয়ের কথা শুনবেন না’

Daily Inqilab স্টাফ রিপোর্টার

২৮ এপ্রিল ২০২৪, ১২:০৩ এএম | আপডেট: ২৮ এপ্রিল ২০২৪, ১২:০৩ এএম

জাতীয় পার্টির (জাপা) বর্ধিত সভায় সারা দেশ থেকে আসা নেতারা দলের চেয়ারম্যান জিএম কাদেরকে বউয়ের কথা শুনে রাজনীতি না করার পরামর্শ দিয়েছেন। গতকাল শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন অব বাংলাদেশ মিলনায়তনে এই বর্ধিত সভায় নেতারা বলেন, রওশনের কথা শুনে এরশাদ নিজের সর্বনাশ করেছিলেন। এখন জিএম কাদের বউয়ের কথা শোনায় দল করুণদশায় পড়েছে। করুণদশা থেকে বেরিয়ে আসতে বিভাগীয় ও জেলা পর্যায়ের সভাপতি-সাধারণ সম্পাদকরা দলীয় সিদ্ধান্তের বিষয়ে বউয়ের কথা না শোনার পরামর্শ দিয়েছেন। সেইসঙ্গে মহাসচিব মুজিবুল হক চুন্নুকে শুধুমাত্র বনানীর কার্যালয়ে বসে না থেকে দলীয় কার্যক্রম পরিচালনার জন্য সারাদেশ সফরেরও পরামর্শ দিলেন নেতারা। জাপার নেতারা জানান, জিএম কাদেরের স্ত্রী শরিফা কাদের ঢাকা-১৭ আসন থেকে প্রার্থী হয়ে জামানত হারিয়েছেন। তাকে প্রার্থী করার কারণে কাজী ফিরোজ রশিদ ও আবু হোসেন বাবলার আসন ছেড়ে দিতে হয়। শুধু তাই নয় শরিফা কাদের দলের প্রেসিডিয়াম সদস্য, মহিলা পার্টির সভাপতিসহ কয়েকটি পদে দায়িত্ব পালন করছেন।

উল্লেখ, ১৯৯৫ সালে কারাগার থেকে এইচ এম এরশাদ দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরীকে চিঠি লিখে স্ত্রী রওশন এরশাদ ও প্রেমিকা জিনাত মোশাররফকে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য করার নির্দেশনা দেন। পাল্টা চিঠিতে মিজান চৌধুরী লিখেছেন, ‘মাননীয় প্রেসিডেন্ট বউ আর প্রেমিকাকে কখনোই দলের রাজনীতিতে আনবেন না, তাদের কথা শুনবেন না; এতে আপনি ও দল ক্ষতিগ্রস্থ হবে’। পরে রওশন এরশাদ ও জিনাত মোশাররফকে দলের প্রেসিডিয়াম সদস্য করা হয়। রওশনকে রাজনীতিতে আনার পর এরশাদ বউকে রাজনীতিতে আনার মজা(!) হারে হারে টের পেয়েছেন। রওশন ২০০৭ সালে স্বামী এরশাদকে দলের চেয়ারম্যান পদ থেকে বহিস্কার করে নিজেই ভারপ্রাপ্ত চেয়ারম্যান হন। অতপর ১৯৯৯ সাল থেকে যতদিন বেঁচে ছিলেন এরশাদ একই প্রেসিডেন্ট পার্কের বাসায় বসবাস করেছেন। রওশন এরশাদ আলাদা বাসায় ছিলেন। শুধু কী তাই ২০০৭ সালের নির্বাচনে এরশাদের সিদ্ধানে বাইরে গিয়ে বিএনপির সঙ্গে সমঝোতা করে নির্বাচনে অংশ নেন। ২২ জানুয়ারির ওই নির্বাচন ১১ জানুয়ারি রাজনৈতিক পটপরিবর্তনের মাধ্যমে ভন্ডুল হয়ে যায়। ক্ষমতায় আসেন ড. ফখরুদ্দিন-মঈন উ আহমদ। ২০১৪ সালেও এরশাদ নির্বাচন বর্জন করার পর আওয়ামী লীগের সঙ্গে আসন সমঝোতা করে রওশন এরশাদ নির্বাচনে অংশ নিয়ে বিরোধী দলের নেতা হন। বউকে রাজনীতি আনার এরশাদের পরিণতির মতো জিএম কাদেরের যাতে না হয় সে লক্ষ্যে বউয়ের কথায় রাজনৈতিক সিদ্ধান্ত না নেয়ার পরামর্শ দেন দলের নেতারা।

বর্ধিত সভায় খুলনা জেলা জাতীয় পার্টির সভাপতি শফিকুল ইসলাম মধু বলেন, ‘পার্টি কিছু নেতা রয়েছেন যারা সুযোগ সন্ধানী। এই সুযোগ সন্ধানী নেতারা রাজনীতির মাঠে না থেকেও বার বার এমপি-মন্ত্রীও হয়েছেন। সেজন্য জাপার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ মনোকষ্ট নিয়ে মৃত্যুবরণ করেছেন। জাতীয় পার্টির দুর্গ ছিল রংপুর। আজ সেই র্দুগ নেই। এর কারণ কি? কারণ একটাই, বউ এবং নেতৃত্বের অভাব। রওশন ওই আসনের এমপি ছিলেন। কান কথা শুনে রাজনীতির নেতৃত্ব দেওয়া যায় না। দলের মধ্যে কান কথা বেশি চলছে। ফলে রংপুরের ঘাঁটি হারিয়ে গেছে। তাই এক কথায় বলতে হয়- বউ মরলে বউ পাওয়া যায়, ভাই মরলে ভাই পাওয়া যায় না ‘

কিশোরগঞ্জ জেলা জাতীয় পার্টির সভাপতি ডা. আব্দুল হাই মঞ্চে বসে থাকা জাপা চেয়ারম্যানের উদ্দেশে বলেন, ‘আপনার আশেপাশে যারা বসা আছেন, তারা শুধু হালুয়া-রুটির জন্য আপনার আশে পাশে ঘুরঘুর করেন। হালুয়া-রুটির জন্য আপনার কাছে ধর্না দেন। এসব নেতাদের কাছ থেকে দূরে থাকুন। লেজুরভিত্তিক রাজনীতি না করে নিজস্ব রাজনীতি নিয়ে জনস্বার্থে কর্মসূচি দিয়ে মাঠে নামুন।’

টাঙ্গাইল জেলা জাপার সভাপতি মোজাম্মেল হক বলেন, ‘জাতীয় পার্টির রাজনীতি বনানী অফিস কেন্দ্রিক হয়ে গেছে। যারা প্রতিদিন বনানী অফিসে গিয়ে চেয়ারম্যান জিএম কাদের ও মহাসচিব মুজিবুল হক চুন্নুর সঙ্গে দেখা করেন, তারা পদ-পদবি পান। আমরা সবসময় আওয়ামী লীগের দোষ দিয়ে থাকি। তারা কথা দিয়ে কথা রাখেনি, ইত্যাদি, ইত্যাদি। আওয়ামী লীগ দলকে এগিয়ে নেওয়ার জন্য কৌশল অলম্বন করবে, এটাই স্বাভাবিক। জাতীয় পার্টি কেন কৌশল নিয়ে সামনে পথ চলছে না।’

দিনাজপুর জেলা জাপার সভাপতি রুবেল আহমেদ পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নুকে প্রশ্ন করেন, ‘আপনি জাতীয় পার্টির মহাসচিব। আপনি কয়টি জেলা সফর করেছেন? কয়টি জেলার সভাপতি ও সাধারণ সম্পাদককে ফোন করে খোঁজ-খবর নিয়েছেন? বানানী অফিসে বসে দলের নেতৃত্ব দেওয়া যায় না। ইতিহাস আপনাকে ক্ষমা করবে না।’

লালমনিরহাট জেলা জাপা সভাপতি জাহিদ হোসেন বলেন, ‘তৃণমূলে জাতীয় পার্টির অবস্থা খুবই দুর্বল। দলটির অঙ্গসংগঠনগুলো ঘুমিয়ে পড়েছে। এই অবস্থায় জাপা উপজেলা নির্বাচনে অংশ নিলে আরও ভরাডুবি হবে।’
ঢাকা মহনগরের দক্ষিণের নেতা ও প্রেসিডিয়াম সদস্য জহিরুল আলম রুবেল বলেন, ‘৪২ বছর ধরে আমি জাতীয় পার্টির রাজনীতি করি। আমার মতো অনেকে আছেন যারা এই দলটি করতে গিয়ে সবকিছু হারিয়েছেন। আজ আমাদের মাজা ভেঙে গেছে। বেগম রওশন এরশাদ জাতীয় পার্টি নামে দল করছেন। তিনিও জানেন তাকে দিয়ে রাজনৈতিক দল হবে না। তাদের ওখানে যেসব নেতা রয়েছেন তারাও সময় মতো চলে আসবেন। তারাও নির্বাচনে মনোনয়ন পাবেন, এমপি হবেন।’

বর্ধিত সভায় যারা বক্তৃতা করার সুযোগ পেয়েছেন তারাই দলকে সুসংগঠিত করার কথা বলেছেন। বউয়ের কথা না শুনে রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণের পরামর্শ দিয়েছেন।


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

তিন পরিবর্তন নিয়ে ফিল্ডিংয়ে বাংলাদেশ

তিন পরিবর্তন নিয়ে ফিল্ডিংয়ে বাংলাদেশ

বার্সা-কুবারসি নতুন চুক্তি, রিলিজ ক্লজ ৫০ কোটি ইউরো

বার্সা-কুবারসি নতুন চুক্তি, রিলিজ ক্লজ ৫০ কোটি ইউরো

ভৌতিক হোল্ডিং ট্যাক্স বৃদ্ধির প্রতিবাদে সিলেটে বিএনপির মানববন্ধন রোববার

ভৌতিক হোল্ডিং ট্যাক্স বৃদ্ধির প্রতিবাদে সিলেটে বিএনপির মানববন্ধন রোববার

শ্রীলঙ্কার বিশ্বকাপ দলে ভেল্লালাগে

শ্রীলঙ্কার বিশ্বকাপ দলে ভেল্লালাগে

হিলিতে শ্রমিকবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কায় ২৫ শ্রমিক আহত

হিলিতে শ্রমিকবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কায় ২৫ শ্রমিক আহত

সিলেটে ঝড়ো হাওয়া সহ বজ্রসহ শিলাবৃষ্টির শঙ্কা !

সিলেটে ঝড়ো হাওয়া সহ বজ্রসহ শিলাবৃষ্টির শঙ্কা !

দৈনিক ইনকিলাবে সংবাদ প্রকাশের পর প্রত্নতত্ত্ব অধিদপ্তরে তদন্ত দল মহেশপুরে

দৈনিক ইনকিলাবে সংবাদ প্রকাশের পর প্রত্নতত্ত্ব অধিদপ্তরে তদন্ত দল মহেশপুরে

কুয়াকাটা সমুদ্র সৈকতে অক্ষম পুন্যলাভের আশায় সনাতন ধর্মাবলম্বীদের গঙ্গাস্নান

কুয়াকাটা সমুদ্র সৈকতে অক্ষম পুন্যলাভের আশায় সনাতন ধর্মাবলম্বীদের গঙ্গাস্নান

জামিন পেলেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল

জামিন পেলেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল

ইসরাইলের বিরুদ্ধে সৈন্য পাঠান : জনগণ আপনার পাশে থাকবে- মুফতী সৈয়দ ফয়জুল করীম

ইসরাইলের বিরুদ্ধে সৈন্য পাঠান : জনগণ আপনার পাশে থাকবে- মুফতী সৈয়দ ফয়জুল করীম

নয়াপল্টনে চলছে বিএনপির সমাবেশ

নয়াপল্টনে চলছে বিএনপির সমাবেশ

পাইলট আসিম জাওয়াদের দাফন সম্পন্ন

পাইলট আসিম জাওয়াদের দাফন সম্পন্ন

আমাদের যা কিছু আছে তা নিয়েই ইসরায়েলের বিপক্ষে ঝাঁপিয়ে পড়ব : সমাবেশে চরমোনাই পীর

আমাদের যা কিছু আছে তা নিয়েই ইসরায়েলের বিপক্ষে ঝাঁপিয়ে পড়ব : সমাবেশে চরমোনাই পীর

খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশে আসছেন বিএনপি নেতাকর্মীরা

খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশে আসছেন বিএনপি নেতাকর্মীরা

গণভবনেও চাষাবাদ শুরু হয়েছে, এক ইঞ্চি জমিও অনাবাদি রাখবেন না : প্রধানমন্ত্রী

গণভবনেও চাষাবাদ শুরু হয়েছে, এক ইঞ্চি জমিও অনাবাদি রাখবেন না : প্রধানমন্ত্রী

সৈয়দপুরে ট্রেনে কাটা পড়ে পল্লী চিকিৎসকের মৃত্যু

সৈয়দপুরে ট্রেনে কাটা পড়ে পল্লী চিকিৎসকের মৃত্যু

রাফায় চলছে ইসরায়েল-হামাস লড়াই

রাফায় চলছে ইসরায়েল-হামাস লড়াই

উপজেলা নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিএনপি নেতা আজগর আলী

উপজেলা নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিএনপি নেতা আজগর আলী

আ. লীগের দলীয় অভ্যন্তরীণ কোন্দলকে উপেক্ষা করেই দেওয়ান সাইদুর রহমানের বিজয়

আ. লীগের দলীয় অভ্যন্তরীণ কোন্দলকে উপেক্ষা করেই দেওয়ান সাইদুর রহমানের বিজয়

চলতি তাপপ্রবাহে থাইল্যান্ডে হিটস্ট্রোকে ৬১ জনের মৃত্যু

চলতি তাপপ্রবাহে থাইল্যান্ডে হিটস্ট্রোকে ৬১ জনের মৃত্যু