ঢাকা   বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪ | ২ জ্যৈষ্ঠ ১৪৩১
পাল্লা দিয়ে বাড়ছে লোডশেডিং

ডিপিডিসির প্রকৌশলীদের বিরুদ্ধে তদন্তে অনীহা

Daily Inqilab পঞ্চায়েত হাবিব

৩০ এপ্রিল ২০২৪, ১২:১৪ এএম | আপডেট: ৩০ এপ্রিল ২০২৪, ১২:১৪ এএম

তাপপ্রবাহে বিপাকে পড়েছে সারাদেশের মানুষ। গরমের সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে লোডশেডিং। গরমে দেশের লোডশেডিংয়ের কারণে ঘর থেকে বের হচ্ছে না। তারপরও বিদ্যুৎ সংযোগ দেয়ার নিতে ঘুষ লাগে ২৫ লাখ এবং বিদ্যুৎ সংযোগ বিছিন্ন গ্যারেজ ভাড়াটিয়া রিক্সা চালককে ৭ লাখ টাকা জরিমানা গ্রাহকদের দিতে হচ্ছে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি) কর্মকর্তাদের। এধরনের ঘটনা প্রতিনিয়ত ঘটছে ডিপিডিসিতে।

বিদ্যুৎ সংযোগ দেয়ার নামে ২৫ লাখ টাকা ঘুষ কেলেঙ্কারি ঘটনায় ডিপিডিসির বনশ্রী ডিভিশনের নির্বাহী প্রকৌশলী মোস্তাফিজুর রহমান এবং উপ-সহকারী প্রকৌশলী মুকসেদুল ইসলামের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন এবং প্রতিবেদন দেয়ার নির্দেশনা দিয়েছেন ডিপিডিসির ব্যবস্থপনা পরিচালক। তদন্তে করার নির্দেশনা আমলে নিচ্ছে না নির্বাহী পরিচালক (অপারেশন) কিউ.এম. শফিকুল ইসলাম। এ ঘটনার সুষ্টু তদন্ত চেয়ে ডিপিডিসির ব্যবস্থপনা পরিচালকের কাছে গত ১৫ এপ্রিল লিখিত অভিযোগ দিয়েছেন বুড়িগঙ্গা রিয়েল এসেস্টের মালিক আলমগীর হোসেন।

এ বিষয়ে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি) ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী আবদুল্লাহ নোমান ইনকিলাবকে বলেন, আসলে যেসব কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ আমার কাছে আসে আমি সে গুলো তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে। ডিপিডিসিনির্বাহী পরিচালক (অপারেশন) কিউ.এম. শফিকুল ইসলাম এ বিষয়ে ফোনে কথা বলতে রাজি হননি।

জানা গেছে, ডিপিডিসির বনশ্রী ডিভিশনের নির্বাহী প্রকৌশলী মোস্তাফিজুর রহমানের শীতল প্রোপ্রাটিতে বিদ্যুৎ সংযোগ দেয়ার নামে ২৫ লাখ টাকা ঘুষ কেলেঙ্কারি ঘটনার পর একই ডিভিশনের উপ-সহকারী প্রকৌশলী মুকসেদুল ইসলামের বিরুদ্ধে ৩ লাখ টাকা ঘুষ চাওয়ায় ডিপিডিসির এমডির কাছে লিখিত অভিযোগ করা হয়। ঘটনাটি তদন্তে কমিটি গঠনের জন্য প্রতিষ্ঠানটি পরিচালক অপারেশন কিউ এম শফিকুল ইসলামকে গত ১৬ এপ্রিল সুপারিশসহ তদন্ত প্রতিবেদন চেয়েছেন ডিপিডিসির ব্যবস্থাপনা পরিচালক।নির্দেশনার ১৬ নিদেশনার পেড়িয়ে গেলেও তদন্ত কমিটি গঠন করা হয়নি এবং পরিচালক অপারেশনের অনিহা দেখা দিয়েছে। অভিযোগে বলা হয়, এনওসিএস বনশ্রী ডিভিশনের আওতাধীন আলমগীর হোসেনের ৩টি বহুতল ভবন নির্মাণের কাজ চলছে। বনশ্রী ডিভিশনের উপসহকারী প্রকৌশলী মুকসেদুল ইসলাম ওই তিনটি ভবনে বিদ্যুৎ সংযোগ দেয়ার ঠিকাদারি কাজ চায়। মালিক আলমগীর দিতে রাজি না হওয়ায় মুকসেদুল নোয়াপাড়া ১১৮/১ মেরাদিয়া খিলগাঁও নির্মাণাধীন ওই ভবনে ট্রাস্কফোর্স নিয়ে অভিযান পরিচালনা করা হয়। এছাড়া ঘটনাস্থলে মালিককে না পেয়ে ফোন করেন উপ-সহকারী প্রকৌশলী। মুঠোফোনে মুকসেদুল অভিযোগ করেন আপনার এই ভবনের মিটার অকেজো আমাকে নগদ তিন লক্ষ টাকা দিলে সমস্যা সমাধান হবে। না দিলে ট্রস্কফোর্স দিয়ে আপনার মিটারে পেনাল বিল করা হবে। ঘুষ দিতে রাজি না হওয়ায় পরবর্তীতে ট্রস্কফোর্সের মাধ্যমে ৮ লাখ ১৭ হাজার টাকা পেনাল বিল করে দেন। মুকসেদুল ইসলাম চাকরির শুরু থেকেই বনশ্রী ডিভিশনের কর্মরত রয়েছেন। এছাড়া তিনি এবং ওই ডিভিশনের নির্বাহী প্রকৌশলী পরস্পর যোগসাজশে ক্ষমতার অপব্যবহার করে টাকার বিনিময়ে সুকৌশলে বনশ্রী ফরাজী মেডিকেল হাসপাতালে পোল মাউন্টেড সংযোগ দিয়েছে বনশ্রী ডিভিশন। হাসপাতালে অতিরিক্তি লোড চেয়ে করা আবেদনে সংযোগ প্রদান অনুমোদনে স্বাক্ষর করেছেন,ওই প্রতিষ্ঠানের নির্বাহী প্রকৌশলী মোস্তাফিজুর রহমান,মুকসেদুল ইসলামসহ কয়েকজন। টাকা দিলেই ডিপিডিসির সকল অনিয়ম যেন নিয়মে পরিনত হয়। পোল মাউন্টেড ট্রান্সফরমারের মাধ্যমে বিদ্যুৎ সংযোগ চেয়ে জয়নাল আবেদীনের করা আবেদনে উল্লেখ করা হয়, তার বাসায় বহুদিন আগে থেকেই ২টি আলাদা সার্ভিস তারের মাধ্যমে ৬৪ কিলোওয়াট লোডের অনুমোদন রয়েছে। বাসায় বিদ্যুৎ ব্যবহার বেড়ে যাওয়ায় বনশ্রী ডিভিশন থেকে ওভারলোড নিরসনে চিঠি দেয়। লোড নিরসনের সুযোগ না থাকায় গত বছরের অক্টোবর মাসে তার বাসার সংযোগ বিছিন্ন করে তার কেটে নিয়ে আসে ডিপিডিসি কর্তৃপক্ষ। পরে জয়নাল আবেদীন স্প্যাম্পে অঙ্গীকার নামা দিয়ে কয়েকদিনের সময় নিয়ে সংযোগ ফি ১ হাজার ৮৪০ ব্যাংকে জমা দিয়ে পূনঃসংযোগ গ্রহন করেন।

তিনি তার আবেদনে আরও উল্লেখ করেন বাসা পূর্বের নির্মাণ হওয়ায় ট্রান্সফরমার স্থাপনের জায়গা নাই। তিনি আর্থিক সংকটের কথাও জানান। পোল মাউন্টেডের মাধ্যমে ১২০ কিলোওয়াট লোডের এইচটি সংযোগের জন্য গত বছরের ২১ নভেম্বর আবেদন করেন। জয়নালের সাথে ৬ লাখ টাকা কন্ট্রাক হয়েছিল। এছাড়া ৫৩৩ নন্দিপাড়া,মাইনুদ্দিন মিয়ার পৌনে সাত কাঠা জমির উপর ১০তলা ভবনে একটি মাদার মিটারসহ মোট ২৯ টি মিটারের বিপরিতে উচ্চ চাপ উপযোগী (এইচটি সংযোগ) ভবনটি। সেখানে ৬ লাখ টাকা রফাদফায় এলটি সংযোগ দিয়েছে বনশ্রী ডিভিশনের অসাধু কর্মকর্তারা। বাড়ি নং-৩৮,রোড নং ৪, ব্লক-ডি বনশ্রী। এই বাড়িটি ৫ কাঠা জমির উপর ৯তলা। এইচটি সংযোগের বিপরীতে ৭ লাখ টাকার বিনিময়ে এলটি সংযোগ দেয়া হয়েছে। এই ঘটনার সাথে জড়িত কাজী রাশেদ,নির্বাহী প্রকৌশরী এবং সহকারি প্রকৌশলী ইলিয়াস। তাদের এই কাজের যোগানদাতা মুকসেদুল ইসলাম। জোসনা রাণী বাড়ি নং-২৬৪/এইচ মেরাদিয়া নবীনবাগ। ডেভেলপমেন্ট শহিদুল্লাহ। রাণীর ৭ কাঠা জমির উপর ৯তলা ভবন নির্মাণ করেন ডেভেলপার শহীদুল্লাহ। একই ভবনে দুই ধরনের সংযোগ। এক পাশে এইচটি আরেক পাশে এলটি। এসব বিষয়ে তার বক্তব্য নিতে ব্যক্তিগত নাম্বারে যোগাযোগ করা হয়। সংবাদিক পরিচয় শুনে ব্যস্ত আছি পরে কথা বলবে বলে জানান তিনি। পরে মুকসেদুল আর ফোন রিসিভ করেননি। পোল মাউন্টেড সংযোগের বিষয়ে চীফ ইঞ্জিনিয়ার (সেন্ট্রাল) জাহাঙ্গীর আলম ইনকিলাবকে বলেন,এধরণের সংযোগ বন্ধ রয়েছে। তাদের সংযোগ দেয়ার ক্ষমতা নেই। তাহলে তারা কিভাবে দিলেন,এমন প্রশ্নের জবাবে তিনি জানান,এমন অবৈধ সংযোগ বিছিন্ন করা হবে।

এদিকে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির(ডিপিডিসি) ক্ষমতার অপব্যবহার এবং বিধিলঙ্ঘনের কারণে দক্ষিণগাঁও গ্যারেজের ভাড়াটিয়া মো.আরকান তার পরিবার নিয়ে কষ্টে দিন কাটাচ্ছে। কর্তৃপক্ষের অনুমতি ছাড়া গত ২৪ ফেরুয়ারী ছুটির দিন রাত ১১ টায় এনওসিএস মুগদা ডিভিশনের ভারপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী মাহে আলমের নের্তৃত্বে ২০ সদস্যের টিম অবৈধ বিদ্যুৎ সংযোগের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে বাইপাস সংযোগের প্রমান পাওয়ায় বিদ্যুৎ সংযোগ বিছিন্ন করেন এবং গ্যারেজ ভাড়াটিয়া রিক্সা চালককে ৫ লাখ ৭ হাজার টাকা জরিমানা করা হয়। এঘটনায় অসহায় রিক্সা চালক সুষ্ঠু তদন্ত সাপেক্ষে সত্য উদঘাটন করে পূণরায় জরিমানা করার জন্য সংস্থাটির প্রধানের কাছে গত ২৭ ফেরুযারী একটি আবেদন করেন। এনওসিএস মুগদা ডিভিশনের আওতাধীন নিয়মিত বিদ্যুৎ ব্যবহারকারি। গ্রাহক নং-২৫৫৩৭৬৭১-মিটার নাম্বার-০২৫১০০১২০১৯ গ্রাহকের নাম মো.ইউসুফ আলী। তিনি প্রি-পেইড মিটারের মাধ্যমে বিদ্যুৎ ব্যবহার করেন। প্রতি মাসে প্রায় ৪০ হাজার টাকা রিচার্জ করতেন। গত ২১ ফেরুয়ারী উক্ত মিটারে হঠাৎ করে বিদ্যুৎ সংযোগ বন্ধ হয়ে যায়। ওই দিন সরকারি ছুটি হওয়ায় ডিপিডিসির কারও সাথে যোগাযোগ করতে পারেনি। তাদের গ্যারেজে পূর্বের পরিত্যাক্ত প্রি-পেইড মিটার যার গ্রাহক নং-২৫৫৬১৯০৩-মিটার নাম্বার-০২০৪২০০০৯৩৬৯ গ্রাহকের নাম শ্রী-ইন্দ্রজিৎ। রিক্সাচালক আরকান নিজের পরিবারের দুগ্ধমুঠো রুটি-রুজির সন্ধানে রিক্সা চালাতে গ্যারেজ থেকে সকালে বেড়িয়ে যায়। তার গ্যারেজ ম্যানেজার পরিত্যক্ত মিটারের মাধ্যমে বিদ্যুৎ সংযোগ দেয়ার চেষ্টা করেন। বিদ্যুৎ সঞ্চালন না হওয়ায় দুই হাজার টাকা রিচার্জ করেন। বিদ্যুৎ চালু না হওয়ায় আবার ৩ হাজার টাকা রিচার্জ করে। এতেও বিদ্যুৎ সংযোগ না পাওয়ায় তখন সরাসরি লাইন চালু করেন যা রিক্সাচালক আরকানের অজানা। তিনদিন পর গত মাসের ২৪ ফেরুয়ারী রাত ১১ টায় নির্বাহী ক্ষমতা বলে মুগদা ডিভিশনের নির্বাহী প্রকৌশলী মাহে আলম অভিযান পরিচালনা করে সংযোগটি বিছিন্ন করেন এবং তাদের একটি নোটিশ দিয়ে আসেন। পরের দিন মুগদা ডিভিশনের গেলে মাহে আলম তাদের কোন বক্তব্য না শুনে পরিত্যক্ত মিটারের উপর ভিত্তি করে ৫ লাখ সাত হাজার ৪৮৬ টাকা জরিমানা করেন। রিক্সাচালক বিল মওকুফের আবেদন করেন। তিনি নিজের ভুল স্বীকার করে ডিপিডিসি কর্তৃপক্ষের কাছে ৩দিন সরাসরি বিদ্যুৎ সংযোগ ব্যবহার করেছি। তদন্তপূর্বক বিল সংশোধন করে তিন দিনের অবৈধ সংযোগের যা জরিমানা করা হবে তা আবেদনকারী পরিশোধ করতে বাধ্য থাকিবে।

ডিপিডিসির পরিচালক এইচ আর (প্রশাসন) সোনামনি চাকমা বলেন, কর্তৃপক্ষের অনুমতি থাকলে যে কোন সময় অভিযান চালাতে পারে। সংস্থাটির প্রধানের বিনা অনুমতিতে অভিযান পরিচালনা অবৈধ। ডিপিডিসির চীফ ইঞ্জিনিয়ার জাহাঙ্গীর আলম জানান,দীর্ঘদিন যাবত প্রতিষ্ঠানটি এভাবেই অভিযান পরিচালনা করেন।
##


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

রাউজানে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন

রাউজানে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন

ইন্দোনেশীয় হজযাত্রীবাহী উড়োজাহাজে আগুন, জরুরি অবতরণ

ইন্দোনেশীয় হজযাত্রীবাহী উড়োজাহাজে আগুন, জরুরি অবতরণ

দুর্ভিক্ষের মুখে সুদান: জাতিসংঘ

দুর্ভিক্ষের মুখে সুদান: জাতিসংঘ

রাফায় অভিযান নিয়ে ইসরাইলের সঙ্গে মিশরের বিরোধ চরমে

রাফায় অভিযান নিয়ে ইসরাইলের সঙ্গে মিশরের বিরোধ চরমে

মালয়েশিয়ার ধমকে হামাস নেতাদের সাথে আনোয়ারের ছবি ফেরাল ফেসবুক

মালয়েশিয়ার ধমকে হামাস নেতাদের সাথে আনোয়ারের ছবি ফেরাল ফেসবুক

উখিয়ায় ভাড়া বাসা থেকে এনজিও সংস্থার এক কর্মীর লাশ উদ্ধার

উখিয়ায় ভাড়া বাসা থেকে এনজিও সংস্থার এক কর্মীর লাশ উদ্ধার

চলতি মাসেই আঘাত হানতে পারে ঘূর্ণিঝড়

চলতি মাসেই আঘাত হানতে পারে ঘূর্ণিঝড়

স্লোভাকিয়ার প্রধানমন্ত্রীর অবস্থা 'সংকটজনক', একজন আটক

স্লোভাকিয়ার প্রধানমন্ত্রীর অবস্থা 'সংকটজনক', একজন আটক

ডিজে বৌদ্ধ সন্ন্যাসী

ডিজে বৌদ্ধ সন্ন্যাসী

ইউক্রেনের সঙ্গে শান্তি সংলাপে প্রস্তুত রাশিয়া: পুতিন

ইউক্রেনের সঙ্গে শান্তি সংলাপে প্রস্তুত রাশিয়া: পুতিন

বিতর্কিত সিএএ আইনে প্রথমবারের মতো ১৪ জনকে নাগরিকত্ব দিলো ভারত

বিতর্কিত সিএএ আইনে প্রথমবারের মতো ১৪ জনকে নাগরিকত্ব দিলো ভারত

বিতর্কিত সিএএ আইনে প্রথমবারের মতো ১৪ জনকে নাগরিকত্ব দিলো ভারত

বিতর্কিত সিএএ আইনে প্রথমবারের মতো ১৪ জনকে নাগরিকত্ব দিলো ভারত

ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে আবারও আগুন!

ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে আবারও আগুন!

দুই দিনের রাষ্ট্রীয় সফরে চীনে পৌঁছেছেন পুতিন

দুই দিনের রাষ্ট্রীয় সফরে চীনে পৌঁছেছেন পুতিন

করোনা আক্রান্ত অর্থমন্ত্রী সুস্থ আছেন

করোনা আক্রান্ত অর্থমন্ত্রী সুস্থ আছেন

আবশ্যিক সেনা প্রশিক্ষণ নিয়ে বিতর্ক জার্মানিতে

আবশ্যিক সেনা প্রশিক্ষণ নিয়ে বিতর্ক জার্মানিতে

একসঙ্গে ৪ সন্তানের জন্ম, কয়েক ঘণ্টা পরই তিনজনের মৃত্যু

একসঙ্গে ৪ সন্তানের জন্ম, কয়েক ঘণ্টা পরই তিনজনের মৃত্যু

ফের ৫ বিভাগে ৪৮ ঘণ্টার তাপপ্রবাহের সতর্কবার্তা জারি

ফের ৫ বিভাগে ৪৮ ঘণ্টার তাপপ্রবাহের সতর্কবার্তা জারি

গাজীপুরে আগুনে শতাধিক বসতঘর-দোকান পুড়ে ছাই

গাজীপুরে আগুনে শতাধিক বসতঘর-দোকান পুড়ে ছাই

যুক্তরাষ্ট্রে জাহাজের ধাক্কায় সেতু ধস : এখনো ‘পানিতে আটকা’ ২০ ভারতীয়

যুক্তরাষ্ট্রে জাহাজের ধাক্কায় সেতু ধস : এখনো ‘পানিতে আটকা’ ২০ ভারতীয়