বগুড়ায় ৪ বছর মেয়াদী নদী খনন প্রকল্প
১২ নভেম্বর ২০২৪, ১২:০৩ এএম | আপডেট: ১২ নভেম্বর ২০২৪, ১২:০৩ এএম
বগুড়ায় করতোয়া সহ বিভিন্ন নদী খনন প্রকল্পের জন্য মেগা প্রকল্প হাতে নেয়া হয়েছে। ২০২৪ থেকে ২০২৮ এর জুন পর্যন্ত এই চার বছর মেয়াদের এই প্রকল্পের ব্যয় বরাদ্দ ধরা হয়েছে ২৪০০ কোটি টাকা। পাউবো জানায়, ২০১৮ সালে ৩০০০ হাজার কোটি টাকার প্রকল্প দাখিল করা হলেও বগুড়ার প্রতি তৎকালীন সরকারের বৈরি দৃষ্টি ভঙ্গির কারণে প্রকল্পটি আঁতুড় ঘরেই মারা যায়।
জানা যায়, করতোয়া, ইছামতি, গজারিয়া ও নাগর নদীর ৩৫৫.১০ কিলোমিটার এলাকা পুনঃখননের মাধ্যমে গাইবান্ধা বগুড়া জেলার প্রকল্প এলাকায় সেচ প্রদান ও বন্যা নিয়ন্ত্রণ, নদীসমূহের স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনা সহ দখল ও দূষণ থেকে উল্লেখিত নদ-নদীকে রক্ষা করা, ভূগর্ভস্থ পানির পুনঃভরণ সেচ সুবিধা বৃদ্ধির মাধ্যমে কৃষি উৎপাদন বৃদ্ধি করা, পানি ধারণ ক্ষমতা বৃদ্ধি ও দীর্ঘায়িত করে মৎস্য চাষের উন্নয়ন করা, নদীর তীরে বনায়ন করা, বগুড়া জেলার শহর অংশে করতোয়া নদীর উভয় তীরে ৩২ কিলোমিটার ওয়াকওয়ে নির্মাণের মাধ্যমে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন সাধন করা, জলবায়ু পরিবর্তন রোধে কার্যকরী অবদান রাখা এবং জীববৈচিত্র পরিবেশও আর্থ-সামাজিক অবস্থার উন্নয়ন সাধনই প্রকল্পের মূল উদ্দেশ্য।
বগুড়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. নাজমুল হক ইনকিলাবকে জানান, প্রকল্পের প্রধান কাজগুলো হলো করতোয়া নদীর তীরে ৩১.৪৭০ কিলোমিটার সেøাপ প্রটেকশন কাজ। বাঙালি নদীর তীরে ১.৪৫ কিলোমিটার ও নাগর নদীর তীরে ০.৩০৫ কিলোমিটার মোট ১.৭৮৫ কিলোমিটার নদীতীর প্রতিরক্ষা ও সংরক্ষণ নিশ্চিত করা।
১০৬ কিলোমিটার করতোয়া নদী পুনঃখনন এবং নদীর ১৭ কিলোমিটার মেরামত ও রক্ষণাবেক্ষণ, গজারিয়া নদী পুনঃখনন ৩৪.৬০০ কিলোমিটার, নাগর নদী পুনঃখনন ১১২ কিলোমিটার এবং ইছামতি নদী পুনঃখনন ৭১ কিলোমিটার কাজ এই প্রকল্পের অন্তর্ভুক্ত থাকবে।
এছাড়াও বগুড়া সদরের এরুলিয়া খালের সাড়ে ১৪ কিলোমিটার সহ মোট নদীর দৈর্ঘ্য ৩৫৫.১০০ কিলোমিটার খনন করা হবে। এছাড়া করতোয়া নদীর উভয় তীরে ৩২ কিলোমিটার বাঁধ কাম ওয়াকওয়ে নির্মাণ করা হবে। আবার নাগর নদী উভয় তীরে ৬৪.৪০০ কিলোমিটার বাঁধ নির্মাণও করা হবে একই প্রকল্পের আওতায়। নির্বাহী প্রকৌশলী আরো জানান, বগুড়া সদরের সুবিল খালের সাড়ে পাঁচ কিলোমিটার অংশে লিংককিং ওয়ার্ক করা হবে।
প্রকল্পের আওতায় একটি পানি নিয়ন্ত্রণ অবকাঠামো করা ছাড়াও ৯৮টি ব্রিজের ফাউন্ডেশন ট্রিটমেন্ট, যে ২৩ কিলোমিটার ওয়াকওয়ে করা হবে তার সিঁড়ি, পানি নিষ্কাশন ড্রেন ছাতা বসার বেঞ্চ এবং প্রয়োজনে উচ্ছেদ করে করে রাস্তা করা হবে।
তার মতে প্রস্তাবিত প্রকল্পটি বাস্তবায়িত হলে নদীর নাব্য ও বর্ষায় পানি ধারণ ক্ষমতা বৃদ্ধি পাবে। পরবর্তীতে নদী ও খালে পানি সংরক্ষণ করে সেচ কাজে ব্যবহার করা যাবে।
স্থানীয় পরিবেশবিদগণের মতে প্রকল্পটি বাস্তবায়িত হলে কৃষি ও মৎস্য খাতের উন্নয়ন জাতীয় অর্থনীতিতে ইতিবাচক অবদান রাখবে। এছাড়া বর্ষায় নদীর পানি ধারণ ক্ষমতা বৃদ্ধি পেলে বন্যার তীব্রতা হ্রাস পাবে নিষ্কাশন ব্যবস্থা জোরদার হবে। মৎস্য উৎপাদনবৃদ্ধি পাবে এবং জীব- বৈচিত্রের জন্য সহায়ক পরিবেশ সৃষ্টি হবে। খননকৃত মাটির সাহায্যে নদী-খালের পাশে বাঁধ নির্মাণ করে গাছ রোপণ করা যাবে। তারা আরো বলেন, বাংলাদেশ কৃষি প্রধান দেশ। প্রায় ৮০ ভাগ মানুষই কৃষিজীবী। ফলে মৎস্য কৃষিখাতে উৎপাদন বৃদ্ধি পেলে কৃষকদের আর্থ-সামাজিক অবস্থার উন্নতি ও দারিদ্র হ্রাসে সহায়ক হবে।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
আরও পড়ুন
শপথ নিলেন নতুন সিইসি ও ৪ কমিশনার
বান্দরবানে সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে কেএনএ’র ৩ সদস্য নিহত, অস্ত্র-গুলি উদ্ধার
ক্রাউন প্রিন্স শেখ হামদান দুবাই রান ২০২৪-উৎসবে দৌড়বিদদের নেতৃত্ব দিলেন
বেনাপোল বন্দরের সাথে সকল রুটের পরিবহণ ধর্মঘটের দ্বিতীয় দিন চলছে: পাসপোর্ট যাত্রীদের দুর্ভোগ চরমে
সাটুরিয়ায় জমি নিয়ে বিরোধে হামলায় আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় কৃষকের মৃত্যু
"অভিনেত্রী মন্দিরার সিনেমার প্রিমিয়ার প্রদর্শনী যুক্তরাষ্ট্রে"
পেঁয়াজের পরিচর্যায় ব্যস্ত কুষ্টিয়ার কৃষকরা
স্বৈরাচার শেখ হাসিনা সরকার বিতর্কিত সিলেবাসের মাধ্যমে মানুষকে ধর্মহীন করার চক্রান্ত করেছিল-পীর ছাহেব চরমোনাই
ব্যাটারিচালিত রিকশা বন্ধের আদেশের বিরুদ্ধে আপিলে যাচ্ছে রাষ্ট্র
জবির বোটানি বিভাগ অ্যালামনাইয়ের নির্বাচন অনুষ্ঠিত
আরএফকে জুনিয়র কি আমেরিকার খাদ্যাভ্যাসকে পরিবর্তন করতে পারবেন?
জুলাই বিপ্লবের গ্রাফিতি মুছে ফেলার ঘটনায় গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুলের দুঃখ প্রকাশ
বর্তমান সরকার পূর্নবাসনসহ সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন- আশাবাদী ক্ষতিগ্রস্ত শ্রমিকরা
ফরিদগঞ্জে অনলাইন জুয়ায় আসক্ত হয়ে পড়েছে শিশু-কিশোররা
সউদীতে এক সপ্তাহে ২০ হাজার প্রবাসী গ্রেফতার
চট্টগ্রামে চাকরিচ্যুত ব্যাংক কর্মকর্তা-কর্মচারীদের মহাসড়ক অবরোধ
পাকিস্তানে রাতভর শিয়া-সুন্নি সংঘর্ষে নিহত অন্তত ৩২
মোহাম্মদপুরে সড়ক অবরোধ, তীব্র যানজট
ইসরায়েলি হামলায় বৈরুতে নিহত ২০,শুজাইয়া ছাড়ছে শত শত ফিলিস্তিনি
আফগানিস্তানে মাজারে বন্দুকধারীর নির্বিচার গুলিবর্ষণে নিহত ১০