মালামালের সঙ্গে অপহৃত শিশু মোহাম্মদপুরে উদ্ধার
১৬ নভেম্বর ২০২৪, ১১:২৭ পিএম | আপডেট: ১৬ নভেম্বর ২০২৪, ১১:২৭ পিএম
রাজধানীর আজিমপুর মেডিকেল স্টাফ কোয়ার্টার সংলগ্ন লালবাগ টাওয়ারের পাশের গলি থেকে ডাকাতির মালামালের সঙ্গে নিয়ে যাওয়া ৮ মাসের শিশু আরিসা জান্নাত জাইফা মোহাম্মদপুরের নবোদয় হাউজিংংেয়র একটি বাসা থেকে উদ্ধার হয়েছে। এ ঘটনায় সাবলেট ভাড়াটে হিসেবে আসা অপহরণকারী চক্রের মূল সদস্য মোছা. ফাতেমা আক্তার শাপলাকেও (২৭) গ্রেফতার করেছে র্যাব। দশ লাখ টাকা মুক্তিপনের জন্যই শিশুটিকে অপহরণ করা হয়েছিলো। কিন্তু শিশুটি অপহরণনের ঘটনা ব্যাপকহারে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে মুক্তিপণ চেয়ে আর ফোন করেননি শাপলা। এ ঘটনায় এলাকাবাসীসহ সারাদেশের মানুষ হতভম্ব হয়ে যায়।
গতকাল শনিবার দুপুরে কারওয়ানবাজারের র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনীম ফেরদৌস বলেন, গত শুক্রবার ডাকাতির সময় শিশুটির মায়ের দু’টি মোবাইল নিয়ে যায় চক্রের সদস্যরা। পরে তারা শিশুটিকে মোহাম্মদপুরের একটি বাসায় রেখে আত্মগোপনে চলে যায়। মূল পরিকল্পনাকারী শাপলা শিশুটির মায়ের ফোন দিয়ে সহযোগীদের সাথে কথা বলেন। এরসূত্র ধরে প্রযুক্তির সহায়তায় শাপলার অবস্থান শনাক্ত করে শিশুটিকে উদ্ধার করা হয়।
মুনীম ফেরদৌস বলেন, অপহৃত শিশু আরিসা জান্নাত জাইফার মা ফারজানা আক্তার স্বরষ্ট্র মন্ত্রণালয়ে চাকরি করেন এবং বাবা বেসরকারি একটি প্রতিষ্ঠানে চাকরি করেন। তারা তিন বছর ধরে ওই বাসায় থাকছেন। তবে চার মাস ধরে পারিবারিক কলহের জেরে শিশুটির বাবা আলাদা রয়েছেন।
সপ্তাহখানেক আগে অফিসে যাতায়াতকালে ফারজানার সঙ্গে শাপলার পরিচয় হয়। এ সময় নিজেকে রাইসা এবং তার বাড়ি নওগাঁ জেলা বলে মিথ্যা পরিচয় দেয়। তিনি অবিবাহিত এবং একটি বিশ্ববিদ্যালয়ের বিবিএ দ্বিতীয় সেমিস্টারের ছাত্রী। পড়ালেখার পাশাপাশি সচিবালয়ের পরিবহন পুলে অফিস সহায়ক হিসেবে চাকরি করেন বলে জানান। তার ঢাকায় থাকার জন্য সাবলেট হিসেবে একটি ভালো রুম দরকার। এ সময় তিনি ফারজানাকে বলেন, তাকে সাবলেট হিসেবে বাসা ভাড়া দিলে সারাদিন বাসায় পড়াশোনার পাশাপাশি ফারজানার শিশুটিকেও দেখভাল করতে পারবেন। সন্তানের কথা চিন্তা করে ফারজানা সাবলেট হিসেবে বাসা ভাড়া দেওয়ার জন্য রাজি হয়। পরবর্তীতে গত বৃহস্পতিবার বিকেলে শাপলা আজিমপুরের বাসায় আসেন এবং অগ্রিম ভাড়া হিসেবে ২ হাজার টাকা দিয়ে বাসায় রাতযাপন করে।
পর দিন শুক্রবার সকালে শাপলা চাল নিয়ে আসবে বলে চাচাতো ভাই পরিচয়ে তিন ব্যক্তিকে বাসায় নিয়ে আসেন। এক পর্যায়ে শাপলা ও তার কথিত চাচাতো ভাইয়েরা ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে ফারজানাকে ওড়না দিয়ে হাত-পা বেঁধে ফেলেন। এ সময় তারা বাসার স্বর্ণালংকার ও নগদ অর্থসহ মূল্যবান মালামাল লুট করে শিশু জাইফাকে নিয়ে যান। এ ঘটনায় শাপলার কথিত চাচাতো ভাইয়েরা হলেন, সুমন, হাসান ও রায়হান। তারা অপহরণের দুই সপ্তাহ আগে থেকে ফারজানাকে অনুসরণ করছিল। এমনকি বৃহস্পতিবারই ডাকাতি করার পরিকল্পনা করেছিলেন। তবে সেদিন ওই বাসায় শিশুটির এক আত্মীয় আসায় তারা সফল হননি। সেদিন রাতে তারা শিশুটির পরিবারকে চেতনানাশক ওষুধও দিয়েছিলেন।
শাপলা সম্পর্কে র্যাব জানায়, তিনি একজন গৃহিণী। তার স্বামীর নাম মো. সেলিম হোসেন। তিনি ২০১০ সাল থেকে পরিবারের সঙ্গে রাজধানীর মোহাম্মদপুরের বসবাস শুরু করেন। তার বাড়ি বগুড়ায়। শাপলা ২০১২ সালে বগুড়ার একটি স্কুল থেকে এসএসসি এবং ২০১৪ সালে রাজধানীর একটি কলেজ থেকে এইচএসসি পাস করেন। পরবর্তীতে রাজধানীর অপর একটি কলেজে মার্কেটিং বিষয়ে অনার্সে ভর্তি হয়ে পড়াশোনা শুরু করলেও তা শেষ করেনি। পরবর্তীতে ২০২৩ সালে বিয়ে বন্ধনে আবদ্ধ হন এবং ৩-৪ মাস আগে মোহাম্মদপুর নবোদয় হাউজিং এলাকায় তার স্বামীর নিজস্ব ফ্ল্যাটে বসবাস শুরু করেন।
র্যাব কর্মকর্তা মুনিম ফেরদৌস বলেন, আজিমপুরের বাসায় শিশুটির বাবার যাতায়াত ছিল কম। শিশুটির বাবাও র্যাবের নজরদারিতে রয়েছে।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
আরও পড়ুন
ঘোষণা করা হয়েছে মেলন মিউজিক অ্যাওয়ার্ড ২০২৪ - এর মনোনীতদের নাম
চীনে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ৭
সরিষাবাড়ীতে বিএনপির বিশাল জনসভা - দেশপ্রেমের আহ্বান শামীম তালুকদারের
মুসলিমদের বিরুদ্ধে হিন্দুদের ‘ধর্মযুদ্ধে’ নামতে বললেন মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী
বিএনপি ক্ষমতায় এলে দেশে খেলাধুলার সুন্দর পরিবেশ নিশ্চিত করা হবে - মেজর হাফিজ।
৫ আগস্টের বিজয়ে তারেক রহমান পনেরো বছর ধরে নেতৃত্ব দিচ্ছেন
পুলিশকে জনগণের বাহিনী হিসেবে গড়ে তুলতে হবে: আইজিপি
নারায়ণগঞ্জে হরতালের সমর্থনে মিছিল
জুলাই-অগাস্ট অভ্যুত্থানে শহীদদের নামে উপজেলা পর্যায় হবে স্টেডিয়াম
বিশ্বজনতার নজর আমেরিকায় কেন?
বাংলাদেশের পররাষ্ট্রনীতি : ফ্যাসিবাদের পক্ষাবলম্বনে কুগেলম্যান
অর্থনীতি ও নির্বাচনকে অগ্রাধিকার দিতে হবে
হতাশ মুসলিম ভোটাররা
ঘুরে দাঁড়িয়ে মালদ্বীপকে হারাল বাংলাদেশ
বাইডেন প্রশাসনের নিন্দা জানালেন মার্কিন সিনেটর
অস্ট্রিয়ায় গ্যাস সরবরাহ বন্ধ করছে রাশিয়া
চীনের নতুন মেগাপোর্ট উদ্বোধন
দ্বিগুণ সাহায্য চায় ভঙ্গুর দেশগুলো
গালওয়ান সীমান্ত নিয়ে বিভেদ ভুলে যাচ্ছে ভারত ও চীন
ইসরাইলের সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে ট্রাম্পকে যে আহ্বান জানাল হামাস