ভেজাল সার ও নকল কীটনাশক সিন্ডিকেট উত্তরে স্থায়ীভাবে কৃষিজমি নষ্টের পায়তারা
২০ নভেম্বর ২০২৪, ১২:০২ এএম | আপডেট: ২০ নভেম্বর ২০২৪, ১২:০২ এএম
মাটি, ডলোমাইট চুন, পাথরকুচি, সিমেন্ট ও অন্যান্য কেমিক্যাল মিশিয়ে তৈরী হচ্ছে সার। একই সাথে রঙ, চিনি, পানির সাথে বিষাক্ত কেমিক্যাল দিয়েও বানানো হচ্ছে নামি কীটনাশক। সেগুলো আবার নামি-দামি, দেশি-বিদেশী কোম্পানীর প্যাকেটে ভরে সুবিন্যস্ত বিস্তৃত নেটওয়ার্কের মাধ্যমে উত্তরের জেলা, উপজেলা, ইউনিয়ন ও গ্রাম পর্যায়ে বিক্রি করা হচ্ছে। এতে ঠকছে কৃষক, সর্বনাশ হচ্ছে কৃষি প্রধান উত্তরের ফসলি জমির। কম পয়সায় কেনা এসব নকল সার কীটনাশাক দিনের পর দিনে জমিতে ব্যবহারের ফলে ধিরে ধিরে উর্বরতা নষ্ট হচ্ছে ফসলি জমির। মাঝখানে সিন্ডিকেট লুটে নিচ্ছে মুনাফা। তবে তাদের অপতৎরতা হয়তো শুধুমাত্র লাভ বা লোভের মধ্যেই সীমাবদ্ধ নেই। এই সিন্ডিকেট বাংলাদেশের উর্বর জমির চরিত্র বদলে দিয়ে স্থায়ীভাবে অনুর্বর করার ষড়যন্ত্রের সাথে জড়িত রয়েছে বলে ধারনা করা হচ্ছে। এসব প্রতিরোধে কৃষি বিভাগের উদাসীনতাও প্রশ্ন সাপেক্ষ বলে মনে করছেন অনেকেই।
অতি সম্প্রতি বগুড়া সদরে একটি নকল, ভেজাল সার কারাখানায় অভিযানের মাধ্যমে এই আভিযোগ ও অভিমতের সত্যতা মিলেছে। গত ১৬ নভেম্বর বগুড়া সদরে মাটি, পাথর, চুনাপাথর ও সিমেন্ট ব্যবহার করে ভেজাল সার তৈরির দায়ে একটি কারখানা সিলগালা ও মালামাল জব্দ করেছে জেলা প্রশাসন। রাত সাড়ে ৮টার দিকে বগুড়া শহরতলী চারমাথা গোদারপাড়া বাজার এলাকায় কথিত কারখানা নামের একটি বাড়িতে এই অভিযান পরিচালনা করা হয়।
গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার সাদমান আকিফ। তিনি জানান, এনএসআইয়ের কাছে গোপন তথ্য ছিল গোদারপাড়া বাজার এলাকায় একটি আবাসিক বাড়িতে ভেজাল সার তৈরি করা হয়। এমন তথ্যের ভিত্তিতে নিবার্হী ম্যাজিস্ট্রেট, সেনাবাহিনী ও পুলিশের সমন্বয়ে গঠিত একটি টিম ওই বাড়িতে অভিযান পরিচালনা করে। তবে অভিযানের বিষয়টি টের পেয়ে কারখানার কর্মকর্তারা পালিয়ে যান। তবে সেখানে দুইজন শ্রমিককে আটক করা হয়। অভিযানকালে কারখানা থেকে ভেজাল টিএসপি সার, কীটনাশক, বাসুডিন, ফুরাডান, ফসফরাস, সালফার, জিংকসহ প্রায় ২০টিরও অধিক কোম্পানির মোড়কজাত করা ভেজাল সার ও সার তৈরির কাঁচামাল (মাটি, পাথর, চুনাপাথর, সিমেন্ট ও অন্যান্য কেমিক্যাল), সার তৈরির সরঞ্জামাদি ও বিভিন্ন কোম্পানির নকল মোড়ক ও লেভেল উদ্ধার করা হয়। অভিযান শেষে কারখানাটি সিলগালা করা হয়। উদ্ধারকৃত ভেজাল সার, নকল কীটনাশক বগুড়া সদর উপজেলার উপ-সহকারী কৃষি কর্মকর্তা কে এম মুনছুর রহমানের জিম্মায় দেয়।
গতকাল মঙ্গলবার বিকেলে বগুড়া সদর উপজেলার কৃষি অফিসার ইসমত জাহান জানান, এ ঘটনায় মালামাল জব্দ ও মজুদ করা হয়েছে। সেগুলোর রাসায়নিক নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। পরীক্ষার ফলাফল আসার পর সেগুলো ধ্বংসের ব্যবস্থা নেওয়া হবে। আটককৃত দুই কারখানা শ্রমিককে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। আটক শ্রমিকরা জানিয়েছে শেরপুর উপজেলার গৌতম এবং কারখানা এলাকার আশেপাশের বাসিন্দা সুলতান নামের দুই ব্যক্তি অবৈধ কারখানা পরিচালনা করে আসছিল।
উল্লেখিত এলাকার বাসিন্দারা জানান, বগুড়া পৌরসভার সাবেক কাউন্সিলর ও পরিবহন মালিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক কয়েকটি হত্যা মামলার পলাতক আসামি আমিনুল ইসলামের ছত্রছায়ায় এই কারখানাটি পরিচালিত হতো।
সাবেক এক কৃষি কর্মকর্তা ইনকিলাবকে জানান, এমন অনুমোদনহীন সার ও কটিনাশকের কারখানার সংখ্যা বগুড়া সদরেই রয়েছে ৫০টির বেশি। এছাড়া উত্তরাঞ্চলের বিভিন্ন পয়েন্টে শত শত নকল ও ভেজাল সার ও কীটনাশক কারখানা থেকে উৎপন্ন পণ্য কিনে শতশত কৃষক প্রতারিত হচ্ছে। আর দীর্ঘ মেয়াদে সর্বনাশ হচ্ছে কৃষি জমি। খুব দ্রুত এ সমস্যা চিহ্নিত করে শেকড় সমেত উৎপাটন করতে না পারলে উত্তরের শস্যভাণ্ডার তার উৎপাদন সক্ষমতা হারাবে। খাদ্যশস্যে দেশকে স্বয়ংসম্পন্ন করার স্বপ্ন অধরাই থেকে যাবে। তিনি সন্দেহ প্রকাশ করে বলেন, শুধুমাত্র লাভ ও লোভের বশেই সিন্ডিকেট এসব করছে। নয়তো এর পেছনে মূল কারণ প্রতিবেশি দেশের আগ্রাসি এজেন্ডা। যে এজেন্ডা বাস্তবায়ন হলে কৃষি উৎপাদন সেক্টর প্রতিবেশি দেশের ওপর নির্ভরশীল হয়ে পড়বে।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
ডিসেম্বরে বাংলাদেশ ও ভারতের পররাষ্ট্র বৈঠক, হাসিনাকে ফেরানো নিয়ে আলোচনা থাকবে
রামু সেনানিবাসে সশস্ত্র বাহিনী দিবস পালিত
এক সপ্তাহে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়ল ৬ কোটি ১০ লাখ ডলার
প্রবাসীদের যে জন্য সুখবর দিলো মালয়েশিয়া
জাবি শিক্ষার্থী মৃত্যুর ঘটনায় মামলা, তদন্ত কমিটি গঠন, ফটকে তালা, মশাল মিছিল
মাদকের বিরুদ্ধে শক্ত অবস্থানে থাকবে জাতীয়তাবাদী ছাত্রদল
"নতুন সিনেমা নিয়ে ফিরছেন গ্লোবাল তারকা অ্যাঞ্জেলিনা জোলি"
ড. ইউনূসকে নিয়ে খালেদা জিয়ার পুরোনো যে বক্তব্য ভাইরাল
নতুন নির্বাচন কমিশনের প্রতি ইসলামী আন্দোলনের শুভ কামনা
আলোচনায় ফ্যাসিস্ট হাসিনার ‘টুস করে ফেলে দেয়ার’ হুমকি
দীর্ঘ ১৫ বছর সাংবাদিকরা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করতে পারেনি: খোকন
'ইউটিউব ট্রেন্ডিংয়ে রয়েছে অভিনেতা তারিক আনাম খানের নাটক'
বাংলাদেশ, নেপাল ও ভুটানের মধ্যে আঞ্চলিক সহযোগিতার আহ্বান
ইসলামিক ফাউন্ডেশন এর বোর্ড অব গভর্নর সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানীকে জমিয়াতুল মোদার্রেসীন ও দারুননাজাত মাদরাসা’র সম্বর্ধনা
সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানীকে জমিয়াতুল মোদার্রেসীন ও দারুননাজাত মাদরাসা’র সংবর্ধনা
লালমোহনে দুই গ্রুপের সংঘর্ষে আহত যুবদল নেতা চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু
চকরিয়ার বিএনপি নেতা আবু তাহের চৌধুরীর মৃত্যুতে সালাহউদ্দিন আহমদ ও হাসিনা আহমদের শোক
উইন্ডিজের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ
বেইজিং সংস্কৃতি ও পর্যটন ব্যুরো ও আটাবের মধ্যে চুক্তি স্বাক্ষরিত
প্রেসিডেন্টের সঙ্গে তিন বাহিনীর প্রধানের সাক্ষাৎ