ক্ষমা চাইলেন কিশোরগঞ্জের মুক্তিযোদ্ধা ইদ্রিছ আলী ভূঁইয়া
২৩ ডিসেম্বর ২০২৪, ১২:০২ এএম | আপডেট: ২৩ ডিসেম্বর ২০২৪, ১২:০২ এএম
কিশোরগঞ্জে বিজয় দিবসের অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ আবু সাঈদকে নিয়ে কটূক্তি করে রাখা বক্তব্যের জন্য ক্ষমা চেয়েছেন কিশোরগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ইদ্রিছ আলী ভূঁইয়া। গতকাল রোববার জেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে সংবাদ সম্মেলন করে তিনি তার বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করে ক্ষমা প্রার্থনা করেন।
এ সময় মুক্তিযুদ্ধকালীন কমান্ডার কে এম মাহবুব আলম, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার অ্যাডভোকেট মাহমুদুল ইসলাম জানু, সাবেক কমান্ডার মিজানুর রহমান খান, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আব্দুল গণি, বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন প্রমুখসহ বেশ কয়েকজন মুক্তিযোদ্ধা উপস্থিত ছিলেন।
কিশোরগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ইদ্রিছ আলী ভূঁইয়া তার বক্তব্যে বলেন, বিগত ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে আমি আমার বক্তব্যে অনিচ্ছাকৃত কিছু ভুল করেছি। সেই ভুলগুলোর জন্য আমি আন্তরিক ভাবে দুঃখিত। আমি ভুলবশত বলে ফেলছি, এই ব্যাপারে আমি ক্ষমাপ্রার্থী। আমি আমার বক্তব্য প্রত্যাহার করে নিয়েছি। এই ব্যাপারে কারো মনে আঘাত লাগলে, আমি সকলের কাছে দুঃখ প্রকাশ করছি।
ইদ্র্রিছ আলী ভূঁইয়া আরো বলেন, শহীদ আবু সাঈদ আমাদের সন্তানের মতো। আবু সাঈদ যদি শহীদ না হতো, আজকে বাংলাদেশের এই পটপরিবর্তন হতো না। আমি মনে করি, আবু সাঈদ শহীদ হয়ে একটা রাস্তা আমাদের শিখিয়ে দিয়ে গেছে যে বাংলাদেশ গণতন্ত্রের পথে চলছে, মানুষের কথা বলার অধিকার দিচ্ছে। তাই আবু সাঈদের শাহাদাতকে আমি সম্মান করি। তার এই আত্মত্যাগে আমরা যেন সমৃদ্ধির দিকে যেতে পারি, এই কামনা আমি করি।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে মুক্তিযুদ্ধকালীন কমান্ডার কে এম মাহবুব আলম ও জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার অ্যাডভোকেট মাহমুদুল ইসলাম জানু বক্তব্য রাখেন। তারা তাদের বক্তব্যে শহীদ আবু সাঈদকে নিয়ে ইদ্রিছ আলী ভূঁইয়ার বক্তব্যের নিন্দা জানান এবং তার ক্ষমা চাওয়ার বিষয়টিকে সাধুবাদ জানিয়ে এ ব্যাপারে সকলের ক্ষমাসুন্দর দৃষ্টি কামনা করেন।
প্রসঙ্গত, গত ১৬ ডিসেম্বর কিশোরগঞ্জে শিল্পকলা একাডেমিতে বিজয় দিবসে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে ইদ্র্রিছ আলী ভূঁইয়া বিজয় দিবসের পোস্টারে শহীদ আবু সাঈদের ছবি ব্যবহারের কড়া সমালোচনা করে কটূক্তিমূলক বক্তব্য রাখেন। এ ব্যাপারে তিনি কিশোরগঞ্জ জেলা প্রশাসকের কাছে ব্যাখা দাবি করে ‘জয় বাংলা জয় বঙ্গবন্ধু’ সেøাগান দিয়ে বক্তব্য শেষ করেন। বিষয়টি ইনকিলাব পত্রিকায় প্রকাশিত হওয়ায় সর্বমহলে জানাজানি হওয়ার পর এ নিয়ে কিশোরগঞ্জ শহরের তোলপাড় সৃষ্টি হয়। এর প্রতিবাদে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা গত ১৮ ডিসেম্বর দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন করে ২৪ ঘন্টার আল্টিমেটাম দেন। এ পরিস্থিতিতে সন্ধ্যায় জেলা প্রশাসক ফৌজিয়া খান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের নিয়ে তার বাসভবনে বৈঠকে বসেন। জেলা প্রশাসক ১৬ ডিসেম্বর ঘটনার জন্য ছাত্র নেতৃবৃন্দের কাছে দুঃখ প্রকাশ করেন এবং বিতর্কিত ওই বক্তব্যের জন্য সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। পরদিন ১৯ ডিসেম্বর জেলা প্রশাসক ফৌজিয়া খান এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে মুক্তিযোদ্ধা ইদ্রিছ আলী ভূঁইয়ার বক্তব্য পর্যালোচনা করে ব্যবস্থা গ্রহণ করার কথা জানান। এ পরিস্থিতিতে রোববার সংবাদ সম্মেলন করে বক্তব্য প্রত্যাহার ও ক্ষমা প্রার্থনা করেন মুক্তিযোদ্ধা ইদ্রিছ আলী ভূঁইয়া।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
আরও পড়ুন
প্রোটিয়াদের হোয়াইট ওয়াশ করে পাকিস্তানের ইতিহাস
৯ গোলের উৎসবে লিভারপুলের বড় জয়
বড়দিনের ছুটির আগে রিয়ালের বড় জয়
ঘরের মাঠেই বিধ্বস্ত ইউনাইটেড
গোলশূন্য ড্রয়ে থামল চেলসির জয়রথ
এনার্জিপ্যাকের বার্ষিক সাধারণ সভায় ব্যবসায়িক প্রবৃদ্ধির সম্ভাবনার ওপর গুরুত্বারোপ
আমার খাবার কি ফর্টিফায়েড?
হাসিনা পরিবারের নামে ১৩ বিশ্ববিদ্যালয়, ইউজিসি তাকিয়ে আছে সরকারের দিকে
ব্র্যাক ব্যাংকের রেমিটেন্স অ্যাওয়ার্ড অর্জন
দিনাজপুর জেলা শিক্ষা অফিসারের বিদায়ী সংবর্ধনা
নরসিংদীর শিবপুরে প্লাস্টিক কারখানা আগুনে পুড়ে ছাই
ডিসেম্বরে রেমিট্যান্স শূন্য যে ১০ ব্যাংকে
বিএনপি নির্বাচন ছাড়া ক্ষমতায় আসতে চায় না: আব্দুস সালাম
সরকারের আশ্বাসে শাহবাগ থেকে সরে গেলেন বিএসএমএমইউ ট্রেইনি চিকিৎসকরা
সাকাকে হারিয়ে চিন্তিত আর্সেনাল কোচ
৩১ ডিসেম্বরের মধ্যে নির্বাচন ব্যবস্থা সংস্কারের প্রস্তাব জমা হবে : বদিউল আলম মজুমদার
সিনিয়র সচিব ড. নাসিমুল গনিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বদলী
মানিকগঞ্জের ঘিওরে ছাত্রদল নেতা লাভলু হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন
বঙ্গবাজার পুড়ে যাওয়া মামলায় একজন গ্রেফতার
জনগণের প্রত্যাশা পূরণে অন্তর্বর্তীকালীন সরকার ধীর গতিতে চলছে: আমিনুল হক