ঘন কুয়াশায় ৩ ঘণ্টা ফেরি সার্ভিস চালু
২৩ ডিসেম্বর ২০২৪, ১২:০২ এএম | আপডেট: ২৩ ডিসেম্বর ২০২৪, ১২:০২ এএম
ঘন কুয়াশার কারণে ৩ ঘণ্টা পর আরিচা-কাজিরহাট এবং ১ ঘণ্টা ৩০ মিনিট পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি সার্ভিস চালু হয়েছে। এতে ফেরিতে নদী পারাপার হতে আসা যানবাহন শ্রমিক ও যাত্রীদেরকে কনে কনে শীতের মধ্যে ঘাটগুলোতেই বসে থেকে অপেক্ষার প্রহর গুণতে হয়েছে। ঘন কুয়াশা কেটে গেলে রোববার সকাল ৮টায় পাটুরিয়া-দৌলতদিয়া এবং সাড়ে ৮টয় আরিচা-কাজিরহাট ফেরি সার্ভিস চালু হয়েছে বলে ফেরি কর্তৃপক্ষ জানিয়েছেন। বিআইডব্লিউটিসি আরিচা আঞ্চলিক অফিস সূত্রে জানা গেছে, ঘন কুয়াশার কারণে রোববার সকাল ৫টা ২০মিনিট থেকে সকাল সাড়ে ৮টা পরযন্ত ৩ ঘণ্টা আরিচা-কাজিরহাট নৌরুটে এবং রোববার সকাল সাড়ে ৬টা থেকে ৮টা পর্যন্ত ১ ঘণ্টা ৩০ মিনিট পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ ছিল।
এসময় রো-রো ফেরি খানজাহান আলী যাত্রী ও যানবাহন নিয়ে মাঝ নদীতে নোঙর করে থাকতে বাধ্য হয়। ৩টি ফেরি চিত্রা, হামিদুর রহমান ও ধানসিড়ি আরিচা ঘাটে এবং ২টি ফেরি শাহ আলী ও কিষাণী কাজিরহাট ঘাটে পন্টুনে লোড-আনলোডের অপেক্ষায় থাকে।
এদিকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে দুটি ফেরি হাসনাহেনা ও কেরামত আলী যাত্রী ও যানবাহন নিয়ে পদ্মা নদীর মাঝে নোঙর করে থাকে। এছাড়া ৭টি ফেরি বীরশ্রেষ্ঠ মতিউর রহমান, বিএস ডা. গোলাম মাওলা, বনলতা, শাহ পরান, বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর, কুমিল্লা এবং বাগাইর লোড-আনলোডের অপেক্ষায় পাটুরিয়া ঘাটে এবং ২টি ফেরি ফরিদপুর ও বীরশ্রেষ্ঠ রুহুল আমিন পাটুরিয়া ঘাটে পন্টুনের সাথে বেধে রাখা হয়।
বিআইডব্লিউটিসির আরিচা অফিস সূত্রে জানা গেছে, রাতে কুয়াশা তেমন পড়েনি। শনিবার সকালের দিকে এসে কুয়াশা পড়তে থাকে এবং কুয়াশার ঘনত্ব বেড়ে গেলে নৌপথ দৃষ্টি সীমার বাইরে চলে যায়। এসময় ফেরি চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। এ অবস্থায় ফেরি চলাচলে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশংকায় ফেরি সার্ভিস বন্ধ রাখা হয়।
আরিচা ঘাটে ফেরি পার হতে আসা ট্রাকচালক কুদরত আলী বলেন, তিনি রাজশাহী যাবার উদ্দেশ্যে নিরায়নগঞ্জ থেকে সিমেন্ট বোঝাই করে গত শনিবার দিবাগত রাত ৩টায় আরিচা ঘাটে আসেন। কুয়াশায় ফেরি বন্ধ থাকায় রোববার সকালেও তিনি ফেরি পার হতে পারেননি। ঘাটে আসার পর থেকেই সিরিয়ালে রয়েছেন তিনি।
রোববার সকাল ৮টায় ঘন কুয়াশা গেলে পাটুরিয়া-দৌলতদিয়া এবং সাড়ে ৮টায় আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে বলে বিআইডব্লিউটিসি’র অফিস সূত্রে জানা গেছে।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
আরও পড়ুন
প্রোটিয়াদের হোয়াইট ওয়াশ করে পাকিস্তানের ইতিহাস
৯ গোলের উৎসবে লিভারপুলের বড় জয়
বড়দিনের ছুটির আগে রিয়ালের বড় জয়
ঘরের মাঠেই বিধ্বস্ত ইউনাইটেড
গোলশূন্য ড্রয়ে থামল চেলসির জয়রথ
এনার্জিপ্যাকের বার্ষিক সাধারণ সভায় ব্যবসায়িক প্রবৃদ্ধির সম্ভাবনার ওপর গুরুত্বারোপ
আমার খাবার কি ফর্টিফায়েড?
হাসিনা পরিবারের নামে ১৩ বিশ্ববিদ্যালয়, ইউজিসি তাকিয়ে আছে সরকারের দিকে
ব্র্যাক ব্যাংকের রেমিটেন্স অ্যাওয়ার্ড অর্জন
দিনাজপুর জেলা শিক্ষা অফিসারের বিদায়ী সংবর্ধনা
নরসিংদীর শিবপুরে প্লাস্টিক কারখানা আগুনে পুড়ে ছাই
ডিসেম্বরে রেমিট্যান্স শূন্য যে ১০ ব্যাংকে
বিএনপি নির্বাচন ছাড়া ক্ষমতায় আসতে চায় না: আব্দুস সালাম
সরকারের আশ্বাসে শাহবাগ থেকে সরে গেলেন বিএসএমএমইউ ট্রেইনি চিকিৎসকরা
সাকাকে হারিয়ে চিন্তিত আর্সেনাল কোচ
৩১ ডিসেম্বরের মধ্যে নির্বাচন ব্যবস্থা সংস্কারের প্রস্তাব জমা হবে : বদিউল আলম মজুমদার
সিনিয়র সচিব ড. নাসিমুল গনিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বদলী
মানিকগঞ্জের ঘিওরে ছাত্রদল নেতা লাভলু হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন
বঙ্গবাজার পুড়ে যাওয়া মামলায় একজন গ্রেফতার
জনগণের প্রত্যাশা পূরণে অন্তর্বর্তীকালীন সরকার ধীর গতিতে চলছে: আমিনুল হক