অবৈধ ভারতীয় শ্রমিকদের গ্রেফতারের পাল্টা দাবি
২৩ ডিসেম্বর ২০২৪, ১২:০২ এএম | আপডেট: ২৩ ডিসেম্বর ২০২৪, ১২:০২ এএম
ভারতের রাজধানী দিল্লিতে ‘অবৈধ বাংলাদেশি অভিবাসী’ হিসেবে ১৭৫ জনকে চিহ্নিত করা হয়েছে বলে দাবি দিল্লি পুলিশের। পুলিশের বরাতে ভারতীয় বার্তাসংস্থা পিটিআই গতকাল রোববার এ তথ্য জানিয়েছে। আউটার দিল্লিতে অবৈধ বাংলাদেশি শনাক্তে শনিবার ১২ ঘণ্টার অভিযান পরিচালনা করে পুলিশ। হিন্দুত্ববাদী ভারতের এই কর্মকা-ের বিপরীতে বাংলাদেশে অবৈধভাবে কাজ করা ভারতীয়দের চিহ্নিত করে গ্রেফতারের দাবি উঠেছে। বাংলাদেশে কয়েক লাখ ভারতীয় অবৈধভাবে কাজ করছে এবং কোটি কোটি ডলার ভারতে পাঠিয়ে দিচ্ছে।
দিল্লির বাংলাদেশী গ্রেফতারের জবাব দিতে বাংলাদেশে অবৈধভাবে কর্মরত ভারতীয় শ্রমিকদের গ্রেফদারের দাবি জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্যাম্পেইন চলছে। নেটিজেনদের দাবি ভারতের চোখে চোখ রেখে কথা বলতে ব্যর্থ হলে বাংলাদেশকে আরো চেপে ধরার সাহস দেখাবে ভারত। সোস্যাল মিডিয়ায় নেটিজেনরা আরো বলেন, পাকিস্তানীদের বিরুদ্ধে কিছু করলেই ভারতের বিরুদ্ধে পাল্টা অ্যাকশন নেয় ইসলামাবাদ, নেপালের বিরুদ্ধে কিছু করলেই ভারতের বিরুদ্ধে অ্যাকশনে যায় কাঠমুন্ডু। বাংলাদেশকে সে পথে হাটতে হবে।
বাংলাদেশীদের গ্রেফতার নিয়ে দিল্লি পুলিশের এক সিনিয়র কর্মকর্তা পিটিআইকে বলেন, ‘পুলিশ বৈধ কাগজপত্র ছাড়া বসবাসকারীদের শনাক্ত ও আটক অভিযান জোরদার করেছে। চলমান অভিযানের অংশ হিসেবে আউটার দিল্লি অঞ্চলে ব্যাপক অভিযানের মাধ্যমে ১৭৫ জন সন্দেহভাজন অবৈধ বাংলাদেশি অভিবাসী চিহ্নিত করা হয়েছে।’ ভারতের স্থানীয় সরকার সচিবালয়ের নির্দেশে গত ১১ ডিসেম্বর থেকে অবৈধ বাংলাদেশি অভিবাসীদের শনাক্তে অভিযান শুরু করে দিল্লি পুলিশ। পুলিশ কর্মকর্তা বলেন, অনথিভুক্ত অভিবাসীদের সংখ্যা নিয়ে উদ্বিগ্ন আউটার ডিস্ট্রিক্ট পুলিশ তাদের আওতাধীন বিভিন্ন এলাকায় সুনির্দিষ্ট অভিযান ও যৌথ তল্লাশি চালিয়েছে। সন্দেহভাজন অবৈধ অভিবাসীদের সম্পর্কে তথ্য সংগ্রহের জন্য ঘরে ঘরে গিয়ে তল্লাসি চালানোর জন্য পুলিশ মোতায়েন করা হয়েছে।
পুলিশের ডেপুটি কমিশনার রবি কুমার সিংয়ের বরাত দিয়ে পিটিআই জানায়, পুলিশের অভিযানে এক হাজারের বেশি ব্যক্তিকে চিহ্নিত করা হয়েছে। কালিন্দি কুঞ্জ ও হজরত নিজামুদ্দিন এলাকা থেকে দুই ব্যক্তিকে আটক করা হয়েছে।
ভারতে এভাবে বাংলাদেশীদের গ্রেফতারের বিপরীতে বাংলাদেশ এখনো কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। অথচ বাংলালাদেশে কয়েক লাখ ভারতীয় বৈধ ও অবৈধভাবে কাজ করছে। শেখ হাসিনা সরকার পতনের আগে অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা প্রফেসর ড. আসিফ নজরুল এক বক্তব্যে ‘২৬ লক্ষ ভারতীয় নাগরিক বাংলাদেশে চাকরি করে’ বলে দাবি করেছিলেন। তার ভিডিও সামাজিক যোগাযোগেরমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ক্ষমতাচ্যুত হওয়ার আগে গত জুন মাসে জাতীয় সংসদে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের অর্থমন্ত্রী জানান, ২০২৩-২৪ অর্থবছরের এপ্রিল পর্যন্ত ভারতীয় প্রবাসীরা বাংলাদেশ থেকে পাঁচ কোটি ছয় লাখ ডলার দেশে পাঠিয়েছেন।
দিল্লিতে বাংলাদেশী গ্রেফতার অভিযান শুরুর এবং আসিফ নজরুলের বক্তব্যের সুত্র ধরে আওয়ামী লীগের ভেরিফায়েড ফেসবুক পেজে গত বৃহস্পতিবার ফেসবুকে একটি পোস্ট দেওয়া হয়েছে। সেই পোস্টে বলা হয়, ‘মাননীয় উপদেষ্টা ২৬ লক্ষ ভারতীয় নাগরিক যারা বাংলাদেশে চাকরি করে, তাদের তালিকা করে, চাকরি থেকে বিদায় করে, দেশের তরুণ বেকারদের সুযোগ তৈরি করতে হবে!’ এই বক্তব্যের কমেন্ট বক্সে নেটিজেনরা বলেন, ‘এই তথ্য উপদেষ্টাই দিয়েছিলেন, সুতরাং এই কাজ তারই সম্পাদন করতে হবে। এটাই তরুণদের দাবি বলে আমরা মনে করি।’
বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানে ২৬ লাখ ভারতীয় নাগরিক চুক্তিভিত্তিক চাকরি করেন- দেশের বিভিন্ন রাজনৈতিক সংগঠন এমন দাবি করে আসছে বহু দিন ধরে। অভিযোগ ছিল, শেখ হাসিনা সরকার তাঁদের বিভিন্ন প্রতিষ্ঠানে সুযোগ করে দিয়েছিলেন। এর প্রেক্ষিতে চলতি বছরের ২০ মে বাংলাদেশে অবৈধভাবে কর্মরত বিদেশির ১০ দশমিক ২ বিলিয়ন ডলার বিদেশে নিয়ে যাওয়ার ঘটনার তদন্ত চেয়ে হাইকোর্টে রিট করেছিলেন ৪ শিক্ষার্থী। রিটে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান ছাড়াও আইজিপি (পুলিশ) ও অতিরিক্ত আইজিপিকে বিবাদী করা হয়েছে।
রিটে বলা হয়েছে, সংবিধানের ২৯ অনুচ্ছেদ অনুযায়ী, যোগ্যতা অনুযায়ী নিয়োগ লাভের অধিকারকে মৌলিক অধিকার হিসেবে গণ্য করা হয়েছে এবং অনুচ্ছেদ ১৯ অনুযায়ী বাংলাদেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার লাভের সাংবিধানিক অধিকার রয়েছে। গত দেড় দশকে বাংলাদেশে বেকার সমস্যা চরম আকার ধারণ করেছে। বেকারত্বের সমস্যা এমন চরম আকার ধারণ করেছে যে এ দেশে নাগরিক কর্মসংস্থান খুঁজতে গিয়ে বঙ্গোপসাগর থেকে ভূমধ্যসাগরে মৃত্যুবরণ করছে। অপরদিকে বাংলাদেশে গত দেড় দশকে বহু অবৈধ বিদেশি বাংলাদেশে অবৈধভাবে কর্মক্ষেত্র দখল করে রেখেছে। এতে আরো বলা হয়, বিভিন্ন পত্রিকার প্রতিবেদন অনুযায়ী, বর্তমানে বাংলাদেশে ১০ লক্ষাধিক অবৈধ বিদেশি শ্রমিক ও কর্মচারী বিভিন্ন ক্ষেত্রে নিয়োজিত রয়েছেন। ফলশ্রুতিতে এ দেশের নাগরিকরা যোগ্যতা অনুযায়ী নিয়োগ লাভের অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন। বাংলাদেশে কর্মলত অবৈধ বিদেশি শ্রমিকরা ২০১৭ সাল থেকে প্রতিবছর গড়ে ১০.২ বিলিয়ন ডলারের বেশি সমপরিমাণ টাকা এ দেশ থেকে নিয়ে যাচ্ছেন। উদাহরণস্বরূপ, ২০২০ সালে বাংলাদেশে রেমিট্যান্স এসেছে ১৮.৫ বিলিয়ন ডলার, অপরদিকে অবৈধ বিদেশিরা বাংলাদেশ থেকে নিয়ে গেছে ১০.২ বিলিয়ন। অর্থাৎ আমাদের বাংলাদেশের শ্রমিকদের কষ্টার্জিত রেমিট্যান্সের অর্ধেকের বেশি অবৈধ বিদেশি কর্মচারীর মাধ্যমে বিদেশে চলে যাচ্ছে। সোস্যাল মিডিয়ায় নেটিজেনরা বলছেন, ভারতীয় পণ্য বর্জনের আন্দোলন চলছে। সে আন্দোলনের সঙ্গে বাংলাদেশের অবৈধভাবে কর্মরত ভারতীয় শ্রমিকদের সনাক্ত করে তাদের বের করে দেয়ার কর্মসূচি সংযোজন করা উচিত।
ফ্যাসিস্ট হাসিনাকে বিশ্বের কোনো দেশ আশ্রয় না দিলেও ভারত আশ্রয় দিয়েছে। পাশাপাশি হিন্দুত্ববাদী দেশটি বাংলাদেশের বিরুদ্ধে একের পর এক ষড়যন্ত্র করছে। হাসিনা ভারতের পায়ের নীচে সব সময় থাকলেও বর্তমান সে অবস্থান নেই। ভারতের সঙ্গে চোখে চোখ রেখে কথা বলার সময় এসেছে। গত ৫ ডিসেম্বর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে জুলাই বিপ্লবের চেতনাকে সমুন্নত রেখে জাতীয় ঐক্যকে শক্তিশালী করার লক্ষ্যে ‘বিপ্লবোত্তর ছাত্র ঐক্য’ শীর্ষক ছাত্রসংগঠনের নেতাদের আলোচনা সভায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বলেছেন, ‘ভারতের সঙ্গে চোখে চোখ রেখে কথা হবে, সম্পর্ক হবে ন্যায্যতার ভিত্তিতে। ভারতের সঙ্গে ধর্মীয় বিষয়ে সম্পর্কের কোনো অবনতি হয়নি। হিন্দু সংখ্যাগরিষ্ঠ নেপালের সঙ্গেও আপনাদের (ভারতের) ভালো সম্পর্ক নেই। ভারতের নীতিনির্ধারকেরা মালদ্বীপকে বশ্যতা স্বীকার করাতে পারেননি। শ্রীলঙ্কাকে নিয়ন্ত্রণ করতে পারেননি। নেপালের কাছে বশ্যতা স্বীকার করতে বাধ্য হয়েছেন। ভুটান আর মিয়ানমারের সঙ্গেও কোন্দল।’
সোস্যাল মিডিয়ায় একাধিক নেটিজন লিখেছেন, ‘দিল্লিকে জবাব দিতে বাংলাদেশে অবৈধভাবে যে সব ভারতীয় নাগরিক কাজ করে নিজ দেশে রেমিট্যান্স পাঠাচ্ছেন তাদের গ্রেফতার শুরু করা উচিত।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
আরও পড়ুন
২৮ ডিসেম্বর দেশে ফিরছেন সাবেক মন্ত্রী কায়কোবাদ
হিরো নয় কারিনার ছেলের চরিত্রে অভিনয় করতে পারি
রাওয়ার নেতৃত্বে আবদুল হক ও ইরশাদ সাঈদ
স্লোভাক প্রধানমন্ত্রীর মস্কোতে পুতিনের সঙ্গে বৈঠক
কুমিল্লায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ৩ কিশোর নিহত
গাজীপুরে কারখানা থেকে দগ্ধ আরও এক লাশ উদ্ধার
সিরিয়ার আকাশে নিষিদ্ধ হলো ইরানের বিমান
বিমানে ‘ঘুমিয়ে’ ছিলেন বাইডেন : সেনাদের লাশ পেতে অপেক্ষায় স্বজনরা
ভারতে পণ আইন নিয়ে বিতর্ক, এক ব্যক্তির আত্মহত্যা ঘিরে আলোড়ন
ভারত সীমান্তের শূন্যরেখায় পড়ে ছিল বাংলাদেশির গুলিবিদ্ধ লাশ
এক্সপ্রেসওয়েতে কভার্ডভ্যান ও প্রাইভেটকার সংঘর্ষে নারী নিহত, আহত ৫
ব্রাজিলে বাড়ির ওপর বিমান বিধ্বস্ত, সব যাত্রী নিহত
চুয়াডাঙ্গার রামদিয়ায় জমিজমা সংক্রান্ত বিরোধে একজনকে হত্যা, আহত ৫
চীনের নতুন বাঁধ প্রকল্পে তিব্বতিদের প্রতিবাদ, দমন-পীড়ন ও গ্রেফতার
গাজীপুরে চাঁদা তোলাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় যুবকের মৃত্যু
সউদীতে এক সপ্তাহে ২০ হাজারের বেশি প্রবাসী গ্রেপ্তার
শহীদ মিনারে ছাত্র আন্দোলনে নিহত আরাফাতের জানাজা বিকালে
নিউইয়র্ক সাবওয়েতে নারীকে পুড়িয়ে হত্যা
ঘনকুয়াশার কারণে ৭ ঘন্টা পর আরিচা-কাজিরহাট এবং পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি সার্ভিস চালু
ইসরায়েলি হামলায় গাজায় নিহত আরও ৫০