দুই পুলিশ সদস্য সাময়িক বরখাস্ত
১০ জানুয়ারি ২০২৫, ১২:০৫ এএম | আপডেট: ১০ জানুয়ারি ২০২৫, ১২:০৫ এএম
গোপালগঞ্জ জেলার মুকসুদপুরে থানা থেকে হাতকড়া পরিহিত অবস্থায় হৃদয় শেখ (২২) নামে একটি হত্যা মামলার ২নং আসামি পালানোর ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুইজন পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করেছেন গোপালগঞ্জ জেলা পুলিশ।
জানা যায়, গত ৮ জানুয়ারি মুকসুদপুর থানায় আসামি পালয়নের ঘটনা সকলে জানলেও আসামি পালিয়েছে রাতের বেলা, এমনটাই স্থানীয় গণমাধ্যমকর্মীরা জানেন। পলাতক আসামির নাম মো. হৃদয় শেখ সে মুকসুদপুর উপজেলার কমলাপুর এলাকার আলমগীর শেখের পুত্র। বরখাস্ত হওয়া ২ পুলিশ সদস্যের হলেন মুকসুদপুর থানার এসএই শামিম ও কনস্টেবল মাহফুজ।
জানা যায়, ২০২৪ সালে ফরিদপুর জেলার নগরকান্দা থানার ধরমদী গ্রামের শাহালম মাদবরের ছেলে ভ্যানচালক আকাশ মাদবরকে (১৬) হত্যার পর তার লাশ গুম করা হয়। এ ঘটনায় আকাশের বাবা বাদী হয়ে মুকসুদপুর থানায় হৃদয় শেখসহ আরো বেশ কয়েকজনকে আসামি করে তিনি একটি হত্যা মামলা দায়ের করেন।
গত বুধবার সন্ধ্যার সময় বাদীর লোকজনের সহযোগিতায় মুকসুদপুর থানা পুলিশ আসামি হৃদয়কে গ্রেফতার করে বলে থানার অফিসার ইনচার্জ ইনকিলাবকে নিশ্চিত করেন। হৃদয়কে ওই রাতে থানাতেই রাখেন। ঔদিন রাতে জানা যায়, রাতেই আনুমানিক ৮টায় তাকে জিজ্ঞাসাবাদ করার প্রস্তুতি চলাকালে অসাবধানতার কারণে পালিয়ে যায় বলে থানার ওসি মোবাইলে ফোন এ সংবাদদাতাকে নিশ্চিত করেন। এসময় সে হাতকড়া পড়া ছিল কিনা তা তিনি বলেননি। তবে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, পলাতক আসামিকে হাতকড়া পড়িয়ে থানায় রাখা হলেও হাত কড়া ফসকে সে একাই পালিয়ে যায় বলে গোপন সূত্রটি দাবি করেন। কিন্তু থানার অফিসার ইনচার্জ বলছেন ভিন্ন কথা।
গতকাল বৃহস্পতিবার কোর্টে অন্যান্য আসামি কোর্টে চালান করার সময় আসামি হৃদয় শেখ মুকসুদপুর থানা থেকে পালিয়ে গেছে বিষয়টি গোপালগঞ্জ ও ফরিদপুরে ছড়িয়ে পড়ে। হত্যা মামলার আসামি মুকসুদপুর থানা থেকে পালিয়েছে পুলিশ গোপন রাখলেও রাত ৮টার পর তা জানাজানি হয়ে যায়। জেলাজুড়ে চলছে আলোচনা সমালোচনার ঝড়। এ ঘটনার পর এসএই শামিম ও কনস্টেবল মাহফুজকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
এ বিষয়ে মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল ইনকিলাবকে বলেন, যে আসামি পালিয়েছে তাকে হত্যা মামলায় সন্দেহ করে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছিল। এ সময় অনেকের আসামির মধ্যে সুযোগ বুঝে পালিয়ে যায়। পড়ে থানার মামলার প্রাথমিক তদন্ত প্রতিবেদনে দেখা গেল পলাতক ঐ আসামি হত্যা মামলার ২নং এজাহারভুক্ত আসামি।
এ বিষয় গোপালগঞ্জ জেলার পুলিশ সুপার মো. মিজানুর রহমান গণমাধ্যমকে বলেন, এ ঘটনায় দায়িত্ব অবহেলায় দুই পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তাদের বিষয় কে নো অনৈতিক স্বার্থ হাসিলের কোনো প্রমাণ পাওয়া গেলে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
********************
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
আরও পড়ুন
তারাকান্দায় হ্যান্ডট্রলী, সিএনজি ও অটোরিক্সার ত্রিমুখী সংঘর্ষে আহত-৫
ভাইরাল পোস্টের প্রচেষ্টায় নিখোঁজ চীনা অভিনেতা উদ্ধার
শৈত্যপ্রবাহে কাঁপছে যে ১০ জেলা
লন্ডন যাওয়া হলো না বিতর্কিত নায়িকা নিপুনের, তাকে রেখে সিলেট ছাড়লো ফ্লাইট !
পাকিস্তানে খনিতে গ্যাস বিস্ফোরণে আটকে পড়েছে ১২ শ্রমিক, উদ্ধারকাজ চলছে
এবার রিপাবলিক বাংলাকে তুড়িতেই উড়িয়ে দিলেন বাংলাদেশের নরেন্দ্রনাথ
কার্টারকে শেষবারের মতো শ্রদ্ধা জানাতে একসঙ্গে পাঁচ মার্কিন প্রেসিডেন্ট
দেশের সেরা ব্র্যান্ড ওয়ালটনের এসি রপ্তানি হচ্ছে ক্যামেরুনে
রূপপুর প্রকল্পের ভবন থেকে আরো এক রুশ নাগরিকের লাশ উদ্ধার
লন্ডনে যাওয়ার সময় চিত্রনায়িকা নিপুণ আটক
গ্রেপ্তারি পরোয়ানা থাকা সত্ত্বেও নেতানিয়াহুকে আটক করবে না পোল্যান্ড !
মুঠোফোন গ্রাহকদের ওপর বাড়তি করের বোঝা না চাপানোর আহ্বান
শ্রীলঙ্কায় ইসলাম বিদ্বেষী বক্তব্যের অভিযোগে বৌদ্ধ ভিক্ষু গনানসারার কারাদণ্ড
ট্রাম্পের ঘুষের মামলায় সাজা স্থগিতের আবেদন খারিজ
সৎ ভাইকে ফাঁসাতে বাকপ্রতিবন্ধী মেয়েকে হত্যায় অভিযুক্ত বাবার আত্মসমর্পণ
৭ ডিগ্রীতে পঞ্চগড়ের তাপমাত্রা,বইছে মাঝারি শৈত্যপ্রবাহ
শতাধিক পণ্য ও সেবায় শুল্ক-কর বাড়িয়ে অধ্যাদেশ জারি
সীমান্তে বাংলাদেশি নিহত : পতাকা বৈঠকে বিএসএফকে বিজিবির কড়া প্রতিবাদ
নিকোলাস মাদুরোর তৃতীয় শপথ, রাজনৈতিক দমন-পীড়নের আশঙ্কা
সুপার কাপ ফাইনালে বার্সা-রিয়াল মহারণ