জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র প্রকাশের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে :বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ
১২ জানুয়ারি ২০২৫, ১২:০৮ এএম | আপডেট: ১২ জানুয়ারি ২০২৫, ১২:০৮ এএম
চট্টগ্রাম ব্যুরো
জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র প্রকাশের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ। গতকাল শনিবার নগরীর ষোলশহরে ‘প্রোক্লেমেশন অব জুলাই রেভ্যুলেশন’র দাবিতে লিফলেট বিতরণ ও পথসভা কর্মসূচির সময় সাংবাদিকদের কাছে তিনি এ প্রতিক্রিয়া জানিয়েছেন।
আব্দুল হান্নান মাসুদ বলেন, আমরা মানুষের কাছ থেকে মেসেজ নিতে এসেছি উনারা আগামীর বাংলাদেশ কেমন দেখতে চাচ্ছেন? আগামীর বাংলাদেশ নিয়ে উনাদের স্বপ্ন কি, সেটা জানতে এসেছি। জুলাই গণঅভ্যুত্থানে উনারা জীবন বাজি রেখে লড়াইটা করেছেন। জুলাই গণঅভ্যুত্থানে শহিদদের রক্তের বিনিময়ে আমরা যে বাংলাদেশ পেয়েছি, সেই বাংলাদেশে উনারা কী ধরনের পরিবর্তন দেখতে চাচ্ছেন, সেটা আমরা জানতে এসেছি। উনাদের চাওয়াটা যাতে আমরা জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্রে অন্তর্ভুক্ত করতে পারি, সেজন্য আমরা উনাদের কাছ থেকে বিভিন্ন মেসেজ নিয়ে যাচ্ছি। যে মানুষগুলো আমাদের পাশে দাঁড়িয়ে লড়াই করেছেন, তাদের আগামীতেও আমরা পাশে চাচ্ছি যাতে জুলাই গণঅভ্যুত্থানের স্বীকৃতিতে কেউ বাধা হয়ে না দাঁড়ায়।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ১৫ জানুয়ারির মধ্যে জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র প্রকাশে আমাদের পক্ষ থেকে সরকারকে একটা আল্টিমেটাম দেয়া হয়েছে। আমরা আশা করি, ১৫ জানুয়ারির মধ্যেই সরকার এটা ঘোষণা করবে। কিন্তু এ ঘোষণাপত্র যাতে না হয়, সেজন্য বিভিন্ন জায়গা থেকে নানাভাবে ষড়যন্ত্র করা হচ্ছে।
তবে এ স্বীকৃতি পেলে এদেশের মানুষের কাছ থেকে আর কেউ কখনো তাদের ভোটাধিকার কেড়ে নিতে পারবে না, আগামীর বাংলাদেশে কেউ মানুষর মানবাধিকার কেড়ে নিতে পারবে না, আগামী বাংলাদেশে কেউ ভাতের অধিকার কেড়ে নিতে পারবে না। যারা এদেশের মানুষকে দাবিয়ে রাখতে চায়, এদেশের মানুষকে নিপীড়ন করতে চায়, শোষণ করতে চায় তারাই কেবল জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র চায় না।
এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক রাসেল আহমেদ বলেন, বিগত ৫০ বছর ধরে বাংলাদেশকে যেভাবে ফ্যাসিবাদি রাষ্ট্রকাঠামোর ওপর দাঁড় করানো হয়েছে এর ধারাবাহিকতায় বিগত ১৫ বছরে বাংলাদেশের মানুষের ভোটাধিকার ছিল না, মানুষের বাকস্বাধীনতা ছিল না, মানুষের রাজনৈতিক অধিকার ছিল না। বিগত ১৫-১৬ বছরে আওয়ামী লীগ মানুষের ভিন্নমত দমন করে, প্রতিপক্ষ রাজনৈতিক দলগুলোর ওপর দমন-নিপীড়ন চালিয়ে বাংলাদেশের মানুষের ভোটাধিকার কুক্ষিগত করেছে। বিগত তিনটি নির্বাচনে তারা বাংলাদেশের মানুষের ভোটের অধিকার হরণ করেছে। এই ভোটাধিকার নিশ্চিত করার জন্য, বাংলাদেশের মানুষের সকল অধিকার নিশ্চিত করার জন্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে মানুষের গণঅভ্যুত্থানের ফলে ৫ আগস্ট খুনি হাসিনা এদেশ থেকে পলায়ন করেছে। এরপর আমাদের উদ্দেশ্য হলো এদেশকে পুনর্গঠন করে এদেশের মানুষের অধিকারগুলোকে ফিরিয়ে দেয়া। সেই জায়গা থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, জাতীয় নাগরিক কমিটি এবং অন্তর্বর্তী সরকার ও বিভিন্ন রাজনৈতিক দল কাজ করে যাচ্ছে।
গণঅভ্যুত্থানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বের স্বীকৃতি অনেকে দিতে চাচ্ছে না অভিযোগ করে রাসেল বলেন,
‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যে গণআন্দোলনে নেতৃত্ব দিয়ে খুনি হাসিনাকে এদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য করেছে, সেটা বাংলাদেশের অনেক মানুষ, অনেক রাজনৈতিক দল মানতে নারাজ। কিন্তু সারা বাংলাদেশ, সারা পৃথিবী জানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছে। তারা সেটা অস্বীকার করতে চায় এবং অস্বীকারের মাধ্যমে আমাদের দমিয়ে রাখতে চায়। এমনকি রাষ্ট্রীয়ভাবে যাতে ঘোষণাপত্র দেয়া না হয়, সেজন্য অনেকে নানাভাবে পেছন থেকে ষড়যন্ত্র করে যাচ্ছে। আমরা কোনোভাবে ষড়যন্ত্রকে প্রশ্রয় দেব না এবং এ ষড়যন্ত্রকে আমরা মোকাবিলা করব।
নগরীর ষোলশহরে বিপ্লব উদ্যান থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের লিফলেট বিতরণ শুরু হয়। সেখান থেকে প্রবর্তক মোড় ঘুরে ষোলশহর দুই নম্বর গেইট পর্যন্ত এলাকায় তারা লিফলেট বিতরণ করেন। এ সময় একাধিক পথসভায়ও আব্দুল হান্নান মাসুদ সংক্ষিপ্ত বক্তব্য দেন। কর্মসূচিতে তাদের সঙ্গে সংগঠনটির বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি গত ৩১ ডিসেম্বর ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র প্রকাশ করতে চেয়েছিল। তবে পরবর্তীতে তারা ঘোষণাপত্র প্রকাশ না করার সিদ্ধান্ত জানায়। এর পরিবর্তে ৩১ ডিসেম্বর শহীদ মিনারে ‘মার্চ ফর ইউনিটি’ কর্মসূচি পালন করে। ওই কর্মসূচি থেকে জুলাই ঘোষণাপত্র প্রকাশের জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে ১৫ জানুয়ারি পর্যন্ত সময় বেঁধে দেয়া হয়। এ লক্ষ্যে জনমত তৈরিতে লিফলেট বিলি ও জনসংযোগ করছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
আরও পড়ুন
মাদুরোকে গ্রেপ্তারে ২৫ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
যুক্তরাষ্ট্র ও ভারত উভয়েই একটি স্থিতিশীল বাংলাদেশ দেখতে চায় :বিদায়ী মার্কিন রাষ্ট্রদূত
অর্থনৈতিক সঙ্কটের মধ্যে ইরানে অস্থিরতা বাড়ছে
দ্রুত নির্বাচন হলে সৃষ্ট সংকট দূর হবে : মির্জা ফখরুল
গাজায় ইসরাইলি আগ্রাসনে নিহত আরও ২১
নিষেধাজ্ঞার কারণে যুক্তরাষ্ট্রে গ্যাসের দাম বৃদ্ধি পাবে
অভিশংসিত প্রেসিডেন্ট বাসভবনকে ‘দুর্গে’ পরিণত করেছেন
ভারতের সঙ্গে করা জনস্বার্থবিরোধী চুক্তি বাতিলের দাবি আনু মুহাম্মদের
পাকিস্তানিদের জন্য ভিসার শর্ত শিথিল করল বাংলাদেশ
মুসলিম রাষ্ট্রপ্রধানদের ঐক্যবদ্ধ কার্যকরী ভূমিকা সময়ের অপরিহার্য দাবি
রাজনীতি হওয়া উচিত জনমানুষের কল্যাণে -বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আসলাম চৌধুরী
বিএনপির সাথে জামায়াতের দূরত্ব নয় বরং সুসম্পর্ক রয়েছে -চাঁদপুরে ডা. তাহের
আদমদীঘিতে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া
ছাত্রাবাস থেকে রুয়েট শিক্ষার্থীর লাশ উদ্ধার
দেশীয় চোলাই মদের ট্রানজিট বোয়ালখালী
সোনারগাঁওয়ে বিনামূল্যে চক্ষু শিবির
রূপগঞ্জ অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সভা, সংবর্ধনা ও বার্ষিক মিলনমেলা অনুষ্ঠিত
ইসলামিক ফাউন্ডেশনের কর্মীরাও ফ্যাসিস্ট সরকারের নিপীড়নের শিকার : অধ্যাপক মুজিবুর রহমান
সাম্প্রদায়িক হামলার অভিযোগে ১১৫টি মামলা, ১০০ জন গ্রেফতার
উন্মুক্ত মঞ্চে তরুণদের উচ্ছ্বাস