দেশব্যাপী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মবার্ষিকী পালিত
২০ জানুয়ারি ২০২৫, ১২:০১ এএম | আপডেট: ২০ জানুয়ারি ২০২৫, ১২:০১ এএম
বহুদলীয় গণতন্ত্রের রূপকার, বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে। ১৯৩৬ সালের ১৯ জানুয়ারি বগুড়ার গাবতলীর বাগবাড়িতে জন্মগ্রহণ করেন তিনি। দিনটি উপলক্ষে সারা দেশে বিএনপি এবং অঙ্গ ও সহযোগী বিভিন্ন সংগঠনের আলোচনা সভা, দোয়া মাহফিল, ফ্রি মেডিকেল ক্যাম্প, শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, শীতবস্ত্র বিতরণসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। আমাদের সংবাদদাতাদের পাঠানো তথ্যে বিস্তারিত প্রতিবেদনÑ
বরিশাল ব্যুরো জানায়, বিএনপির নির্বাহী কমিটির সহ-সভাপতি আব্দুল আউয়াল মিন্টু নিজেদের মধ্যে একতাবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বলেছেন, আমাদের দলে একজনই নেতা, তিনি হচ্ছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। পরবর্তীকালে জিয়াউর রহমানের উত্তরসুরীরা দেশের জন্য দায়িত্ব পালন করছেন। গতকাল বরিশালে জেলা ও মহানগর কার্যালয়ের সামনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে মহানগর বিএনপির আলোচনা সভা ও দোয়া মোনাজাতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান ফারুকের সভাপতিত্বে এবং সদস্য সচিব জিয়া উদ্দিন সিকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পদাক আকন কুদ্দুসুর রহমান ও মাহাবুবুল হক নান্নুসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
ময়মনসিংহ ব্যুরো জানায়, বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, শহীদ জিয়ার পথচলা কুসুমাস্তীর্ণ ছিল না। তবে তিনি শক্ত হাতে দক্ষতা ও সফলতার সাথে সাথে সব সঙ্কট ও চ্যালেঞ্জ মোকাবেলা করে সফল রাজনীতিবীদ ও রাষ্ট্র নায়কে পরিণত হয়েছিলেন। তার সফলতার মূল ভিত্তি ছিল দেশপ্রেম, সততা, নিষ্ঠা এবং গণমুখী পদক্ষেপ। তার ওপর যখনই গুরুদায়িত্ব এসেছে, তখন তিনি দেশ ও জনগণের কথা চিন্তা করেই সিদ্ধান্ত নিয়েছেন। এজন্যই তিনি সফল হয়েছেন। এমরান সালেহ প্রিন্স আজ সকালে ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম এর ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে জিয়াউর রহমান ফাউন্ডেশন আয়োজিত নিম গাছের চারা রোপন কর্মসূচি উদ্বোধনকালে এসব কথা বলেন।
কৃষি বিশ্ববিদ্যালয় টিসার্স লাউঞ্জে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহ এর ভাইস চ্যান্সেলর ও জিয়াউর রহমান ফাউন্ডেশন এর মনিটর কৃষিবিদ প্রফেসর ড. এ কে ফজলুল হক ভূঁইয়া। বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এ্যাব এর সাধারণ সম্পাদক কৃষিবিদ ড. এ. কে. এম মাহবুবুর রশীদ গোলাপ, জিয়াউর রহমান ফাউন্ডেশন এর শিক্ষা বৃওি প্রকল্প উপ-কমিটির ময়মনসিংহ বিভাগীয় সমন্বয়ক কৃষিবিদ মনির উদ্দীন আহাম্মেদ, জিয়া পরিষদ, বাকৃবি শাখার সাধারণ সম্পাদক কৃষিবিদ প্রফেসর ড. সামছুল আলম ভূইয়া, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক কৃষিবিদ প্রফেসর ড. মো. আসাদুজ্জামান সরকার, সোনালী দল এর সাধারণ সম্পাদক প্রফেসর ড. আহমদ খায়রুল হাসান, জিয়াউর রহমান ফাউন্ডেশন এর মনিটর সহকারী অধ্যাপক শফিকুল ইসলাম, জিয়াউর রহমান ফাউন্ডেশন ময়মনসিংহ বিভাগীয় কো- অর্ডিনেটর কৃষিবিদ ড. মো আকিকুল ইসলাম আকিক।
বগুড়া ব্যুরো জানায়, বগুড়া জেলা বিএনপির উদ্যোগে শ্রদ্ধা নিবেদন, জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, দোয়া মাহফিল, আলোচনা সভাসহ দিনব্যাপী কর্মসূচির মাধ্যমে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।
বগুড়া জেলা ছাত্রদলের পক্ষ থেকে অনুরূপ কর্মসূচির পাশাপাশি ফ্রি মেডিকেল ক্যাম্প, শিশু কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও আলোচনা সভার আয়োজন করা হয়। কর্মসূচিগুলোতে জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, সাবেক সংসদ সদস্য ও বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা হেলালুজ্জামান লালু উপস্থিত ছিলেন।
এদিকে বগুড়া জেলা যুবদলের উদ্যোগে সারিয়াকান্দি চরের শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শীতবস্ত্র তুলে দেন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না। এতে সভাপতিত্ব করেন বগুড়া জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম। সার্বিক পরিচালনা করেন সাধারণ সম্পাদক আবু হাসান।
বিশেষ সংবাদদাতা জানান, কুষ্টিয়া জেলা বিএনপির আয়োজনে বাদ যোহর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকীর দোয়া মাহফিল কুষ্টিয়া কোর্ট স্টেশন জামে মসজিদে অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক সাবেক এমপি অধ্যক্ষ সোহরাব উদ্দিন, কুষ্টিয়া জেলা বিএনপির সংগ্রামী আহবায়ক কুতুব উদ্দিন আহমেদ এবং সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার।
স্টাফ রিপোর্টার, চাঁদপুর থেকে জানান, চাঁদপুরে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯তম জনবার্ষিকী উপলক্ষে চাঁদপুর সদর উপজেলার কল্যাণপুর ইউনিয়নে এক সভায় কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য মোস্তফা খান সফরী বলেন, জিয়াউর রহমান হলেন একজন ক্ষণজন্মা মহাপুরুষ, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক। ১৯৪৭ সালে পাকিস্তান সৃষ্টির পর থেকে গণতন্ত্রের নানান মোড়ক থাকলে ও সত্যিকারের বহুদলীয় গণতন্ত্র জিয়াউর রহমান এ অঞ্চলে প্রবর্তন করেছেন। তিনি বলেন, বাকশাল পরবর্তী আজকের যে আওয়ামী লীগ এটাও তার দয়ায় পুনঃজন্ম লাভ করেছেন। বাংলাদেশ যে সত্যিকারের স্বাধীন এবং সার্বভোমত্ব উদার এবং মুসলিম রাষ্ট্র হিসেবে পরিচিতি লাভ করেছে তাও জিয়াউর রহমানের মাধ্যমে হয়েছে।
জনসভায় বিএনপি’র বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ থেকে ও জেলা সংবাদদাতা জানান, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে, বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) নারায়ণগঞ্জ মহানগর শাখার উদ্যোগে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়েছে। গতকাল নগরীর চাষাঢ়া জিয়া হলে ওই সভা অনুষ্ঠিত হয়।
নারায়ণগঞ্জ মহানগর জাসাস’র সভাপতি মো. স্বপন চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক নারায়ণগঞ্জ বিএনপির নেতা আনিসুল ইসলাম সানি।
মহানগর জাসাস’র সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন স্বাধীনের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন মহানগর জাসাসের সহ সভাপতি মিয়া মো. আব্দুল্লাহ মুজিব, এম এ সাত্তার ভুট্টো, শাহাদাৎ হোসেন, মিজানুর রহমান মিজান, হাজী মো. শাহীন, নাসিরউদ্দিন নাসির, ডিএইচ বাবুল, যুগ্ম সম্পাদক মো. আব্দুল হাই, দেলোয়ার হোসেন দেলু প্রমুখ।
এদিকে সোনারগাঁও পৌরসভার আদমপুর বাজার এলাকায় দোয়া ও কেক কাটার মধ্য দিয়ে দিনটি পালন করা হয়। থানা মহিলা দলের সিনিয়র সহ-সভাপতি শিরীন আক্তারের সভাপতিত্বে পৌর বিএনপির যুগ্ম সম্পাদক সাইফুল কবির মোল্লা মাসুমের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন সোনারগাঁও থানা মহিলা দলের সভানেত্রী সালমা আক্তার।
স্টাফ রিপোর্টার, গারো পাহাড় সীমান্তাঞ্চল থেকে জানান, শেরপুরের ঝিনাইগাতী উপজেলা বিএনপির উদ্যোগে দলীয় কার্যালয়ে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ করা করা হয়। পরে উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব শাহজাহান আকন্দের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও তিনবারের সাবেক সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল। বিএনপির যুগ্ন আহবায়ক আব্দুল মান্নানের পরচিালনায় বক্তব্য রাখেন যুগ্ন আহবায়ক লুৎফর রহমান, যুবদল নেতা মাসুম বিল্লাহ প্রমুখ। এছাড়া অনুরূপভাবে দিবসটি পালন করা হয় জেলার শ্রীবরদী ও নালিতাবাড়ী উপজেলায়।
বাগেরহাট জেলা সংবাদদাতা জানান, বাগেরহাট শহরের স্বাধীনতা উদ্যানে আলোচনা সভা ও দোয়া মহফিলে প্রধান অতিথি ছিলেন বাগেরহাট ১ আসনের সাবেক সংসদ সদস্য শেখ মজিবুর রহমান। জেলা বিএনপির সদস্য সচিব মোজাফফর রহমান আলমের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালাম, জেলা যুবদলের সাবেক সভাপতি ফকির তারিকুল ইসলাম, জাহিদুল ইসলাম শান্তসহ বিএনপি ও অংগ সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য দেন।
ঝিনাইদহ জেলা সংবাদদাতা জানান, ঝিনাইদহ শহরের কুটুম কমিউনিটি সেন্টারে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে জেলা বিএনপি। জেলা বিএনপির সহ-সভাপতি ও সদর উপজেলা বিএনপির সভাপতি অ্যাড. কামাল আজাদ পান্নুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সভাপতি অ্যাড. এম এ মজিদ। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, সহ-সভাপতি আলাউদ্দিন আল মামুন, এ কে এম নজরুল ইসলাম প্রমুখ।
গোপালগঞ্জ জেলা সংবাদদাতা জানান, গোপালগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে শহরের পৌর বাজারের দোতলায় বিএনপি কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহবায়ক শরীফ রফিকউজ্জামান। একময় অন্যান্যের মধ্যে জেলা বিএনপির সদস্য ডা. কে এম বাবর, অ্যাডভোকেট তৌফিকুল ইসলাম ও জিয়াউল কবির বিপ্লব প্রমুখ।
কুড়িগ্রাম জেলা সংবাদদাতা জানান, নানা আয়োজনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মবার্ষিকী পালন করেছে কুড়িগ্রাম জেলা বিএনপি। সকালে দলীয় পতাকা উত্তোলন ও পরে দুপুরে দাদামোড়ে আলমাস কমিউনিটি সেন্টারে আলোচনাসভা ও দোয়ামাহফিল অনুষ্ঠিত হয়। কুড়িগ্রাম জেলা বিএনপির আহবায়ক মোস্তাফিজার রহমান মোস্তফার সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্যসচিব সোহেল হোসনাইন কায়কোবাদ, সিনিয়র যুগ্ম আহবায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, যুগ্ম আহবায়ক, সাংবাদিক হাসিবুর রহমান হাসিব, কুড়িগ্রাম জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আশরাফুল হক রুবেল, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক উমর ফারুক প্রমুখ।
নেত্রকোণা জেলা সংবাদদাতা জানান, নেত্রকোণায় ছোট বাজারস্থ দলীয় কার্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নেত্রকোণা জেলা শাখা এই আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে। নেত্রকোণা জেলা বিএনপির আহবায়ক বিশিষ্ট অর্থোপেডিক চিকিৎসক অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হকের সভাপতিত্বে যুগ্ম আহবায়ক এস এম মনিরুজ্জামান দুদু’র সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন নেত্রকোনা জেলা বিএনপির সদস্য সচিব ড. রফিকুল ইসলাম হিলালী, জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আশরাফ উদ্দিন খান প্রমুখ।
আড়াইহাজার (নারায়ণগঞ্জ) উপজেলা সর্ংবাদদাতা জানান, আড়াইহাজারে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব মোবারক হোসেনের সভাপতিত্বে ও ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী রাসেল মোল্লার সঞ্চালনায় আলোচনা ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায় লুৎফর রহমান আব্দু।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
এমবাপ্পের জোড়া গোলে জিতে শীর্ষে রিয়াল
ব্রাইটনের বিপক্ষেও বিপর্যস্ত ইউনাইটেড
‘ন্যায়বিচারকে হত্যা’ করা হয়েছে: পিটিআই
নতুন ভূগর্ভস্থ নৌ ঘাঁটি উন্মোচন ইরানের
রাশিয়ার পক্ষে যুদ্ধ করছে অনেক আফ্রিকান সেনা
পাওয়ার প্ল্যান্টের ৩৬০ মেট্রিকটন তেল ডাকাতি
বাংলাদেশি কর্মী নিতে প্রস্তুত রাশিয়া: রাষ্ট্রদূত
রাজনৈতিক দলগুলো বেশি কিছু সংস্কার না চাইলে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন: প্রেস সচিব
এবার ওলমোর ইনজুরি দুঃসংবাদ বার্সার
কুড়িগ্রাম স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নেতৃত্বে ইমন ও আলামিন
এসএমই ফাউন্ডেশনের নতুন চেয়ারপার্সন মো. মুশফিকুর রহমান
বিয়ের ওপর কর বাতিলের দাবি
শহীদ জিয়ার নাম মুছে ফেলার অপচেষ্টায় ব্যর্থ হয়েছে আ.লীগ : মির্জা ফখরুল
নামাজের প্রথম কাতারে জামাত পড়াবস্থায় অজু ভেঙ্গে যাওয়া প্রসঙ্গে।
কয়েক মিনিটে বাংলাদেশ দখল করে নিতে পারে ভারত: শুভেন্দু অধিকারী
নরসিংদীতে নিখোঁজের ৫ দিন পর নদীতে পাওয়া গেল স্কুল ছাত্রের লাশ
বিএনপি : দেশবাদ যার রাজনীতির মূল কথা
পাহাড়ি উপজাতিরা আদিবাসী নয়
সংস্কার প্রতিবেদন : জাতির নতুন অধ্যায়ে অভিযাত্রা
অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় বিনিয়োগে জোর দিতে হবে