ঢাকায় ফিরতে স্বস্তি
০৪ এপ্রিল ২০২৫, ১২:২১ এএম | আপডেট: ০৪ এপ্রিল ২০২৫, ১২:২১ এএম

ঈদের ছুটি শেষ হতে না হতেই কর্মব্যস্ত রাজধানী ঢাকায় ফিরতে শুরু করেছে মানুষ। গতকাল দ্বিতীয় দিনের মতো ঢাকা অভিমুখী হচ্ছে মানুষ। তবে এবার ফিরতি যাত্রায় অন্যবারের মতো তীব্র ভিড় কিংবা চাপ লক্ষ্য করা যাচ্ছে না। ট্রেন, বাস ও লঞ্চ সব মাধ্যমেই তুলনামূলক স্বস্তিতে ফিরছে যাত্রীরা।
গত কয়েক বছর ধরে ঈদের পরে ঢাকায় ফেরার পথে স্টেশনে ও বাস টার্মিনালে তীব্র ভিড় লেগে থাকত। কিন্তু এবারের চিত্র খানিকটা ভিন্ন। কমলাপুর রেলস্টেশনে গিয়ে দেখা যায়, যাত্রীরা স্বাভাবিকভাবেই ট্রেন থেকে নামছেন। ট্রেনগুলোর শিডিউলও মোটামুটি ঠিক রয়েছে, ফলে বাড়তি বিড়ম্বনায় পড়তে হচ্ছে না কাউকে। গতকাল বৃহস্পতিবার সকালে সময়মতো কমলাপুরে প্রবেশ করে উত্তরাঞ্চলসহ প্রায় সব ট্রেন।
একই চিত্র মহাখালী, গাবতলী ও সায়েদাবাদ বাস টার্মিনালেও। উত্তরবঙ্গ, চট্টগ্রাম কিংবা সিলেটগামী বাসগুলো যথাসময়ে ছেড়ে আসছে, এবং যাত্রীরাও স্বাভাবিকভাবেই তাদের গন্তব্যে পৌঁছাতে পারছেন। টিকিটের জন্য হাহাকার কিংবা অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগও এবার তুলনামূলক কম।
বিশেষজ্ঞরা বলছেন, এবার সরকারি ছুটি কিছুটা লম্বা হওয়ায় এবং মানুষ পর্যায়ক্রমে ঢাকা ফেরায় চাপ তুলনামূলক কম ছিল। পাশাপাশি যাত্রী পরিবহনে ট্রেন, বাস ও লঞ্চের সংখ্যা বাড়ানোর কারণেও স্বস্তি পেয়েছে যাত্রীরা। পরিবহন সংশ্লিষ্টদের মতে, আগাম টিকিটিং ব্যবস্থা এবং আইনশৃঙ্খলা বাহিনীর সক্রিয় তদারকির কারণেও এবার ফিরতি যাত্রা ছিল তুলনামূলক স্বস্তিদায়ক। তবে পরবর্তী কয়েক দিনে এই চাপ কিছুটা বাড়তে পারে।
তবে ছুটি না পাওয়ার কারণে যারা ঈদে বাড়ি যেতে পারেননি, তারা এখন ছুটি পেয়ে গ্রামের পথে ছুটছেন। ফলে ঈদের চতুর্থ দিনেও ঢাকার কমলাপুর রেলস্টেশনে প্রচ- ভিড় রয়েছে। সকালে কমলাপুর রেলস্টেশনে গিয়ে দেখা গেছে, ফিরতি যাত্রীর তুলনায় ঢাকা ছাড়া মানুষের সংখ্যা বেশি। প্ল্যাটফর্মজুড়ে মানুষের গমগমে উপস্থিতি। অনেকে অপেক্ষায় তাদের নির্ধারিত ট্রেনে ওঠার জন্য। কেউ আবার টিকিট সংগ্রহে ব্যস্ত। রেলওয়ের তথ্য সেবা কর্মকর্তারা জানান, বৃহস্পতিবার ভোর থেকে সকাল ১০টা পর্যন্ত কমলাপুর থেকে মোট ১২টি ট্রেন দেশের বিভিন্ন গন্তব্যের উদ্দেশে ছেড়ে গেছে। যাত্রীদের চাপ থাকলেও ট্রেনগুলো সময়মতো ছেড়ে যাচ্ছে বলে তারা জানান। তবে সকাল থেকে ঢাকায় আসা ট্রেনের সঠিক সংখ্যা তখনও জানা যায়নি।
স্টেশন ছেড়ে যাওয়া এসব ট্রেনের অধিকাংশ আসনই থাকছে ফাঁকা। এখনও ঢাকায় কমসংখ্যক মানুষ ফিরছেন। সেই তুলনায় বেশি মানুষ ঢাকা ত্যাগ করছেন। কারণ, শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি আরও ২ দিন আছে। অর্থাৎ, রোববারের আগে কর্মচঞ্চল হচ্ছে না রাজধানী। সেই সুযোগটাই নিচ্ছেন অনেকে। বৃহস্পতিবার ট্রেনে ফিরতি যাত্রার দ্বিতীয় দিনে ঢাকা রেলওয়ে স্টেশন ঘুরে দেখা গেল ঢাকা ছেড়ে যাওয়া ট্রেনগুলোয় যাত্রীর দেখা বেশি মিলেছে।
সরেজমিনে দেখা যায়, দেশের বিভিন্ন স্থান থেকে ছেড়ে আসা ট্রেনগুলো কমলাপুরে নির্ধারিত সময়ে পৌঁছাচ্ছে। ঈদের ছুটি কাটিয়ে ট্রেনগুলোতে ফিরছেন মানুষ। তবে ঈদের ছুটি শেষে হবে আগামী শনিবার। বেসরকারি নানা প্রতিষ্ঠান, স্কুল-কলেজ এখনো বন্ধ রয়েছে। অনেক ব্যবসাপ্রতিষ্ঠানও বন্ধ। এসব কারণে ঈদে গ্রামে ফেরা অনেকেই একটু লম্বা ছুটি কাটিয়ে নগরীতে ফিরছেন। আবার এখনও অনেকে ঢাকা ছেড়ে গ্রামে যাচ্ছেন। প্ল্যাটফর্মে অনেক যাত্রী অপেক্ষা করছেন নির্ধারিত ট্রেনের জন্য। অপরদিকে বিভিন্ন গন্তব্য থেকে আসা ট্রেনগুলো অনেকটা ফাঁকাই ছিল। ট্রেনগুলো যথা নিয়মেই যাতায়াত করছে। যারা যাচ্ছেন তারা ঈদের ভিড় ঠেলে যেতে পারেননি। ফলে এখন স্বাচ্ছন্দ্যে যাচ্ছেন। আর ফিরতি যাত্রীরা বলছেন, ভিড় হওয়ার আগেই ঢাকায় ফিরছেন তারা।
চিলাহাটি থেকে আসা নীল সাগর এক্সপ্রেসের যাত্রী আনোয়ার জানান, আমি গত কালকে টিকিট করেছি। খুব স্বাভাবিকভাবেই পরিবার নিয়ে ঢাকায় আসলাম। সময়মতোই পৌঁছেছি। আগে কখনও ঈদ যাত্রায় এতটা স্বস্তি ছিল না। আরেক যাত্রী জানান, এবার যাতায়াত অনেক সহজ হয়েছে। কোনো রকম ধাক্কাধাক্কি ছাড়া ট্রেনে আসতে পেরেছি। প্রতিবারই ফেরার পথে দুশ্চিন্তায় থাকতাম, এবার কোনো ভোগান্তি হয়নি।
রেলওয়ের কর্মকর্তারা বলেন, ঈদে ঢাকায় ফিরতি যাত্রার অগ্রিম টিকিটও বিক্রি হয়েছে। ফলে টিকিট নিয়ে ঝামেলা নেই। সব ট্রেন নির্ধারিত সময়েই ছেড়ে যাচ্ছে ও পৌঁছাচ্ছে। ছুটি শেষে কর্মস্থলে ফেরার তাড়া থাকায় স্টেশনে যাত্রীদের চাপ আরও কিছুদিন অব্যাহত থাকতে পারে বলে ধারণা করছেন রেলওয়ে সংশ্লিষ্টরা। স্টেশনে থাকা যাত্রীদের সঙ্গে কথা বলে জানা গেছে, অনেকে ঈদের ছুটিতে কাজের ব্যস্ততার কারণে বাড়ি যেতে পারেননি। তারা এখন সামান্য অবসর পেয়ে প্রিয়জনদের সঙ্গে সময় কাটাতে ছুটছেন গ্রামের উদ্দেশে।
কমলাপুর রেলস্টেশনের প্ল্যাটফর্মে কথা হয় আনিস নামে এক যাত্রীর সঙ্গে। তিনি বলেন, ঈদের সময় কাজ থাকায় বাড়ি যেতে পারিনি, তাই এখন দুই দিনের ছুটি পেয়ে বাড়ি যাচ্ছি।
সুন্দরবন এক্সপ্রেসে করে খুলনা যাচ্ছেন এক শিক্ষার্থী। তিনি বলেন, এবার কোনো ভোগান্তিতে পড়তে হয়নি। নির্দিষ্ট সময়ে ট্রেন ছাড়ছে, এটাই প্রশান্তি। ঈদের ভোগান্তি কমাতে ঈদের পরে বাড়ি যাচ্ছি। আসবো কয়েকদিন পরে।
কমিউটার ট্রেনর এক যাত্রী বলেন, কমিউটার ট্রেন কখনো শিডিউল বিপর্যয়ে পড়েনি। আমরা দিনের টিকিট দিনেই পাই, আমাদের যাত্রাও ভালো হয়। এখনতো ঈদ শেষে মানুষ ঢাকায় ফিরছে, আর আমি ঢাকার বাইরে যাচ্ছি। যাতে কোনো ঝামেলায় পড়তে না হয়।
রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, এবছর ঈদযাত্রায় স্টেশনের শুরু থেকে ট্রেনের গন্তব্য পর্যন্ত নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। টিকেট যাচাইয়ের জন্য ভেরিফিকেশন করা হচ্ছে। পাশাপাশি ট্রেনের সময়সূচি ঠিক রাখতে এবং যাত্রীদের সুবিধার্থে ঢাকাগামী ৯টি ট্রেনের বিমানবন্দর স্টেশনের যাত্রাবিরতি বাতিল করা হয়েছে। ঢাকামুখী ট্রেনে অতিরিক্ত যাত্রীর চাপ সামলাতে জয়দেবপুর স্টেশন থেকে ঢাকামুখী এবং ঢাকা স্টেশন থেকে জয়দেবপুরমুখী ট্রেনে টিকিট ইস্যু বন্ধ রাখা হয়েছে। অন্যদিকে, ঈদযাত্রা নিরাপদ, স্বাচ্ছন্দ্যময় ও উৎসবমুখর করতে কমলাপুর রেলওয়ে স্টেশনে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা। টিকিট কাউন্টার, প্ল্যাটফর্মসহ সব জায়গায় র্যাব, পুলিশ, আনসার সদস্যের পাশাপাশি রেলওয়ের নিজস্ব নিরাপত্তা বাহিনীও ছিলো।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও






আরও পড়ুন

সউদীতে পুতিনের সঙ্গে বৈঠক করতে পারেন ট্রাম্প

ভারতের চেয়ে বেশি কেউ বাংলাদেশের মঙ্গল চায় না

জার্মানিতে গঠিত হচ্ছে নতুন জোট সরকার

সদরঘাটের ব্যবসায়ীকে হত্যা: স্বামী-স্ত্রীর যাবজ্জীবন কারাদণ্ড

সান্দা বিশ্বকাপে স্বর্ণপদক জিতেছেন ইরানের দারিয়াই

সবুজ প্রবৃদ্ধির জন্য অংশগ্রহণমূলক বাণিজ্য ও কৌশলগত অংশীদারিত্বে জোর দিলেন সৈয়দা রিজওয়ানা হাসান

ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে শুল্কের মাধ্যমে শেয়ার বাজারে ‘কারসাজির’ অভিযোগ

ট্রাম্পের শুল্ক নীতি স্থগিতের পরে ঘুরে দাঁড়াল এশিয়ার শেয়ার বাজার

বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করতে চায় ঢাকা-মস্কো

ইসরাইলী বর্বরতার বিরেদ্ধে বরিশালে বিএনপি’র বিক্ষোভ

‘গাজা ও রাফা ইসরায়েলের নৃশংস গণহত্যা’র প্রতিবাদে গণসংহতি আন্দোলনের বিক্ষোভ সমাবেশ কাল

পোল্যান্ডে বাংলাদেশের দূত সাবেক আইজিপি ময়নুল ইসলাম

নোয়াখালীর কোম্পানীগঞ্জে যুবলীগ নেতাসহ গ্রেফতার ৮

মানবাধিকার নিয়ে ইউসিবিডি আয়োজিত সেমিনারে মত প্রকাশের স্বাধীনতার ওপর গুরুত্বারোপ

ইসরাইলি নৃশংস গণহত্যার প্রতিবাদে গাজীপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

ফিলিস্তিনি মুসলমানদের হত্যাকাণ্ডের বিরুদ্ধে যারা রুখে দাঁড়াচ্ছে না, তাদের ধ্বংস অনিবার্য : মির্জা আব্বাস

বোয়ালমারীতে প্রতিপক্ষের হামলায় আহত দেলোয়ার হোসেন মারা গেছেন

ট্রান্সশিপমেন্ট বাতিল হলেও স্বাভাবিক বাংলাবান্ধা, নেপালে গেল ১৪৭ টন আলু

‘এনসিপি বাংলাদেশকে বিনিয়োগের স্বর্গরাজ্য বানাতে চায়’

সংস্কার কমিশনে ইসলামী আন্দোলনের প্রস্তাব- বাংলাদেশ জনকল্যাণ রাষ্ট্র