ঈদকে ঘিরে চাঙ্গা বগুড়ার অর্থনীতি
০৫ এপ্রিল ২০২৫, ১২:২৫ এএম | আপডেট: ০৫ এপ্রিল ২০২৫, ১২:২৫ এএম

এবার এক ভিন্ন আঙ্গিকে পালিত হয়েছে ঈদুল ফিতর। মুসলমানদের সবচেয়ে বড়ো ধর্মীয় উৎসব। দীর্ঘ প্রায় ১৬ বছরের স্বৈরাচারী শাসনের অবসানের পর এই উৎসবে সমাজের সর্বস্তরে উদ্দীপনা ছিলো। বাধাহীন পরিবেশে দোকান, মার্কেট, ফুটপাতে গ্রামীণ হাটবাজারে কেনা বেচায় ছিলো শঙ্কাহীন পরিবেশ।
ঢাকা থেকে মানুষ নির্বিঘেœ বাড়ি ফিরেছে। বিভিন্ন জেলা পর্যায়ে বসবাসকারী বাড়ি ফিরেছে স্বাভাবিকভাবে।
সার্বিক বিষয় পর্যালোচনায় দেখা যায়, এবার নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর বাজার ছিল সহনীয় পর্যায়ে। গরু ও খাসির গোশত ছাড়া, ঘি, চিনি, পোলাও চাল, সেমাই, মুরগী, ডিম ইত্যাদীর দাম ছিল ক্রয় ক্ষমতার মধ্যে। মশলার দাম কিছুটা চড়া থাকলেও পেঁয়াজ, রসুন, আদা, কাঁচামরিচের দাম ছিল খুব কম। কাপড়ের বাজারে দেখা যায় বেচা বিক্রির ধুম।
ভিসা জটিলতার কারণে লাখ লাখ মানুষ এবার ঈদ শপিংয়ের জন্য ভারতে যায়নি। এটা হয়েছে দেশীয় অর্থনীতির জন্য শাপে বর। বগুড়ার নিউমার্কেট, আলতাফ আলী মার্কেট, পুলিশ ও রানার প্লাজার গার্মেন্টস আইটেমের ব্যবসায়ীরা জানান, ভাই মন খুলে বিক্রি করেছি। এমন ব্যবসা গত এক যুগে করতে পারিনি। ভারতীয় আইটেমের পাশাপাশি পাকিস্তানের গার্মেন্টস আইটেম বিক্রি হয়েছে প্রচুর। দেশে তৈরি পোশাকের চালানের পুরোটাই শেষ হয়েছে। আওয়ামী লীগের ধনিক নেতারা নাই, তাহলে এতো পণ্য কিনলো কারা?
এমন প্রশ্নের উত্তরে বিক্রেতারা জানান, ওরাতো ভারত, ব্যাংকক, সিঙ্গাপুরে শপিং করে। এই ফাঁকে টাকাও পাচার করে আসে। ওই আপদ বিদায় হয়ে ভালো হয়েছে। আওয়ামী লীগ না থাকায় হাজার হাজার প্রবাসী এবার দেশে ফিরেছে। শপিংয়ের বেশি পরিমাণে বেচা বিক্রির এটাও একটা কারণ।
রোজার শুরুতে খেজুরের দাম কিছুটা বেশি হলেও মাঝামাঝি এসে খেজুর ও অন্যান্য ফলের দাম কমেছে। দেশীয় ফলের মধ্যে কলা, আনারস, পেয়ারা, তরমুজের দাম ছিল স্বাভাবিক। এতে কৃষক, উৎপাদক, ফঁড়িয়া, দালাল, ফটকা, আড়তদার খুচরা ব্যবসায়ী সবাই লাভবান হয়েছে। ঈদ উপলক্ষে মালয়েশিয়া, সউদী আরব, আমিরাত, কানাডা, যুক্তরাষ্ট্র থেকে এসেছে রেমিট্যান্স। সেই টাকা খরচ হয়েছে ঈদ শপিংয়ে জানিয়েছেন, বিকাশ এ্যাজেন্ট ও ব্যাংকাররা। পর্যটন কেন্দ্রগুলোতে প্রচুর ভিড় ছিল এবার। দীর্ঘ ঈদ ছুটি এবার বিভাগীয় শহর রাজশাহী, রংপুর সহ, বগুড়ার মহাস্থানগড় সহ, লালমনিরহাট, গাইবান্ধা, কুড়িগ্রাম, ঈশ্বরদী, সৈয়দপুর, ঠাকুরগাঁ, পঞ্চগড়, নাটোর, নওগাঁ, জয়পুরহাটের পুরাকীর্তি সহ প্রাইভেট সেক্টরের পর্যটন সেন্টারগুলোতে লেগে আছে ভিড়।
এবার টিকেট কালোবাজারি খাতে পরিবহন খাতের মাফিয়ারা ধরা খেলেও পরিবহন ব্যবসায় লোকসান গুনতে হয়নি। বগুড়া মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও সড়ক শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সৈয়দ কবির আহম্মেদ মিঠু ইনকিলাবকে জানান, এবারে সড়কে শৃঙ্খলা ছিল। ফলে দুর্ঘটনার হার প্রায় শুন্য। শ্রমিকরা এবার নিরাপদে নির্বিঘেœ ঈদ করেছে আলহামদুলিল্লাহ।
কয়েকজন পরিবহন মালিক ইনকিলাবকে জানান, ঈদে এবার পর্যটন সেক্টরে বাস, কোচ, মাইক্রো কার মালিক ও চালকরা বাম্পার ব্যবসা করেছে। এমন ব্যবসা নিকট অতিতে দেখিনি আমরা।
এছাড়াও এবার ঈদে গ্রাম পর্যায়ে চৈত্র-বৈশাখকেন্দ্রীক ছাড়াও প্রচুর মেলার আয়োজন হয়েছে। ঈদের দীর্ঘ ছুটি এবার গ্রামীণ মেলার খাতকে পুরোপুরি সফল করতে সহায়তা করেছে। স্থানীয় অর্থনীতিবিদ অধ্যাপক শফি মাহমুদের অর্থনীতির বিকাশ, উন্নয়নের জন্য মুক্ত পরিবেশ এবং মাফিয়া মুক্ত সমাজ ব্যবস্থার যে প্রয়োজন আছে সেটার প্রমাণ এবারের ঈদ। শপিংয়ের জন্য ভারত যেতে হবে কেন? এমন প্রশ্ন তুলে তিনি বলেন, ভারতীয় ভিসা জটিলতা আমাদের নিজস্ব অর্থনীতির জন্য সহায়ক হয়েছে। পণ্য আমদানির জন্যই আমাদের কেন ভারতমুখী হতে হবে? এবারতো ভারত নির্ভরতা ছাড়াই ঈদ হলো, অসুবিধাতো হয়নি।
তিনি জানান, এবার কেবল উত্তরের ১৬ জেলাতেই কমপক্ষে ২০ হাজার কোটি টাকার কেনাবেচা হয়েছে। এবারের নির্বিঘœ ঈদ যাত্রায় নিরাপত্তার জন্য সেনাবাহিনীর তৎপরতা সহায়ক ভূমিকা পালন করেছে বলে জানিয়েছেন সবাই। সংশ্লিষ্ট সবাই এজন্য প্রশংসা করেছেন সেনাবাহিনীর সদস্যদের। সেই সাথে সেনা, পুলিশ ও ট্রাফিক বিভাগের যেসব দায়িত্ব প্রাপ্ত সদস্যরা জনগণকে পুরো একমাস রোজা ও ঈদ এবং পরবর্তী সময়ে যে নিরাপদ সড়ক যাত্রা নিশ্চিত করেছেন তাদেরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন সবাই।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
আরও পড়ুন

গাজাবাসীকে অন্য দেশে পাঠাতে ট্রাম্প-নেতানিয়াহু বৈঠক

আপাতত স্বাধীনতা কনসার্ট হচ্ছে না

জিম্মি মুক্তির লক্ষ্যে নতুন আলোচনা চলছে: নেতানিয়াহু

প্লাস্টিক দূষণ রোধে দক্ষিণ এশীয় ঐক্যের ডাক দিলো বাংলাদেশ

ইসরাইলি রাষ্ট্রদূতকে ফের আফ্রিকার বৈঠক থেকে বহিষ্কার

মিয়ানমারে ভূমিকম্পে নিহত ৩৬০০, নিখোঁজ শতাধিক

চোখের সামনে যাকে পেয়েছি, তাকেই হত্যা করেছি : ইসরায়েলি সেনার স্বীকারোক্তি

সাগরে মাছ ধরতে চাঁদা দিতে হয় বিএনপি নেতাকে

খুলনায় বাটা শোরুম ও কেএফসিতে ভাঙচুর-লুটপাটের ঘটনায় আটক ৩১

গাজায় গমের একটা দানাও ঢুকবে না : ইসরায়েল

বরিশাল জাতীয় পর্যায়ের ‘জাটকা সংরক্ষণ সপ্তাহ’র উদ্বোধন করছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা

ট্রাম্প ইসরায়েল ও ইহুদিদের ‘অসাধারণ বন্ধু’: নেতানিয়াহু

এবার জরুরি খাদ্য সহায়তাও বন্ধ করছে যুক্তরাষ্ট্র

ফিলিস্তিনে গণহত্যা প্রতিরোধে মুসলিম দেশগুলোকে ঐক্যের বিকল্প নেই -হাফেজ নুরুন্নবী

আসছে হরর সিক্যুয়েল 'ফাইনাল ডেস্টিনেশন : ব্লাডলাইন'

ভূরুঙ্গামারী সীমান্তে সড়ক নির্মাণে কাজে বিএসএফের বাধা

তুরিন আফরোজের মোবাইল-ল্যাপটপে মিলেছে সরকারবিরোধী তথ্য : পুলিশ

যেভাবে গ্রেফতার করা হলো ব্যারিস্টার তুরিন আফরোজকে

প্রাথমিকের ক্লাস শুরু, মাধ্যমিক খুলবে বুধবার

ট্রেনের পাওয়ার কারে যাত্রী পেলে চালককে শাস্তির নির্দেশ