খেলাফত আন্দোলনের আমীর আল্লামা আতাউল্লাহ’র দাফন সম্পন্ন
০৫ এপ্রিল ২০২৫, ১২:২৫ এএম | আপডেট: ০৫ এপ্রিল ২০২৫, ১২:২৫ এএম

বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমীর ও জামি’আ নূরিয়া ইসলামিয়া আশরাফাবাদ কামরাঙ্গীরচর মাদরাসার মুহতামিম হযরত মাওলানা আতাউল্লাহ হাফেজ্জী (৭৭) গতকাল শুক্রবার সকাল সোয়া ১১টায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে, ১ মেয়ে, মুরিদসহ বহু আত্মীয় স্বজন রেখে গেছেন। গতকাল রাত ১০টায় কামরাঙ্গীরচর নূরীয়া মাদরাসায় মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন দুবাই জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা মাহমুদুল্লাহ হাফেজ্জী। পরে উপমহাদেশের প্রখ্যাত বুজুর্গ পিতা হযরত হাফেজ্জী হুজুর (রহ.) কবরের পাশে পারিবারিক কবরাস্থানে মরহুমের লাশ দাফন করা হয়।
মরহুম আতাউল্লাহ স্বাধীনতা পরবর্তী বাংলাদেশে আহলে হকের ইসলামী রাজনীতির পুরোধা ব্যক্তিত্ব, দ্বীনি শিক্ষার পথিকৃৎ হযরত মাওলানা মুহাম্মদ উল্লাহ হাফেজ্জী হুজুর (রহ.) এর খান্দানের গর্বিত উত্তরসূরী কনিষ্ঠ পুত্র। তিনি তাঁর পিতার প্রতিষ্ঠিত বাংলাদেশ খেলাফত আন্দোলনের মাধ্যমে রাজনৈতিক জীবন শুরু করেন। পরবর্তীতে হেফাজতে ইসলাম বাংলাদেশ, আন্তর্জাতিক মজলিসে তাহফিজে খতমে নবুওয়াত, ইসলামী আইন বাস্তবায়ন কমিটির কেন্দ্রীয় দায়িত্বশীল হিসেবে কাজ করেন। কাওরান বাজার আম্বরশাহ জামে মসজিদের প্রধান খতিবেরও দায়িত্ব পালন করেন তিনি। জীবদ্দশায় তিনি অনেক মসজিদ মাদরাসার প্রতিষ্ঠাতা ও মুরব্বি ছিলেন। মরহুম আতাউল্লাহর ইন্তেকালে ইসলামী অঙ্গনে শোকের ছায়া নেমে আসে। মাওলানা আতাউল্লাহ হাফেজ্জীর ইন্তেকালে বিভিন্ন ইসলামী দলের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করে তার রূহের মাগফেরাত কামনা করেছেন। শোকবাণীতে নেতৃবৃন্দ বলেন, আল্লামা আতাউল্লাহ ইবনে হাফেজ্জী (রহ.) রাজপথে বাতিলের বিরুদ্ধে বলিষ্ঠ আন্দোলনকারী ও আপসহীন নেতা ছিলেন। তিনি আমৃত্যু ঈমানী প্রতিটি আন্দোলন ও সংগ্রামে সামনের সারিতে থেকে অগ্রণী ভূমিকা পালন করেছেন। তাঁর ইন্তেকালে বাংলাদেশ একজন জ্ঞানগর্ভ আলেম ও উম্মাহ দরদী এক রাহাবারকে হারালো। আল্লাহ তাঁর সকল দ্বীনি খেদমত কবুল করে তাঁকে জান্নাতুল ফিরদাউসের সর্বোচ্চ মাকাম দান করুন। তারা শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
যেসব নেতৃবৃন্দ মরহুম আতাউল্লাহর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করে তার রূহের মাগফেরাত কামনা করে বিবৃতি দিয়েছেন, তারা হচ্ছেন্, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই, দলের সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ ফয়জুল করীম, মহাসচিব প্রিন্সিপাল হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ, যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি শায়খ আল্লামা আব্দুর রহীম ইসলামাবাদী, নির্বাহী সভাপতি মাওলানা শহিদুল ইসলাম আনসারী ও মহাসচিব ড. গোলাম মহিউদ্দিন ইকরাম, হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর আল্লামা শাহ মুহিব্বুলরøাহ বাবুনগরী ও মহাসচিব আল্লামা শায়েখ সাজিদুর রহমান, বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মামুনুল হক ও মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমেদ, খেলাফত মজলিসের আমীর মাওলানা আব্দুল বাছিত আজাদ ও মহাসচিব ড.আহমদ আবদুল কাদের, বাংলাদেশ খেলাফত আন্দোলনের নারায়ণগঞ্জের আমীর আলহাজ আতিকুর রহমান নান্নু মুন্সি ও দলের যুগ্ম মহাসচিব হাজী জালাল উদ্দিন বকুল, ইসলামিক মুভমেন্ট বাংলাদেশের চেয়ারম্যান অ্যাডভোকেট খায়রুল আহসান, ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান ও বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির সভাপতি মাওলানা অ্যাডভোকেট আব্দুর রকীব ও মহাসচিব অধ্যাপক আব্দুল করীম, বাংলাদেশ মুসলিম লীগের কেন্দ্রীয় সভাপতি আব্দুল আজিজ হাওলাদার ও প্রেসিডিয়াম সদস্য আনোয়ার হোসেন আবুড়ী, বেফাক সভাপতি আল্লামা মাহমুদুল হাসান, মহাসচিব মাওলানা মাহফুজুল হক ও মহাপরিচালক মাওলানা উবায়দুর রহমান খান নদভী, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি মাওলানা শায়ক জিয়া উদ্দীন ও মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী, ইসলামী ঐক্য আন্দোলনের আমীর ড.মুহাম্মদ ঈসা শাহেদী ও সেক্রেটারি জেনারেল মুস্তফা তারেকুল হাসান, নেজামে ইসলাম বাংলাদেশের চেয়ারম্যান মাওলানা হারিসুল হক ও মহাসচিব মাওলানা আবুল হাসানাত তামিম, বাংলাদেশ খেলাফত আন্দোলনের (একাংশ) আমীর আমীরে শরীয়ত মাওলানা আবু জাফর কাশেমী, সিনিয়র নায়েবে আমীর আলহাজ্ব মুহাম্মদ আজম খান, নায়েবে আমীর শাইখুল হাদীস মাওলানা আবুল কাশেম কাশেমী মহাসচিব মুফতি মুহাম্মদ ফখরুল ইসলাম সিনিয়র যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগরী আমীর মাওলানা মুহাম্মদ হোসাইন আকন্দ মাওলানা মুহাম্মদ দেলোয়ার হোসাইন আজমী আলী মাকসুদ খান মামুন হাফেজ মাওলানা ইব্রাহিম বিন আলী মাওলানা মুহাম্মদ মাহবুবুল্লাহ পীর সাহেব টেঙার চর দরবার শরীফ, ইসলামী ঐক্য জোটের মহাসচিব মুফতি ফয়জুল্লাহ, কওমি পরিষদ বাংলাদেমের সভাপতি ও রাজধানীর গুলিস্তান পীর ইয়ামেনী জামে মসজিদের খতিব মুফতি ইমরানুল বারী সিরাজী, জাতীয় ইমাম পরিষদ বাংলাদেশের সভাপতি মুফতি আব্দুল্লাহ ইয়াহইয়া ও কওমি শিক্ষক সমিতির মহাসচিব মাওলানা আতিকী।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
আরও পড়ুন

গাজাবাসীকে অন্য দেশে পাঠাতে ট্রাম্প-নেতানিয়াহু বৈঠক

আপাতত স্বাধীনতা কনসার্ট হচ্ছে না

জিম্মি মুক্তির লক্ষ্যে নতুন আলোচনা চলছে: নেতানিয়াহু

প্লাস্টিক দূষণ রোধে দক্ষিণ এশীয় ঐক্যের ডাক দিলো বাংলাদেশ

ইসরাইলি রাষ্ট্রদূতকে ফের আফ্রিকার বৈঠক থেকে বহিষ্কার

মিয়ানমারে ভূমিকম্পে নিহত ৩৬০০, নিখোঁজ শতাধিক

চোখের সামনে যাকে পেয়েছি, তাকেই হত্যা করেছি : ইসরায়েলি সেনার স্বীকারোক্তি

সাগরে মাছ ধরতে চাঁদা দিতে হয় বিএনপি নেতাকে

খুলনায় বাটা শোরুম ও কেএফসিতে ভাঙচুর-লুটপাটের ঘটনায় আটক ৩১

গাজায় গমের একটা দানাও ঢুকবে না : ইসরায়েল

বরিশাল জাতীয় পর্যায়ের ‘জাটকা সংরক্ষণ সপ্তাহ’র উদ্বোধন করছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা

ট্রাম্প ইসরায়েল ও ইহুদিদের ‘অসাধারণ বন্ধু’: নেতানিয়াহু

এবার জরুরি খাদ্য সহায়তাও বন্ধ করছে যুক্তরাষ্ট্র

ফিলিস্তিনে গণহত্যা প্রতিরোধে মুসলিম দেশগুলোকে ঐক্যের বিকল্প নেই -হাফেজ নুরুন্নবী

আসছে হরর সিক্যুয়েল 'ফাইনাল ডেস্টিনেশন : ব্লাডলাইন'

ভূরুঙ্গামারী সীমান্তে সড়ক নির্মাণে কাজে বিএসএফের বাধা

তুরিন আফরোজের মোবাইল-ল্যাপটপে মিলেছে সরকারবিরোধী তথ্য : পুলিশ

যেভাবে গ্রেফতার করা হলো ব্যারিস্টার তুরিন আফরোজকে

প্রাথমিকের ক্লাস শুরু, মাধ্যমিক খুলবে বুধবার

ট্রেনের পাওয়ার কারে যাত্রী পেলে চালককে শাস্তির নির্দেশ