বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ মুক্তিকামী মানুষের অনুপ্রেরণা: প্রফেসর ড. মশিউর রহমান
০৮ মার্চ ২০২৩, ০৫:৫৮ পিএম | আপডেট: ৩০ এপ্রিল ২০২৩, ১০:২৮ পিএম
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ সারা বিশ্বের মুক্তিকামী মানুষের অনুপ্রেরণার উৎস বলে মনে করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মো. মশিউর রহমান। তিনি বলেন, ৭ মার্চের ভাষণ শুধু সেদিনের সাড়ে সাত কোটি বাঙালিকে ঐক্যবদ্ধ করার অনন্য সুর ছিল না, ওই ভাষণ আজ বিশ্ব ঐতিহ্য সম্পদে পরিণত হয়েছে। সেই ভাষণ আজ পৃথিবীর মানুষের কাছে এক অনন্য সম্পদ। মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে বঙ্গমাতা সাংস্কৃতিক কেন্দ্র আয়োজিত ‘বঙ্গবন্ধুর ভাষণ: মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
বঙ্গবন্ধুর ভাষণের বিভিন্ন দিক তুলে ধরে দেশের প্রথিতযশা সমাজবিজ্ঞানী ড. মশিউর রহমান বলেন, বঙ্গবন্ধু বলেছেন- আর দাবায়ে রাখতে পারবা না। এই দাবায়ে রাখা শুধু সাড়ে সাত কোটি বাঙালি নয়। অথবা দক্ষিণ এশিয়ার মানুষ নয়। প্রতিটি হতাশাগ্রস্ত, বিষণœ, যে মানুষ বিপ্লবী, যে বিপ্লবী নয়- সেইসব মানুষের মধ্যে এই শব্দ যুগল যখন যায় তার মধ্যে নতুন অনুপ্রেরণা পাওয়া যায়। কারণ তার মধ্যে সে সম্ভাবনা দেখে। শক্তি দেখে। বঙ্গবন্ধু সার্বজনীন নেতা। তিনি বলেছেন, বিশ^ আজ দু’ভাগে বিভক্ত-শোষক আর শোষিত। আমি শোষিতের পক্ষে। বঙ্গবন্ধুর এই বক্তব্য সারা বিশ্বের মুক্তিকামী মানুষের স্লোগান।
ড. মশিউর রহমান বলেন, বঙ্গবন্ধু একজন রাজনীতিক শুধু নন, তিনি একজন রাজনীতির দার্শনিক। তিনি হঠাৎ করে নেতা হননি। তিনি ছোটবেলা থেকে পড়াশোনা করে, দক্ষ হয়ে, বৈশ্বিক জ্ঞান অর্জন করে পর্যায়ক্রমে নেতা হয়েছেন। স্বাধীনতা উত্তর বঙ্গবন্ধু যে সংবিধান রচনা করেছেন, সেটি বিশ্বের যে কয়টি আদর্শনিষ্ঠ দেশ রয়েছে- তাদের দেশের সংবিধানের চেয়ে অনেক বেশি আধুনিক এবং কল্যাণকর। কারণ এই সংবিধানে চার মূলনীতি যুক্ত করা হয়েছে। বঙ্গবন্ধু মনে-প্রাণে বিশ্বাস করতেন- সাধারণ মানুষের মুক্তিই হচ্ছে রাজনীতির মুখ্য উদ্দেশ্য।’
আলোচনা সভায় প্রবন্ধ বক্তা ছিলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ও বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধ বাংলাদেশ গবেষণা ইনস্টিটিউট এর ডিসটিনগুইসড প্রফেসর প্রফেসর ড. একেএম নূর-উন-নবী। বঙ্গবন্ধু পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক মতিউর রহমান লাল্টুর সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সামশাদ নওরীন, এড. মমতাজ হোসেন চৌধুরী প্রমুখ।###
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
আরও পড়ুন
বাংলাদেশের বিপক্ষে যে একাদশ দিয়ে মাঠে নামছে ওয়েস্ট ইন্ডিজ
কিশোরগঞ্জের আওয়ামী লীগ নেতা আনোয়ার কামালসহ তিনজন গ্রেফতার
প্রেসিডেন্টের সঙ্গে তিন বাহিনীর প্রধানের সাক্ষাৎ
বেইজিং সংস্কৃতি ও পর্যটন ব্যুরো ও আটাবের মধ্যে চুক্তি স্বাক্ষরিত
উইন্ডিজের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ
গাজায় যুদ্ধবিরতি ছাড়া বন্দী বিনিময় হবে না : হামাস
শান্তিরক্ষা মিশন মোতায়েন করতে চায় জাতিসংঘ হাইতিতে
চকরিয়ার বিএনপি নেতা আবু তাহের চৌধুরীর মৃত্যুতে সালাহউদ্দিন আহমদ ও হাসিনা আহমদের শোক
পুতিন পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে দ্বিধা করবেন না : সার্বিয়া
ক্লাইমেট অর্থায়ন ইস্যুতে দেশগুলোর মধ্যে দ্বন্দ্ব
লালমোহনে দুই গ্রুপের সংঘর্ষে আহত যুবদল নেতা চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু
ট্রাম্পের অ্যাটর্নির বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন আটকে গেল
‘ফিলিস্তিনের পর ইরান, সউদী ও তুরস্ক হবে পরবর্তী টার্গেট’
প্রতি বছর ৩ লাখ নথিবিহীন অভিবাসীকে বৈধতা দানের ঘোষণা স্পেনের
প্রেম-ভালোবাসা নিয়ে সবচেয়ে অসুখী দেশ জাপান-কোরিয়া
মুসলিম চিকিৎসক
শীর্ষে দিল্লি
সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানীকে জমিয়াতুল মোদার্রেসীন ও দারুননাজাত মাদরাসা’র সংবর্ধনা
ইসলামিক ফাউন্ডেশন এর বোর্ড অব গভর্নর সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানীকে জমিয়াতুল মোদার্রেসীন ও দারুননাজাত মাদরাসা’র সম্বর্ধনা
বাংলাদেশ, নেপাল ও ভুটানের মধ্যে আঞ্চলিক সহযোগিতার আহ্বান