আওয়ামী সরকারের শেষ রক্ষা হবে না: ব্যারিস্টার মীর হেলাল
১২ মার্চ ২০২৩, ০৭:৫৯ পিএম | আপডেট: ৩০ এপ্রিল ২০২৩, ১১:৫৩ পিএম
আওয়ামী লীগ সরকার জনবিচ্ছিন্ন হয়ে ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতায় টিকে থাকার ব্যর্থ চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির নির্বাহী কমিটি ও আন্তর্জাতিক কমিটির সদস্য ব্যারিস্টার মীর হেলাল। তিনি বলেন, স্বৈরাচারী সরকারের দুঃশাসনে পুরো দেশ আজ বন্দি। এই ফ্যাসিস্ট সরকার থেকে বাঁচতে গণতন্ত্রকে মুক্ত করতে হবে। সরকার গুম, খুন আর দুর্নীতি ছাড়া দেশকে কিছুই দিতে পারেনি। মেগা প্রকল্পের নামে মেঘা লুটপাট করে দেশের অর্থনীতি ধ্বংস করেছে। সরকার জনবিচ্ছিন্ন হয়ে ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতায় টিকে থাকার ব্যর্থ চেষ্টা করছে। এজন্য তারা গণতান্ত্রিক আন্দোলনের বিপ্লবী নেতা, গণমানুষের কন্ঠস্বর রুহুল কবির রিজভী আহমেদকে অন্যায়ভাবে বন্দি রাখা হয়েছে। তবে আওয়ামী সরকারের শেষ রক্ষা হবে না।
রোববার (১২ মার্চ) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদের মুক্তির দাবিতে এবং দৈনিক দিনকাল পত্রিকার প্রকাশনা চালুর দাবিতে চট্টগ্রাম জমিয়াতুল ফালাহ সংলগ্ন সড়কে এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন।
ব্যারিস্টার মীর হেলাল বলেন, ফ্যাসিবাদী সরকার নিজেদের অপকর্ম ঢাকতে সংবাদ মাধ্যমের লাগাম টেনে ধরেছে। আইসিটি আইনের মাধ্যমে সংবাদ মিডিয়া সহ জনগণের বাকস্বাধীনতা হরণ করা হয়েছে। সরকার ভীত সন্ত্রস্ত হয়ে জনপ্রিয় দৈনিক দিনকাল পত্রিকার প্রকাশনা বন্ধ করে দিয়েছে। গণমাধ্যমের কন্ঠ বন্ধ করে আওয়ামী সরকারের শেষ রক্ষা হবে না।
তিনি বলেন, নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম লাগামহীন ভাবে বাড়ছে। জনগণের সামর্থ্য বিবেচনা না করে বারবার গ্যাস, বিদ্যুৎ ও জ্বালানির দাম বৃদ্ধি করছে সরকার। দেশের মানুষ বিএনপির নেতৃত্বে ঐক্যবদ্ধ। জনগণ সরকারের বিরুদ্ধে দুর্বার আন্দোলনের জন্য প্রস্তুত। এই লুটপাটের সরকারকে জনগণ আর একদিনও ক্ষমতায় দেখতে চায় না। দেশের মানুষ মনে করে আধুনিক বাংলাদেশ বিনির্মাণ ও সুশাসন প্রতিষ্ঠায় রাষ্ট্রপ্রধান হিসেবে তারেক রহমানের বিকল্প নেই।
সরকারকে উদ্দেশ্য করে মীর হেলাল বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা ও ফরমায়েশি রায় বাতিল করুন। অবিলম্বে পদত্যাগ করে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে ক্ষমতা হস্তান্তর করুন। অন্যথায় জনরোষে পালানোর পথ পাবেন না।
চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সভাপতি জাহেদুল আফসার জুয়েলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মনিরুল আলম জনির সঞ্চালনায় চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের মানব বন্ধনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সদস্য সচিব শরিফুল ইসলাম তুহিন, বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সভাপতি মোঃ সেলিম চেয়ারম্যান, হাটহাজারী উপজেলা বিএনপির সদস্য সচিব ও ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ গিয়াস উদ্দিন চেয়ারম্যান, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক বিভাগীয় সহ সভাপতি সরোয়ার উদ্দিন সেলিম, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক আকবর আলী, চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক সহ সভাপতি সালাহউদ্দিন আলী, যুগ্ম সম্পাদক জমির উদ্দিন নাহিদ।
আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর ছাত্রদলের যুগ্ম আহবায়ক যথাক্রমে আরিফুর রহমান, সাব্বির আহমেদ, নুর নবী মহররম, সদস্য আল মামুন সাদ্দাম, আব্বাস উদ্দিন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সহ সভাপতি আলাউদ্দিন মহসিন, মনোয়ার হোসেন, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম-সম্পাদক তকিবুল হাসান চৌধুরী তকি, সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক সুজা-উদ-দৌলা সজীব, সহ-সভাপতি গিয়াস উদ্দীন, যুগ্ম-সম্পাদক শেখ মাহফুজ, সহ-সাংগঠনিক সম্পাদক এমদাদ হোসেন পলাশ, হাটহাজারী উপজেলা ছাত্রদলের সদস্য সচিব গাজী আব্দুল মুবিন, ফটিকছড়ি পৌরসভা ছাত্রদলের সদস্য সচিব বেলাল উদ্দীন মুন্না, ফটিকছড়ি পৌরসভা আহবায়ক একরাম চৌধুরী, সদস্য সচিব আসিফ কায়েস চৌধুরী, রাউজান উপজেলা ছাত্রদলের আহবায়ক রায়হান, সদস্য সচিব সাফায়েত রাকিব, কুয়াইশ বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের সভাপতি সাজ্জাদ হোসেন রানা, যুগ্ম সম্পাদক বাবু, সিমরান, হাটহাজারী উপজেলা ছাত্রদলের আহবায়ক কমিটির সদস্য রোকন চৌধুরী, ইয়াসিন চৌধুরী ফরহাদ প্রমুখ।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
আরও পড়ুন
প্রোটিয়াদের হোয়াইট ওয়াশ করে পাকিস্তানের ইতিহাস
৯ গোলের উৎসবে লিভারপুলের বড় জয়
বড়দিনের ছুটির আগে রিয়ালের বড় জয়
ঘরের মাঠেই বিধ্বস্ত ইউনাইটেড
গোলশূন্য ড্রয়ে থামল চেলসির জয়রথ
এনার্জিপ্যাকের বার্ষিক সাধারণ সভায় ব্যবসায়িক প্রবৃদ্ধির সম্ভাবনার ওপর গুরুত্বারোপ
আমার খাবার কি ফর্টিফায়েড?
হাসিনা পরিবারের নামে ১৩ বিশ্ববিদ্যালয়, ইউজিসি তাকিয়ে আছে সরকারের দিকে
ব্র্যাক ব্যাংকের রেমিটেন্স অ্যাওয়ার্ড অর্জন
দিনাজপুর জেলা শিক্ষা অফিসারের বিদায়ী সংবর্ধনা
নরসিংদীর শিবপুরে প্লাস্টিক কারখানা আগুনে পুড়ে ছাই
ডিসেম্বরে রেমিট্যান্স শূন্য যে ১০ ব্যাংকে
বিএনপি নির্বাচন ছাড়া ক্ষমতায় আসতে চায় না: আব্দুস সালাম
সরকারের আশ্বাসে শাহবাগ থেকে সরে গেলেন বিএসএমএমইউ ট্রেইনি চিকিৎসকরা
সাকাকে হারিয়ে চিন্তিত আর্সেনাল কোচ
৩১ ডিসেম্বরের মধ্যে নির্বাচন ব্যবস্থা সংস্কারের প্রস্তাব জমা হবে : বদিউল আলম মজুমদার
সিনিয়র সচিব ড. নাসিমুল গনিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বদলী
মানিকগঞ্জের ঘিওরে ছাত্রদল নেতা লাভলু হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন
বঙ্গবাজার পুড়ে যাওয়া মামলায় একজন গ্রেফতার
জনগণের প্রত্যাশা পূরণে অন্তর্বর্তীকালীন সরকার ধীর গতিতে চলছে: আমিনুল হক