তরুণ শিক্ষার্থীদের নতুন চ্যালেঞ্জ গ্রহণের আহ্বান জাতীয় বিশ্ববিদ্যালয় ভিসির
০৮ জুন ২০২৩, ০৬:২৩ পিএম | আপডেট: ০৮ জুন ২০২৩, ০৬:২৩ পিএম
তরুণ শিক্ষার্থীদের আগামীর নতুন চ্যালেঞ্জ গ্রহণের আহ্বান জানিয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মো. মশিউর রহমান। তিনি বলেন, তোমরা নতুন সৃষ্টি, দক্ষতা এবং সৃজনশীলতায় মাথা উঁচু করে দাঁড়াবে। তোমরাই গড়বে আগামীর সুন্দর পৃথিবী।’ তিনি বলেন, ‘সময় পাল্টায়। নতুন নতুন সময়ের সঙ্গে নতুন প্রজন্ম সৃষ্টি হয়। একটি প্রজন্ম সাহিত্যে, সৃজনশীলতায়, কাব্যে, গ্রন্থে, ভাষা শৈলী প্রকাশে দারুণভাবে কাজ করেছে। সেই সময়ে আমাদের রবীন্দ্রনাথ, নজরুল, সুকান্ত, শরৎ আরও বহুজন একাকার হয়ে অপূর্বসব সৃজনশীল কাজ করেছেন। সেই সুন্দরের ধারাবাহিকতায় আজকে আমরা যখন ডিজিটাল বাংলাদেশ, স্মার্ট বাংলাদেশের কথা বলি, তখন সেইসব জ্ঞানের ধারাবাহিকতায় আমাদের নতুন প্রজন্ম, নতুন নতুন কাজ করবে। স্মার্টনেসের ব্যাখ্যা ভিন্ন হবে। সে নতুন করে ভাববে। নতুন পৃথিবীতে তার উদ্ভাবন হবে নতুন এবং সৃজনশীল।’ গতকাল বুধবার রাজধানীর ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান লালমাটিয়া সরকারি মহিলা কলেজের অডিটোরিয়ামে নবীনবরণ-২০২৩ এর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
দেশের প্রথিতযশা সমাজবিজ্ঞানী ড. মশিউর রহমান বলেন, তোমাদের প্রস্তুতি এই নবীনবরণের দিন থেকে শুরু হোক। তুমি প্রতিদিন নিয়মিত ৭ থেকে ৮ ঘণ্টা অধ্যয়ন করবে। শিক্ষকদের সঙ্গে বসবে, ই-বুকে যাবে, ই-জার্নালে যাবে। কেননা তোমার হাতের মুঠোয় যে পৃথিবী সেটিকে কাজে লাগাতে হবে। অন্যথায় প্রতিযোগিতামূলক বিশে^ তুমি পিছিয়ে যাবে।
জাতীয় বিশ^বিদ্যালয় ভিসি আরো বলেন, শিক্ষার আলোয় আলোকিত হওয়া, জ্ঞানের অন্বেষণ করার কোনো বিকল্প নেই। হতে পারে তুমি তোমার প্রত্যাশিত কাজটি পাচ্ছো না, প্রত্যাশিত চাকরি পাচ্ছো না। কিন্তু তোমার মধ্যে শিক্ষার আলো থাকলে, জ্ঞান থাকলে তুমি মাথা উঁচু করে দাঁড়াবার প্রবল শক্তি পাবে। এটি থাকলে যেকোনো চ্যালেঞ্জে বিজয়ী হওয়া যায়। অর্জিত জ্ঞানের সঙ্গে তোমার চমৎকার, অহর্নিশ একটা সম্পর্ক থাকবে। কখনো তুমি একা হবে না। মনে রেখ, শিক্ষক-শিক্ষার্থীর সম্পর্ক হবে চমৎকার। শিক্ষার্থীর মধ্যে অনবরত জানার প্রশ্ন থাকবে, অনুসন্ধান থাকবে। আমরা যারা এপাশে দাঁড়িয়ে বক্তৃতা দেই তারা সব জানি এটি ভুল কথা। তুমি অনেক কিছুতে বেশি জানতে পারো। সেকারণেই ছাত্র-শিক্ষক সম্পর্কের মধ্য দিয়ে মূলত উভয় পক্ষ শেখে। সুতরাং নতুন নতুন প্রশ্ন করো। প্রশ্ন করার মধ্যে কোনো দোষ নেই। সৃজনশীলতার এই পৃথিবীতে একমাত্র শিক্ষা, উৎকর্ষতা এবং মানবিক গুণাবলীই নিজেদের আত্মবিশ^াস বাড়াতে পারে। স্বাবলম্বী হওয়ার নানা ব্যাখ্যা আছে। মূলত জ্ঞানের আলোয় যে স্বাবলম্বী হয় সেটিই শ্রেষ্ঠতর।’
লালমাটিয়া সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. রফিকুল ইসলামের সভাপতিত্বে নবীবরণ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন খুলনা ব্রজলাল (বিএল) কলেজের অধ্যক্ষ প্রফেসর শরীফ আতিকুজ্জামান, লালমাটিয়া কলেজের উপাধ্যক্ষ নাসরিন আহমেদ।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
আরও পড়ুন
গভীর রাতে গরিব অসহায় শীতার্ত মাঝে ইউএনও'র কম্বল বিতরন
বরিশালে ক্যান্সার চিকিৎসা ব্যবস্থা মুখ থুবড়ে পড়ে আছে
সেবা বঞ্চিত হলে অভিযোগ করা যাবে ইসির বিরুদ্ধে
এমপিওভুক্ত হচ্ছেন আরও ৩ হাজার শিক্ষক
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের নবনিযুক্ত সচিব ছাগলনাইয়ার সন্তান সামছু উদ্দিন
বাংলাদেশে শনাক্ত হলো 'রিওভাইরাস’, রোগটি সম্পর্কে যা জানা যায়
আন্দোলনের মুখে পাঠ্যবই থেকে বাদ পড়লো ‘আদিবাসী’ শব্দযুক্ত গ্রাফিতি
মাসের শেষে আবারো আসছে শৈত্যপ্রবাহ
বর্ষসেরা ফটোগ্রাফার হিসাবে পুরস্কার পেলেন, আলোকচিত্রী ও সাংবাদিক মুগনিউর রহমান মনি
রাজশাহীর সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
বেড়া কৈটোলা নির্মাণ বিভাগের অফিসিয়াল ও উন্নয়ন কাজে স্থবিরতা
গাজায় যুদ্ধবিরতির প্রয়োজনীয়তা নিয়ে বাইডেন-নেতানিয়াহুর ফোনালাপ
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কমপ্লিট শাটডাউন ঘোষণা
না ফেরার দেশে নির্মাতা রায়হান রাফির বাবা
এলিফ্যান্ট রোডে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা চেষ্টা, গ্রেপ্তার ২
ছাগলনাইয়ায় খালে ভাসছিল নারীর অর্ধগলিত লাশ
ইসরায়েলি বাহিনীর বর্বরতায় ৫ দিনে গাজায় নিহত ৭০ শিশু
ঘরে বসে মাত্র ১০ দিনেই মিলবে থাইল্যান্ডের ভিসা
মিয়ানমারের কাচিনে জান্তার বিমান হামলা, শিশুসহ নিহত ১৫
আজ বায়ুদূষণে শীর্ষে ঢাকা