ডিআইটি পুকুরপাড়ে কাউন্সিলরের কার্যালয় উচ্ছেদ না করেই অভিযান শেষ!
০৮ জুন ২০২৩, ১০:১৮ পিএম | আপডেট: ০৯ জুন ২০২৩, ১২:০১ এএম
পুরান ঢাকার গেন্ডারিয়া এলাকায় শত বছরের পুরোনো ডিআইটি পুকুর ভরাট করে নির্মিত স্থাপনার বেশির ভাগই গুঁড়িয়ে দেওয়া হয়েছে। তবে স্থানীয় কাউন্সিলরের স্থাপনা ভাঙা হয়নি। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। এদিকে অভিযান শেষে পুলিশ সদস্যরা ফিরে যাওয়ার সময় তাঁদের ওপর হামলার ঘটনা ঘটেছে।
আজ বৃহস্পতিবার বেলা দেড়টায় অভিযান শুরু করে রাজউক। শেষ হয় বিকেল চারটায়। অভিযানে প্রায় ১০০ পুলিশ সদস্য অংশ নেন। অভিযান শুরু হতেই শত শত স্থানীয় বাসিন্দা হাততালি দিয়ে এ উদ্যোগকে স্বাগত জানান। বেলা একটায় রাজউকের কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের নিয়ে রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট শারমিন আরা ডিআইটি পুকুরপাড়ে এসে পৌঁছান। এরপর মাইকিং করে দোকানপাট থেকে মালামাল সরাতে নির্দেশনা দেন।
বেলা দেড়টা থেকে বিকেল পৌনে চারটা পর্যন্ত অভিযান চালিয়ে শতাধিক স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়। তবে পুকুরপাড়ের পশ্চিম দিকে যে ভবনে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৪৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সাহানা আক্তারের কার্যালয় রয়েছে, সেই ভবনের সামনে এসে রাজউকের উচ্ছেদযন্ত্রটি থেমে যায়। একপর্যায়ে কাউন্সিলরের অনুসারীরা অভিযানে বাধা দেওয়ার চেষ্টা করলে পুলিশ সদস্যরা তাঁদের ধাওয়া দেন।
অভিযান চলাকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট শারমিন আরা সাংবাদিকদের বলেন, অবৈধ স্থাপনা উচ্ছেদে রাজউকের নিয়মিত অভিযানের অংশ হিসেবে ডিআইটি পুকুরপাড় ভরাট করে নির্মিত স্থাপনা ভাঙা হচ্ছে। জলাধার ভরাট করে যেসব স্থাপনা তৈরি করা হয়েছে, সেসব স্থাপনা অপসারণ করা হচ্ছে। বৈধ কাগজপত্র থাকলে তা দেখাতে মাইকিং করা হয়েছে, তবে কেউ দেখাতে পারেননি।
পরে স্থানীয় কাউন্সিলরের কার্যালয় যে ভবনে রয়েছে, ওই ভবন ও দোতলা আরেকটি স্থাপনা না ভেঙে অভিযান শেষ করার ঘোষণা দেওয়া হয়। তবে উচ্ছেদ অভিযান চলাকালে স্থানীয় কিছু যুবক বাধা দেওয়ার চেষ্টা করেছিলেন। তবে পুলিশ তাঁদের ধাওয়া দিলে তাঁরা চলে যান।
সাত দিনের মধ্যে কাউন্সিলকে তাঁর নিজের স্থাপনা সরাতে বলা হয়েছে। পাশাপাশি দোতলা ভবনটির মালিককে নিজ উদ্যোগে ভাঙতে সময় দেওয়া হয়েছে, তা না হলে আবার অভিযান চালিয়ে তা ভেঙে দেওয়া হবে। উচ্ছেদস্থলে থাকা রাজউকের দুজন কর্মকর্তা বলেন, স্থানীয় কাউন্সিলর হিসেবে তাঁর তো একটা মর্যাদা আছে। তাই তাঁকে নিজ দায়িত্বে স্থাপনা সরাতে সাত দিন সময় দেওয়া হয়েছে। পাশাপাশি আরেকটি স্থাপনায় তৈরি পোশাক কারখানার ভারী যন্ত্রপাতি থাকার কারণে ভবনের মালিককেও নিজ উদ্যোগে তা ভেঙে ফেলতে সাত দিন সময় দেওয়া হয়েছে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, জাকির হোসেন নামের এক ব্যক্তির কাছ থেকে ভাড়া নিয়ে ঢাকা সিটি করপোরেশনের সাবেক কমিশনার (ওয়ার্ড কাউন্সিলর) সাইদুর রহমান ওরফে সহিদ পুকুর ভরাট ও দখল করছেন। সাইদুর রহমান বর্তমান কাউন্সিলর সাহানা আক্তারের বাবা।
ডিআইটি প্লট পুকুর রক্ষার দাবিতে গত ২ জুন স্থানীয় ব্যক্তিরা মানববন্ধন কর্মসূচি পালন করতে চেয়েছিলেন। কিন্তু স্থানীয় কাউন্সিলরের সমর্থকদের হট্টগোলের কারণে সেদিন তা হয়নি। তবে আজ উচ্ছেদ অভিযান শুরুর আগে মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
মানববন্ধন কর্মসূচির আহ্বায়ক ইব্রাহিম আহম্মেদ পুকুর ভরাট করে নির্মিত স্থাপনাগুলো উচ্ছেদ করা হলেও স্থানীয় কাউন্সিলরের স্থাপনা ভেঙে না দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দা ইব্রাহিম আহম্মেদ। সর্বশেষ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে স্থানীয় কাউন্সিলর পদে সাহানা আক্তারের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে হেরে গিয়েছিলেন ইব্রাহিম।
এই অভিযানকে ‘প্রশ্নবিদ্ধ’ আখ্যা দিয়ে ইব্রাহিম বলেন, যে কাউন্সিলরের কার্যালয়কে কেন্দ্র করে পুকুর ভরাট এবং স্থাপনা নির্মাণ করা হয়েছে, সেই কাউন্সিলরের কার্যালয় ভেঙে না দেওয়ায় অভিযানটি প্রশ্নবিদ্ধ হলো। শাহানশাহ নামের আরেক স্থানীয় বাসিন্দা বলেন, ‘আমাদের প্রত্যাশা ছিল অন্য স্থাপনাগুলোর মতো কাউন্সিলের স্থাপনাও ভাঙা হবে। কিন্তু তা না হওয়ায় আমরা হতাশ।’
অভিযান শেষে পুলিশ সদস্যরা ফিরে যাওয়ার সময় তাঁদের ওপর ইটপাটকেল ছুড়ে হামলা চালানো হয়। এতে শ্যামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নজরুল ইসলাম ও তাঁর দেহরক্ষী কনস্টেবল মো. মহারাজ আহত হয়েছেন। মহারাজের মাথার এক জায়গায় কেটে গেছে। ওসি নজরুল ইসলাম জানিয়েছেন, মহারাজের মাথায় সেলাই লেগেছে। কারা এসব ইট পাটকেল মেরেছেন, তা ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ পর্যবেক্ষণ করে দেখা হবে।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
ইসরায়েলি বর্বর হামলায় গাজায় নিহত আরও ২৮ ফিলিস্তিনি
হাঁটতে পারছেন খালেদা জিয়া, দোয়া চাইলেন দেশবাসীর কাছে
মধ্যরাতে অনশনে যোগ দিলেন জবির অর্ধশতাধিক ছাত্রী
রিয়ালকে গোলবন্যায় ভাসিয়ে চ্যাম্পিয়ন বার্সা
গোলরক্ষক বীরত্বে ১০ জনের ইউনাইটেড হারাল আর্সেনালকে
৯ দফা বাস্তবায়নে পদক্ষেপ কতদূর?
মর্গের দুই লাশের দাবিদার দুই পরিবার,
আইনজীবীকে হত্যার হত্যাচেষ্টা: শেখ হাসিনা-জয়সহ ৯৩ জনের মামলা এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ
তথ্য থাকলেও সন্দেহজনক লেনদেনে দেরিতে ব্যবস্থা নিচ্ছে বিএফআইইউ!
সাবেক এমপি হেনরীর ৫৬ কোটি টাকার সম্পত্তি জব্দের নির্দেশ,
গ্যাসের দাম বাড়ানোর উদ্যোগে উৎকণ্ঠায় নারায়ণগঞ্জের ব্যবসায়ীরা
দেশে এইচএমপি ভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত
শাহজালাল বিমানবন্দরে বিমান বাহিনীর সদস্যদের অপসারণে আইনি নোটিশ
চকরিয়ায় পুলিশ-সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি: বসতবাতিতে আগুন, ওয়ার্ড মেম্বারসহ আহত ২
স্বাধীন সামরিক বাহিনী সংস্কার কমিশন গঠনের প্রস্তাব
শেখ হাসিনার চোখ ছিল শুধু ঢাকা থেকে টুঙ্গীপাড়া পর্যন্ত : সারজিস
শেখ হাসিনা ভারতের সাথে বৈষম্যমৃলক চূক্তি করেছিলেন-মৌলভীবাজারে সারজিস আলম
ব্র্যাক ব্যাংকের টপ টেন রেমিটেন্স অ্যাওয়ার্ড জয় ২০২৪ সালে ১.৬ বিলিয়ন ডলার রেমিটেন্স সংগ্রহ
ওসি মুহিবুল্লাহকে বাঁচাতে স্বজনদের মানববন্ধন
পাটগ্রাম সীমান্তে বাংলাদেশিকে লক্ষ্য করে বিএসএফের গুলি, আহত ১