কারাবন্দি আলেমদের দ্রুত মুক্তি না দিলে ফ্যাসিবাদী সরকারের পরিণাম শুভ হবে না বিক্ষোভ সমাবেশে যুব মজলিস নেতৃবৃন্দ
২৩ জুন ২০২৩, ০৫:৫২ পিএম | আপডেট: ২৩ জুন ২০২৩, ০৫:৫২ পিএম
ফ্যাসিবাদী সরকার মাওলানা মামুনুল হকসহ বহু আলেমকে দীর্ঘ দিন যাবত কারাবন্দি রেখে চরম মানবাধিকার লঙ্ঘন করছে। অবিলম্বে মাওলানা মামুনুল হকসহ কারাবন্দি সকল নেতা কর্মীদের মুক্তি দিতে হবে। কারাবন্দি আলেমদের দ্রুত মুক্তি না দিলে ফ্যাসিবাদী সরকারের পরিণাম শুভ হবে না। চীন-রাশিয়ার রশি ধরে ক্ষমতায় টিকি থাকা যাবে না। দেশবাসী নীল নকশার কোনো নির্বাচন বরদাশত করবে না। গ্রেফতার হামলা করে ক্ষমতায় টিকে থাকা যাবে না। আজ শুক্রবার বাদ জুমা বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেইটে বাংলাদেশ খেলাফত যুব মজলিসের উদ্যোগে দেশব্যাপী ঘোষিত কেন্দ্রীয় কর্মসূচী পালনে বিভিন্ন জেলায় বাধা ও গ্রেফতারের প্রতিবাদ এবং মাওলানা মুহাম্মাদ মামুনুল হক, কেন্দ্রীয় মজলিসে খাসের সদস্য মুফতি ওয়ালী উল্লাহ মাহমুদসহ গ্রেফতারকৃত নেতা-কর্মীদের নিঃশর্ত মুক্তির দাবীতে বিক্ষোভ সমাবেশে নেতৃবৃন্দ এসব কথা বলেন। কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক মাওলানা রাকিবুল ইসলামের পরিচালনায় সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি পরিষদ সদস্য মাওলানা আবুল হাসানাত জালালী।
সভাপতির বক্তব্যে মাওলানা আবুল হাসানাত জালালী বলেন, অনির্বাচিত এই সরকার মাওলানা মুহাম্মাদ মামুনুল হককে ২৫ মাস যাবত বিনাবিচারে কারাগারে বন্দি রেখেছে। আদালতে বিভিন্ন সাক্ষীর বক্তব্য জাতির সামনে স্পষ্ট করেছে তিনি সম্পূর্ণ নির্দোষ। বিচারের নামে প্রহসন করে তাকে আটকে রাখা হয়েছে। এই প্রহসন বন্ধ করুন।
সরকারকে হুঁশিয়ার করে তিনি বলেন, পরিস্থিতি বোঝার চেষ্টা করুন। ২০১৪ ও ২০১৮'র নির্বাচনে কারচুপি করে ক্ষমতা জবরদখল করে আছেন। চীন-ভারত বা কোন পরাশক্তির উপর ভর এবার আর পার পাবেন না। জনগণের ক্ষমতা জনগণের হাতে ফিরিয়ে দিন। দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচিতে প্রশাসনিক বাঁধার প্রতিবাদ জানিয়ে তিনি আরো বলেন, গণতান্ত্রিক রাষ্ট্রে সভা সমাবেশের অনুমতি পাওয়া সকল রাজনৈতিক দলের মৌলিক অধিকার। আমাদের দাবিতে শুধু মাওলানা মুহাম্মাদ মামুনুল হকের নাম থাকায় অনুমতি দেয়া হয় না। বিভিন্ন জায়গায় হামলা-মামলা করা হচ্ছে। যুব মজলিস খুলনা মহানগরের মিছিল থেকে কেন্দ্রীয় নেতা মুফতি ওয়ালী উল্লাহ মাহমুদসহ ৫ জনকে বিনা ওয়ারেন্টে গ্রেফতার করা হয়েছে। আমরা তাদের নিঃশর্ত মুক্তি চাই। আমাদের সভা সমাবেশ করার অধিকার ফিরে পেতে চাই। সমাবেশ থেকে ১৪ জুলাই মাওলানা মামুনুল হকের মুক্তির দাবিতে থানায় থানায় মানববন্ধনের কর্মসূচী ঘোষণা করা হয়। সমাবেশে আরো বক্তব্য রাখেন, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা ফজলুর রহমান, কেন্দ্রীয় প্রশিক্ষণ ও বায়তুল মাল সম্পাদক মাওলানা জহিরুল ইসলাম, কেন্দ্রীয় সমাজকল্যাণ সম্পাদক মাওলানা শরীফ হুসাইন,কেন্দ্রীয় খাসের সদস্য মাওলানা জাহিদুজ্জামান ও বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি মোল্লা মুহাম্মাদ খালিদ সাইফুল্লাহ। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল পল্টন মোড় প্রদক্ষিণ করে বাংলাদেশ খেলাফত মজলিস কার্যালয়ে এসে দোয়ার মাধ্যমে সমাপ্ত হয়।
বিক্ষোভ সমাবেশ ও মিছিলে আরো উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগরীর সভাপতি মাওলানা মীর আহমাদুল্লাহ, ঢাকা জেলা দক্ষিণের সভাপতি মুহাম্মাদ জাকির হুসাইন, ঢাকা মহানগরীর বাইতুল মাল সম্পাদক মাওলানা আব্দুল্লাহ আশরাফ, সাংগঠনিক সম্পাদক মাওলানা মুর্শিদুল আলম সিদ্দিক, দপ্তর সম্পাদক মুফতি শহিদুল ইসলাম, খেলাফত ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি পরিষদ সদস্য মুহাম্মাদ কামাল উদ্দীন ও মুহাম্মাদ আব্দুল আজিজসহ যুব মজলিস ও ছাত্র মজলিসের বিভিন্ন স্তরের জনশক্তিবৃন্দ।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
আরও পড়ুন
প্রোটিয়াদের হোয়াইট ওয়াশ করে পাকিস্তানের ইতিহাস
৯ গোলের উৎসবে লিভারপুলের বড় জয়
বড়দিনের ছুটির আগে রিয়ালের বড় জয়
ঘরের মাঠেই বিধ্বস্ত ইউনাইটেড
গোলশূন্য ড্রয়ে থামল চেলসির জয়রথ
এনার্জিপ্যাকের বার্ষিক সাধারণ সভায় ব্যবসায়িক প্রবৃদ্ধির সম্ভাবনার ওপর গুরুত্বারোপ
আমার খাবার কি ফর্টিফায়েড?
হাসিনা পরিবারের নামে ১৩ বিশ্ববিদ্যালয়, ইউজিসি তাকিয়ে আছে সরকারের দিকে
ব্র্যাক ব্যাংকের রেমিটেন্স অ্যাওয়ার্ড অর্জন
দিনাজপুর জেলা শিক্ষা অফিসারের বিদায়ী সংবর্ধনা
নরসিংদীর শিবপুরে প্লাস্টিক কারখানা আগুনে পুড়ে ছাই
ডিসেম্বরে রেমিট্যান্স শূন্য যে ১০ ব্যাংকে
বিএনপি নির্বাচন ছাড়া ক্ষমতায় আসতে চায় না: আব্দুস সালাম
সরকারের আশ্বাসে শাহবাগ থেকে সরে গেলেন বিএসএমএমইউ ট্রেইনি চিকিৎসকরা
সাকাকে হারিয়ে চিন্তিত আর্সেনাল কোচ
৩১ ডিসেম্বরের মধ্যে নির্বাচন ব্যবস্থা সংস্কারের প্রস্তাব জমা হবে : বদিউল আলম মজুমদার
সিনিয়র সচিব ড. নাসিমুল গনিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বদলী
মানিকগঞ্জের ঘিওরে ছাত্রদল নেতা লাভলু হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন
বঙ্গবাজার পুড়ে যাওয়া মামলায় একজন গ্রেফতার
জনগণের প্রত্যাশা পূরণে অন্তর্বর্তীকালীন সরকার ধীর গতিতে চলছে: আমিনুল হক