জানি, অনেক চক্রান্ত-ষড়যন্ত্র আছে : শেখ হাসিনা
২৩ জুন ২০২৩, ০৮:৩৭ পিএম | আপডেট: ২৪ জুন ২০২৩, ১২:০১ এএম
আওয়ামী লীগের বিরুদ্ধে অনেক চক্রান্ত ও ষড়যন্ত্র আছে বলে মন্তব্য করেছেন দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, সবাইকে নিজেকে কাজ করতে হবে। বাংলাদেশকে নিয়ে যাতে কেউ আর ছিনিমিনি খেলতে না পারে। আমি জানি, অনেক চক্রান্ত আছে, ষড়যন্ত্র আছে। কিন্তু আওয়ামী লীগ সরকারে থাকলে জনগণ লাভবান হয়, জনগণের ভাগ্য পরিবর্তন হয় সেটা প্রমাণিত সত্য। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে অনুষ্ঠিত আলোচনা সভায় তিনি এমন মন্তব্য করেছেন।
এ সময় সবাইকে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, কারো এক ইঞ্চি জমি যাতে খালি না থাকে। যে যেখানে যা পারেন উৎপাদন করেন, ফসল ফলান। নিজেরা খাবেন, বিক্রি করবেন, বিদেশে আমরা রপ্তানী করতে পারবো। আমি নিজেরাও বলার আগেই শুরু করে দিয়েছি। গণভবন এখন কৃষিপণ্য উৎপাদনের ক্ষেত্র বলে এ সময় মন্তব্য করেন তিনি।
নিজ বক্তব্যে প্রধানমন্ত্রী বিএনপি আমলের সঙ্গে তাঁর সরকারের আমলে বিভিন্ন সেক্টরে তুলনামূলক উন্নয়ন কার্যক্রম তুলে ধরেন। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে মানুষের ভাগ্যের পরিবর্তন হয় উল্লেখ করেন শেখ হাসিনা। তিনি বলেন, প্রতিটি মানুষের মৌলিক চাহিদা আমরা পূরণ করে যাচ্ছি,জাতির পিতার স্বপ্ন বাস্তবায়ন করে যাচ্ছি।
তিনি বলেন, এক সময় এ দেশের মানুষের নুন-ভাত জুটাতে কষ্ট হতো। তারা একটু নুন-ভাত চাইতো। তারপরে আসলো ডাল-ভাত। অন্তত মানুষকে আমরা এমন পর্যায়ে আনতে পেরেছি যে, এখন নুন-ভাত, ডাল-ভাত নয়, মাংস পাচ্ছে না সেটা নিয়ে কথা আসছে। অন্তত নুন-ভাত, ডাল-ভাত থেকে মানুষের চাহিদা তো মাংসতে উঠেছে। তিনি আরো বলেন, আমি জানি, মাংসের দাম বেড়েছে। কিন্তু মানুষের মাংস-ভাত খাওয়ার যোগ্যতা বা সেই সামর্থ্য সেটা তো স্বীকার করতে হবে। অন্তত এই জায়গা আনতে পেরেছি। চাহিদা তো বাড়াতে পেরেছি। বাড়াতে যেহেতু পেরেছি পূর্ণ করতে পারব। এতে কোনো সন্দেহ নেই।
‘আওয়ামী লীগের প্রতিষ্ঠাই হয়েছিল দেশের মানুষের রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতি মুক্তি অর্জনের লক্ষ্য নিয়ে।’ এমন উল্লেখ করে আওয়ামী লীগ সভাপতি বলেন,আওয়ামী লীগ প্রতিষ্ঠা হয়েছে জনগণের দ্বারা, জনগণের জন্য এবং জনগণের সেবা করাই আওয়ামী লীগের কাজ। আমরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন বাস্তবায়নে অনেক দূর এগিয়ে গেছি। ২০২৬ সালের মধ্যে উন্নয়নশীল দেশের মর্যাদা পাব, আমাদের উৎপাদন বৃদ্ধি অব্যাহত রাখতে হবে। স্বাক্ষরতা বৃদ্ধির হার অব্যাহত রাখতে হবে, অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি করতে হবে।
তিনি বলেন, একটি দু:সময় যাচ্ছে আমি জানি, মানুষের দু;খ, দুর্দশা লাঘবের জন্য প্রানপন চেষ্টা করতে হবে। আশেপাশের যারা বিত্তশালী আছেন,আমি আবারও তাদের বলবো আপনাদের চারপাশের মানুষের দিখে খেয়াল রাখবেন। আমরা কিন্তু বস্তিবাসীদের ফ্লাট বানিয়ে দিচ্ছি। হরিজন যারা পরিচ্ছন্নতা কর্মী তাদেরও ফ্লাট করে দিচ্ছি। জলবায়ায়ু পরিবর্তন এ যারা ক্ষতিগ্রস্ত তাদেরও আমরা ফ্লাট করে দিচ্ছি। কোন মানুষ অস্বাস্থ্যকর ভাবে থাকবে না। সবাইকে আমরা ঘর বাড়ি তৈরি করে সুন্দর ভাবে বাঁচার ব্যবস্থা করে দেব।
সভায় বক্তব্য রাখেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ, দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, দলের সভাপতিমন্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান প্রমুখ।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
আরও পড়ুন
প্রোটিয়াদের হোয়াইট ওয়াশ করে পাকিস্তানের ইতিহাস
৯ গোলের উৎসবে লিভারপুলের বড় জয়
বড়দিনের ছুটির আগে রিয়ালের বড় জয়
ঘরের মাঠেই বিধ্বস্ত ইউনাইটেড
গোলশূন্য ড্রয়ে থামল চেলসির জয়রথ
এনার্জিপ্যাকের বার্ষিক সাধারণ সভায় ব্যবসায়িক প্রবৃদ্ধির সম্ভাবনার ওপর গুরুত্বারোপ
আমার খাবার কি ফর্টিফায়েড?
হাসিনা পরিবারের নামে ১৩ বিশ্ববিদ্যালয়, ইউজিসি তাকিয়ে আছে সরকারের দিকে
ব্র্যাক ব্যাংকের রেমিটেন্স অ্যাওয়ার্ড অর্জন
দিনাজপুর জেলা শিক্ষা অফিসারের বিদায়ী সংবর্ধনা
নরসিংদীর শিবপুরে প্লাস্টিক কারখানা আগুনে পুড়ে ছাই
ডিসেম্বরে রেমিট্যান্স শূন্য যে ১০ ব্যাংকে
বিএনপি নির্বাচন ছাড়া ক্ষমতায় আসতে চায় না: আব্দুস সালাম
সরকারের আশ্বাসে শাহবাগ থেকে সরে গেলেন বিএসএমএমইউ ট্রেইনি চিকিৎসকরা
সাকাকে হারিয়ে চিন্তিত আর্সেনাল কোচ
৩১ ডিসেম্বরের মধ্যে নির্বাচন ব্যবস্থা সংস্কারের প্রস্তাব জমা হবে : বদিউল আলম মজুমদার
সিনিয়র সচিব ড. নাসিমুল গনিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বদলী
মানিকগঞ্জের ঘিওরে ছাত্রদল নেতা লাভলু হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন
বঙ্গবাজার পুড়ে যাওয়া মামলায় একজন গ্রেফতার
জনগণের প্রত্যাশা পূরণে অন্তর্বর্তীকালীন সরকার ধীর গতিতে চলছে: আমিনুল হক