কর্মসূচির নামে জনদুর্ভোগ সৃষ্টি যেন না করা হয় : স্বরাষ্ট্রমন্ত্রী
২৭ জুলাই ২০২৩, ০৪:১১ পিএম | আপডেট: ২৭ জুলাই ২০২৩, ০৪:১১ পিএম
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, রাজনৈতিক দলের কর্মসূচি পালনে আমাদের পক্ষ থেকে কোনো বাধা নেই। তবে তারা যেন নিয়মশৃঙ্খলা মেনে চলেন। দেশের আইন মেনে চলেন এবং কোনো রকম ধ্বংসাত্মক কর্মকাণ্ড ও জনদুর্ভোগ সৃষ্টি না করেন।
বৃহস্পতিবার (২৭ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, আমাদের আইনশৃঙ্খলা বাহিনী এখন অনেক দক্ষ। রাত-দিন পরিশ্রম করে তারা দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। প্রধানমন্ত্রী দেশকে এগিয়ে নিতে যে স্বপ্ন দেখছেন সেটা বাস্তবায়ন করতে তারাও সহযোগিতা করছেন। সুতরাং আমি আবারও স্মরণ করিয়ে দিতে চাই, কর্মসূচির নামে রাজনৈতিক দলগুলো যেন কোনোভাবেই ভাংচুর বা জনদুর্ভোগ সৃষ্টি না করে। তিনি বলেন, যদি তারা এটা মেনে না চলেন তাহলে আমাদের আইনশৃঙ্খলা বাহিনীও তাদের ওপর অর্পিত দায়িত্ব পালন করবে।
আসাদুজ্জামান খান বলেন, বিএনপি রাস্তায় সমাবেশের অনুমতি চাইলেও সেটা দেওয়া হয়নি। আমরা সবসময় পুলিশের পক্ষ থেকে অনুরোধ করি এ ধরনের কর্মসূচিতে যেন রাজপথ বর্জন করা হয়। আমাদের পরিস্কারবার্তা- রাজপথে জনদুর্ভোগ সৃষ্টি করে সমাবেশ করা থেকে বিরত থাকতে হবে। এরপরেও তারা যদি রাজপথে কর্মসূচি পালন করে তাহলে অনুরোধ থাকবে কোনোভাবেই যেন সহিংসতার সৃষ্টি না হয়। কারা কোথায় সমাবেশ করবে আমরা এখনো অফিসিয়ালি জানি না। আমরা দুই দলকেই অফিসিয়ালি অনুরোধ করেছি মাঠে সমাবেশ করতে। মাঠে যদি তাদের সমাবেশ করতে অসুবিধা থাকে তাহলে পরবর্তীতে আমরা বিষয়টি বিবেচনায় নেব।
আওয়ামী লীগ-বিএনপি, দুই দলকেই রাজধানীতে সমাবেশ করতে একই শর্ত বেঁধে দেওয়া হবে বলে উল্লেখ করে মন্ত্রী বলেন, দুটি দল কোথায় সমাবেশ করবে সেই অনুমতি এখনো দেওয়া হয়নি। সমাবেশ কোথায় হবে এটা নিয়ে আমরা বসব। এ বিষয় দুই দলকেই আমরা শর্ত দিয়ে দেবো।
একই দিনে দুই রাজনৈতিক দলের কর্মসূচি নিয়ে তিনি বলেন, আমরা সবসময় রাজনৈতিক দলগুলোকে বলে দেই তারা কি করতে পারবেন এবং কি করতে পারবেন না। একই দিনে দুই দলের সমাবেশ কেন হয়, সে বিষয়ে বলার আমি কেউ না। এটা রাজনৈতিক সিদ্ধান্ত।
মাদক নিয়ে সরকার জিরো টলারেন্স নীতিতে এগিয়ে যাচ্ছে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা মাদকের উৎপাদন করি না। দেশে মাদকের অনুপ্রবেশ নিয়ে সরকার কঠোর অবস্থানে আছে। মাদকের অনুপ্রবেশ ঠেকাতে আমাদের বিজিবি এবং কোস্টগার্ডকে শক্তিশালী করাসহ উন্নত সরঞ্জাম সরবরাহ করা হচ্ছে৷ ২০৪০ সালের ভিশন পূরণে মাদক যেন কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে আমরা শক্ত অবস্থানে রয়েছি।
তিনি বলেন, বহু আগে থেকেই মাদক আমাদের বিভিন্ন সমস্যার কারণ হয়ে দেখা দিয়েছে। এরইমধ্যে আমাদের দেশে অনেক সর্বনাশী মাদক চলে এসেছে। আমরা মাদক তৈরি করি না; কিন্তু আমাদের প্রতিবেশী কিংবা অন্য দেশ থেকে আসা মাদকের সবচেয়ে খারাপ দিকের শিকার হচ্ছি আমরা।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
কমলনগরের রেমিট্যান্স যোদ্ধার আবুধাবিতে মৃত্যু
ফুলপুরে ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থানের জন্য নগদ অর্থ ও উপকরণ বিতরণ
চবিতে পরীক্ষা দিতে এসে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক কর্মী আটক
আনসার ভিডিপি দেশপ্রেম, মানবিকতা ও জনগণের প্রতি দায়বদ্ধতার প্রতীক
দেশে বেকার সংখ্যা ২৬ লাখ ৬০ হাজার
সোহাগ পরিবহনের হেলপার হত্যার দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড
তবে কি গোপনেই বিয়ে সেরে ফেললেন অঙ্কুশ-ঐন্দ্রিলা
সোনারগাঁওয়ে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে প্রাচীর নির্মাণ করে জমি দখল
কুমিল্লার মুরাদনগরে কৃষি জমি রক্ষায় প্রশাসনের মতবিনিময়
থাইল্যান্ডে হাতির আক্রমণে মর্মান্তিক মৃত্যু স্প্যানিশ পর্যটকের
মাদারীপুরে ইউপি সচিবকে ঘুষি মারলেন চেয়ারম্যান
৫০ বছরে পদার্পণ করল মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ
ভয়াবহ তুষার ঝড়ের কবলে যুক্তরাষ্ট্র
নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে ৪ দল চূড়ান্ত
ঠাকুরগাঁওয়ে সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ও শীতবস্ত্র বিতরণ
হেলস-সাইফ টর্নেডোয় সিলেটকে উড়িয়ে রংপুরের চারে চার
ছত্তিশগড়ে মাওবাদীদের হামলায় ৮ সেনাসহ নিহত ৯
কয়েক দিন সাগরে ভাসার পর অবশেষে ইন্দোনেশিয়ায় পৌঁছাল ২৬৪ রোহিঙ্গা
গুরুদাসপুরে পুকুরে ডুবে বৃদ্ধা নারীর মৃত্যু
মেট্রোরেল সেবায় ভ্যাট অব্যাহতি