তুমুল হই চইয়ের মধ্যে এজলাস ছাড়লেন দুই বিচারপতি
২৮ আগস্ট ২০২৩, ১১:৫৩ এএম | আপডেট: ২৮ আগস্ট ২০২৩, ০৩:১৮ পিএম
বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য ইউটিউবসহ সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে অপসারনের নির্দেশকে কেন্দ্র করে তুমুল হট্টগোল হয়েছে হাইকোর্টে। হৈ চৈয়ের একপর্যায়ে এজলাস ছেড়ে চলে যান দুই বিচারপতি।
আজ (সোমবার) বিচারপতি মো: খসরুজ্জামান এবং বিচারপতি মো: খায়রুল আলমের ডিভিশন বেঞ্চে এ ঘটনা ঘটে।
আইনের দৃষ্টিতে ‘পলাতক’ বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য ও বিবৃতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও ইউটিউব থেকে অপসারণ করতে বিটিআরসিকে কার্যকর পদক্ষেপ নিতে রিট মঞ্জুর হয়। এ পরপরই হট্টগোলের ঘটনা ঘটে।
এর আগে সকাল সাড়ে ১০ টার দিকে বিচারপতি মো: খসরুজ্জামান এবং বিচারপতি মো: খায়রুল আলমের ডিভিশন বেঞ্চ আবেদন মঞ্জুর করেন। এরপর আদালতে উপস্থিত হয়ে এ নিয়ে আপত্তি জানান বিএনপিপন্থি আইনজীবীরা। সকাল ১০টা ৪০ মিনিটের দিকে বিএনপিপন্থী আইনজীবীরা আদালতের উদ্দেশে বলেন, প্রধান বিচারপতির কাছে অন্য আদালতে এ সংক্রান্ত রিটটি বদলির জন্য গতকাল আবেদন দেয়া হয়েছে। এ অবস্থায় আদেশ দেয়া সমীচীন নয়। আবেদনটি (তারেক রহমানের বক্তব্য সরাতে করা) নথিভুক্ত রাখেন। অপেক্ষা করুন। রিট আবেদনকারীর পক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও বিটিআরসির আইনজীবী কথা বলেন। ‘এটি কি? কি হচ্ছে?’
পরে আবেদন মঞ্জুর করা নিয়ে আবার আপত্তি তোলেন তারেক রহমানের আইনজীবীরা। তখন আদালত বলেন, আপনাদের সবার বলা শেষ হলে কিছু বলব। এ সময় তারেক রহমানের এক আইনজীবী বলেন, ইটস লাইক অ্যা গেম শো। আদালত বলেন, ‘আমরা একটু বলি। তখন তারেক রহমানের আইনজীবীরা বলেন, নো মাই লর্ড!
একপর্যায়ে বেঞ্চের নেতৃত্বদানকারী বিচারপতির উদ্দেশে বিএনপিপন্থী এক আইনজীবী বলেন, আমরা না বললে মানুষ ভুল বুঝবে। তখন আদালত বলেন, ভুল বুঝবে না। প্রধান বিচারপতির কাছে দেয়া আবেদন সম্পর্কে আপনি অবহিত নন ? দরখাস্তটি আপনি দেখবেন না, অথচ আবেদন সম্পর্কে আপনি অবগত।
এর একপর্যায়ে হইচই শুরু হয়। আদালত বলেন, আপনাদের বলা শেষ হলো আমরা বলব। বেঞ্চের সভাপতিত্বকারী (প্রিজাইডিং জাস্টিস) বিচারপতিকে উদ্দেশ করে তারেক রহমানের এক আইনজীবী বলেন, আপনাকে বলতে হবে, যে আপনি দরখাস্ত সম্পর্কে জানেন কী না? আপনি বলে দেন আমরা যাই বলি না কেন, আপনি রায় দেবেন। তাহলে আমরা এখানে দাঁড়াব না। মিডিয়াতে যাবে। একপর্যায়ে ডেপুটি অ্যাটর্নি জেনারেল বলেন, তারা (তারেক রহমানের আইনজীবী) মিডিয়া ট্রায়াল চাইছেন।
আদালত বলেন, আদেশ দেয়ার আগে যদি আপনারা একটু বলতেন। এ সময় উচ্চ স্বরে তারেক রহমানের আইনজীবীরা বলেন, বলা হয়েছে ! বলা হয়েছে!! কোর্টের সামনে পুলিশ মোতায়েন করা রয়েছে।
এ সময় কয়েকজন সরকারপক্ষীয় আইন কর্মকর্তা বলেন, এটি কোর্ট। এখানে শাউটিং করা যাবে না। তখন তারেক রহমানের একজন আইনজীবী প্রশ্ন করেন, হু ইজ হি? এরপর পরই আবার শুরু হয় হইচই ও হট্টগোল।
হইচইয়ের মধ্যে একপর্যায়ে আদালত বলেন, আদেশ দেয়া হয়েছে। সংক্ষুব্ধ হলে আপনারা আপিল বিভাগে যেতে পারেন।
এ সময় বিচারপতিকে উদ্দেশ করে তারেক রহমানের আইনজীবীরা বলেন, আপনি বায়াস (প্রভাবিত)। আপনার প্রতি আস্থা নেই। তখন বিচারপতিদ্বয়ের উদ্দেশে একজন আইন কর্মকর্তা বলেন, আপনাকে কেউ জোর করে আদেশ নিতে পারবে না। তাকে উদ্দেশ করে তারেক রহমানের একাধিক আইনজীবী উচ্চ স্বরে বলেন, এই চুপ, চুপ ! তখন বিচারকদের উদ্দেশে ওই আইন কর্মকর্তা বলেন, আপনারা আপনাদের মতো করে কোর্ট চালাবেন। ক্রম অনুসারে মামলা ডাকা হোক। এ নিয়ে একপর্যায়ে দু’পক্ষের মধ্যে তর্ক, তুমুল হট্টগোল আরম্ভ হয়।
তখন আদালত বলেন, আমরা আদেশ দিয়েছি। এখন নিয়মিত আইটেমে (কার্যতালিকায় থাকা অন্য মামলা) যাই।
এতে আপত্তি জানিয়ে তারেক রহমানের আইনজীবীরা ' নো' ' নো' বলতে থাকেন। রিটটি কার্যতালিকা থেকে বাদ দিন। আদেশ প্রত্যাহার করুন। বিচারপতির উদ্দেশে তারেক রহমানের একজন আইনজীবী বলেন, আপনি এনার্কি তৈরি করছেন জুডিশিয়ারিতে। এতে আপত্তি জানান একাধিক আইন কর্মকর্তা। তারেক রহমানের আইনজীবীদের কয়েকজন ' সেইম' ' সেইম' বলেন। এ সময় দুপক্ষের মধ্যে কিছুক্ষণ তর্ক-বিতর্ক হয়।
এর একপর্যায়ে ১০ টা ৫৫ মিনিটের দিকে এজলাস ছেড়ে চলে যান দুই বিচারপতি। এ সময় বিচারপতির দিকে একজন আইনজীবীকে কার্যতালিকা ছুড়ে মারেন। এরপর এজলাসে আসেননি দুই বিচারপতি। বেলা সোয়া ১ টা পর্যন্ত এসলাসের ভেতর অবস্থান করেন তারেক রহমানের আইনজীবীরা।
আদালতে রিটের পক্ষে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট কামরুল ইসলাম ও অ্যাডভোকেট সানজিদা খানম। তারেক রহমানের পক্ষে ব্যারিস্টার কায়সার কামাল, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, ব্যারিস্টার বদরুদ্দোজা, মো: রূহুল কুদ্দুস, গাজী কামররুল ইসলাম সজল কথা বলেন। অন্যদিকে ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার ও কামরুল হক খান, সহকারী অ্যাটর্নি জেনারেল এস.আর সিদ্দিকী সাইফ প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত: ২০১৫ সালের ৬ জানুয়ারি আওয়ামীলীগ নেত্রী অ্যাডভোকেট নাসরিন সিদ্দিকী লিনা বাদী হয়ে এ রিট করেন। প্রাথমিক শুনানি নিয়ে পরদিন হাইকোর্ট রুলসহ আদেশ দেন। রিটে আইনের দৃষ্টিতে ‘পলাতক’ অবস্থায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কোনো ধরণের বক্তব্য-বিবৃতি সব ধরণের গণমাধ্যমে প্রচার ও প্রকাশ নিষিদ্ধ করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেয়া হয়। সম্প্রতি তারেক রহমানের নির্দেশনায় বেশ কিছু সফল কর্মসূচি পালন করে বিএনপি। এসব সমাবেশে রেকর্ড সংখ্যক মানুষের সম্পৃক্ততা ও উপস্থিতি লক্ষ্য করা যায়। এ সময় বিভিন্ন সমাবেশে তারেক রহমানের বক্তব্য প্রচার করা হয়। এর পরপরই ৮ বছর আগে করা রিটের রুল শুনানির উদ্যোগ নেন আইনজীবীরা। রিটকারীর আবেদনের প্রেক্ষিতে রুল শুনানির জন্য হাইকোর্টের কার্যতালিকায় ওঠে রিটটি। এ ধারাবাহিকতায় চলতি মাসের শুরুতে বিষয়টি আদালতের কার্যতালিকায় ওঠে। বিদেশে থাকায় তারেক রহমানের প্রতি নোটিশ জারি না হয়ে ২ আগস্ট তা ফেরত আসে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা যায়। রিটে বিবাদী হিসেবে তারেক রহমানের উল্লেখিত ঠিকানা (বাড়ি নম্বর-৬, রুম নম্বর-৮৬) সঠিক নয়-মর্মে উল্লেখ করা হয়।
পরে আবেদনকারীপক্ষকে রিটে উল্লেখিত ঠিকানা সংশোধনের জন্য আবেদন দিতে বলেন। ওইদিনই হলফনামা আকারে বিবাদী হিসেবে তারেক রহমানের উল্লেখিত ঠিকানা সংশোধন এবং তার প্রতি নোটিশ জারির (রুল) জন্য আবেদন জমা দেন রিট আবেদনকারী। গত ১৩ আগস্ট হাইকোর্ট ওই রিট সূত্রে উল্লেখিত সংশোধিত ঠিকানায় (বাড়ি নং ৬, সড়ক-৮৬, গুলশান-২) বিবাদী তারেক রহমানের প্রতি বিশেষ বার্তাবাহকের মাধ্যমে নোটিশ জারি করতে নির্দেশ দেন। এরপর তারেক রহমানের বক্তব্য ও বিবৃতি সামাজিক যোগাযোগ মাধ্যম ও ইউটিউব থেকে সরাতে কার্যকর পদক্ষেপ নিতে বিটিআরসির প্রতি নির্দেশ চেয়ে সম্পূরক আবেদন করে রিট আবেদনকারী। এটি মঞ্জুর করে আজ উপরোক্ত আদেশ দেন হাইকোর্ট।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
৯ দফা বাস্তবায়নে পদক্ষেপ কতদূর?
মর্গের দুই লাশের দাবিদার দুই পরিবার,
আইনজীবীকে হত্যার হত্যাচেষ্টা: শেখ হাসিনা-জয়সহ ৯৩ জনের মামলা এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ
তথ্য থাকলেও সন্দেহজনক লেনদেনে দেরিতে ব্যবস্থা নিচ্ছে বিএফআইইউ!
সাবেক এমপি হেনরীর ৫৬ কোটি টাকার সম্পত্তি জব্দের নির্দেশ,
গ্যাসের দাম বাড়ানোর উদ্যোগে উৎকণ্ঠায় নারায়ণগঞ্জের ব্যবসায়ীরা
দেশে এইচএমপি ভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত
শাহজালাল বিমানবন্দরে বিমান বাহিনীর সদস্যদের অপসারণে আইনি নোটিশ
চকরিয়ায় পুলিশ-সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি: বসতবাতিতে আগুন, ওয়ার্ড মেম্বারসহ আহত ২
স্বাধীন সামরিক বাহিনী সংস্কার কমিশন গঠনের প্রস্তাব
শেখ হাসিনার চোখ ছিল শুধু ঢাকা থেকে টুঙ্গীপাড়া পর্যন্ত : সারজিস
শেখ হাসিনা ভারতের সাথে বৈষম্যমৃলক চূক্তি করেছিলেন-মৌলভীবাজারে সারজিস আলম
ব্র্যাক ব্যাংকের টপ টেন রেমিটেন্স অ্যাওয়ার্ড জয় ২০২৪ সালে ১.৬ বিলিয়ন ডলার রেমিটেন্স সংগ্রহ
ওসি মুহিবুল্লাহকে বাঁচাতে স্বজনদের মানববন্ধন
পাটগ্রাম সীমান্তে বাংলাদেশিকে লক্ষ্য করে বিএসএফের গুলি, আহত ১
ওয়ান টাইম প্লাস্টিক বন্ধে ক্ষতিগ্রস্ত হবে ৬ হাজার প্রতিষ্ঠান: বিপিজিএমইএ
চলমান সংস্কার গতিশীল করতে হবে, যাতে কেউ প্রশ্ন তুলতে না পারে : মান্না
ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় তিন দিনে মোট ১১ জন নিহত, আহত ৩৫
বিধ্বংসী শতকে লিটনের জবাব, ঝড়ো সেঞ্চুরি তানজিদেরও, বিপিএলে রেকর্ড
ঐক্যবদ্ধ থাকলে কোন ষড়যন্ত্রকারী বিএনপির ক্ষতি করতে পারবে না : আমিনুল হক