ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের বিক্ষোভে পুলিশের হামলা, অসংখ্য নেতাকর্মী গ্রেফতার
০৮ সেপ্টেম্বর ২০২৩, ০৬:১৭ পিএম | আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০২৩, ০৬:১৭ পিএম
আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কুরআন শহীদ আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর জানাযায় বাধা, কেয়ারটেকার সরকার প্রতিষ্ঠা করে অবাধ ও সুষ্ঠু নির্বাচন, নেতৃবৃন্দের মুক্তি ও সারাদেশে নেতা-কর্মীদের গ্রেফতারের প্রতিবাদে আজ শুক্রবার রাজধানীর যাত্রাবাড়ীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ। কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি রাজধানীর যাত্রাবাড়ী কাঁচাবাজার থেকে শুরু হয়ে আশেপাশের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্রতিবাদ সমাবেশের মাধ্যমে শেষ হয়।
মিছিল ও সমাবেশে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর এডভোকেট ড. হেলাল উদ্দিন, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি যথাক্রমে কামাল হোসাইন ও ড. আব্দুল মান্নান, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য অধ্যাপক মোকাররম হোসাইন খান, মাওলানা আবু সাদিক, ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য বিশিষ্ট শ্রমিক নেতা আব্দুস সালাম, কামরুল আহসান, ইসলামী ছাত্রশিবিরের ঢাকা মহানগরী দক্ষিণের সভাপতি তৌহিদুল ইসলাম, ঢাকা মহানগরী পূর্বের সভাপতি তাকরিম হাসান, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সভাপতি মোহাম্মদ আব্দুল্লাহ, ঢাকা কলেজ সভাপতি সহ জামায়াতে ইসলামীর বিভিন্ন থানা আমীর-সেক্রেটারী সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, ক্ষমতাসীন আওয়ামী সরকার এদেশের মানুষের নাগরিক অধিকারকে হরণ করে গনতন্ত্রকে হত্যা করেছে। ভোটের অধিকার ফিরিয়ে আনা এটা শুধু জামায়াতের দাবি নয়, এটা গোটা বাংলাদেশের জনগণের দাবি। ফলে নিজেদের ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠায় দেশের জনগণ আজ রাজপথে নামতে বাধ্য হয়েছে। আজ দেশের জনগণ পরিবর্তন চাই, এই স্বৈরাচারী সরকারের হাত থেকে মুক্তি চাই। অথচ অবৈধভাবে ক্ষমতায় বসে থাকা এই জুলুমবাজ সরকার তা হতে দিতে চাই না। তারা নির্বাচনের তফসিল ঘোষণার নাটক মঞ্চস্থ করে জনগণের আন্দোলনকে ভিন্নদিকে প্রবাহিত করার ষড়যন্ত্রে লিপ্ত। কিন্তু জনগণ এবার তা আর হতে দিবে না। তীব্র গণ-আন্দোলনের মাধ্যমে এই সরকারের পতন ঘটিয়ে তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা করে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করা হবে ইনশাআল্লাহ। তিনি জনগণের ন্যায্য অধিকার আদায়ের আন্দোলনে সকলকে ঐক্যবদ্ধভাবে রাজপথে ভূমিকা পালনের উদাত্ত আহ্বান জানান।
তিনি আরও বলেন, আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর জানাজা ঢাকায় করতে না দেওয়া এবং সারাদেশে তার গায়েবানা জানাজায় বাঁধা প্রদান, গণগ্রেফতার, গুলিবর্ষণ ও হত্যার ঘটনা পৃথিবীর ইতিহাসে ঘৃণ্য, বর্বরোচিত ও ন্যাক্কারজনক উদাহরণ সৃষ্টি করেছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আমরা পরিস্কারভাবে বলে দিতে চাই, বাংলাদেশ জামায়াতে ইসলামীকে জুলুম নির্যাতন চালিয়ে ও পেশীশক্তি দিয়ে এদেশ থেকে নিঃশেষ করা যাবে না। বরং জামায়াত আরও বেশী শক্তি নিয়ে জনগণের অধিকার আদায়ের সংগ্রামে ঝাপিয়ে পড়বে। সরকার জামায়াত নেতৃবৃন্দকে গ্রেফতার করে জনগণের এই আন্দোলন বন্ধ করতে চায়। আমরা অবিলম্বে আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান, সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, নায়েবে আমীর আনম শামসুল ইসলাম, সহঃ সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান, সেলিম উদ্দিন সহ কারাবন্দি সকল নেতাকর্মীদের মুক্তির দাবি জানাচ্ছি। অন্যথায় রাজপথের আন্দোলনে এই ফ্যাসিস্ট সরকারের পতন ঘটিয়ে সকল নেতা-কর্মীকে মুক্ত করা হবে ইনশাআল্লাহ।
মিছিল শেষে সমাবেশে অতর্কিত হামলা, গুলিবর্ষণ ও টিয়ারশেল নিক্ষেপ করে পুলিশ। এসময় ঘটনাস্থল ও আশেপাশের এলাকা থেকে অসংখ্য নেতাকর্মীদের আটক করে তারা। এ ঘটনার তাৎক্ষণিক তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর নূরুল ইসলাম বুলবুল এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
আরও পড়ুন
কিশোরগঞ্জে ভুল চিকিৎসায় দুই রোগীর মৃত্যু, তদন্ত কমিটি গঠন
কালীগঞ্জের পল্লীতে টমেটো, বেগুন ও সবজিসহ বিভিন্ন গাছ নিধন করেছে দুর্বৃত্তরা
অধিক গাড়িতে সারচার্জ খড়গ
সীমান্ত থেকে বাংলাদেশিকে ধরে নিয়ে গেল বিএসএফ
অস্ট্রেলিয়ান ওপেনের দ্বিতীয় রাউন্ডেই বিদায় অলিম্পিক সোনাজয়ীর
সাবেক মন্ত্রী-এমপিসহ পতিত স্বৈরাচারের ৯ দোসর নতুন মামলায় গ্রেপ্তার
মারা গেছে ইনফ্লুয়েন্সার তনির স্বামী
সিটির ড্রয়ের রাতে পয়েন্ট হারাল লিভারপুল-চেলসিও
পুলিশকে রাজনৈতিক প্রভাবমুক্ত করতে অন্তর্বর্তী সরকার কাজ করে যাচ্ছে: আইজিপি
রাধানগর উচ্চ বিদ্যালয় এডহক কমিটির সভাপতি হলেন মাহাবুব চেয়ারম্যান
হাজীগঞ্জে ভেকু দিয়ে কৃষি জমির মাটি কাটার হিড়িক
৪ হাজার বাংলাদেশি কর্মী নেয়ার ঘোষণা দিলো গ্রিস
গাছ বিক্রির টাকা আত্মসাতের মামলায় ডেসটিনির এমডিসহ ১৯ জনের কারাদণ্ড
খুঁজে খুঁজে একে একে সবাইকে ধরা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
বিএনপি নির্বাচনের জন্য ‘অস্থির’ কেন?
বরিশালে সঞ্চয়পত্রের গ্রাহকগন মুনফা সহ বিনিয়োগকৃত আসল অর্থ তুলতে পারছেন না
মানিকগঞ্জে ক্যান্সার আক্রান্ত দুই সন্তানের জননীকে জবাই করে হত্যা
ভারত কেন এখন তালিবানকে কাছে টানছে ?
মুরাদনগরে ভূমিদস্যুদের আতঙ্ক এসিল্যান্ড
বিশ্ব চ্যালেঞ্জ মোকাবিলায় একত্রে কাজ করলেই সফল হবে জাতিসংঘ : ফিলেমন ইয়াং