ইনকিলাব প্রতিবেদন

আরেকটি ‘তদন্ত-বাণিজ্য’! ফমেক পর্দাকা- মামলা আরো তদন্তের নির্দেশ

Daily Inqilab সাঈদ আহমেদ

২৪ সেপ্টেম্বর ২০২৩, ০৩:৩৬ পিএম | আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০৩:৩৬ পিএম




দায়মুক্তি দেয়া হয়েছিলো এজাহারভুক্ত গুরুত্বপূর্ণ ৩ আসামিকে । বিপরীতে ওঠে বিপুল অর্থ লেনদেনের অভিযোগ। সেই অভিযোগ ধামাচাপা দিতে সংখ্যা বাড়ানো হয় আসামির। ৬ আসামির এজাহারকে উন্নীত করা হয় ১৪ আসামির চার্জশিটে। ঘটনার দায়-দায়িত্ব নির্ণয় (ডায়াগনসিস) করা হয়নি। বরং আসামি করা হয় ঘটনাক্রমে উপস্থিত অতিথি-কর্মকর্তাদের। রাষ্ট্রের বিশেষায়িত তদন্ত সংস্থা ‘দুর্নীতি দমন কমিশন (দুদক)’র এই ‘তদন্ত প্রতিবেদন’ যেনতেন মামলা সংক্রান্ত নয়। বহুল আলোচিত ‘ফরিদপুর পর্দাকা- মামলা’র এটি। তবে দুদকের এহেন ‘তদন্ত প্রতিবেদন’র এই দুরভিসন্ধি ধরা পড়তে খুব বেশিদূর যেতে হয়নি। জাহালম-কা-ের মতো হস্তক্ষেপ করতে হয়নি উচ্চ আদালতকেও। চার্জশিট গ্রহণ সংক্রান্ত শুনানিতেই ফাঁস হয়ে যায় দুদক কর্মকর্তার ঝাড়িঝুড়ি। একটি শুনানিতেই আদালত প্রতিবেদন গ্রহণের পরিবর্তে পাঠিয়ে দেন পুন:তদন্তে।
ঘটনাটি গত ২১ সেপ্টেম্বরের। ফরিদপুর স্পেশাল জজ আদালতের বিচারক মো: আকবর আলী শেখ এ আদেশ দেন। আদেশের পূর্ণাঙ্গ কপি প্রতিবেদনের হস্তগত হয়েছে সম্প্রতি। তাতে চার্জশিটটিকে ‘পক্ষপাতদুষ্টু’ বলে উল্লেখ করা হয়। মন্তব্য করা হয় প্রতিবেদন ‘বস্তুনিষ্ঠ’ নয় মর্মে।
এর আগে গত ৩১ জুলাই ‘ফমেক পর্দাকান্ড : জাহালম-কা-ের পুনরাবৃত্তি?’/এজাহারভুক্ত তিন আসামির দায়মুক্তি’ শীর্ষক প্রতিবেদন প্রকাশ করে দৈনিক ইনকিলাব। তাতে বলা হয়, আলোচিত ফরিদপুর মেডিক্যাল কলেজ (ফমেক) হাসপাতালের ‘পর্দাকান্ডে’র এজাহারভুক্ত ৩ আসামিকে দায়মুক্তি (চার্জশিট নং-০৩) দিয়েছে দুদক। এ প্রক্রিয়ায় লেনদেন হয়েছে অন্তত সাড়ে ৩ কোটি টাকা। প্রভাবশালী একজন রাজনৈতিক নেতা, দুদকের একজন পরিচালক, মহাপরিচালক এবং কমিশনের একজন শীর্ষ কর্মকর্তার হাত রয়েছে এ দায়মুক্তির (স্মারক নং-২৪৮৯৩, তারিখ: ১০/০৭/২০২৩) নেপথ্যে।
এতে আরো বলা হয়, তদন্ত প্রতিবেন প্রণয়নের ক্ষেত্রে আশ্রয় নেয়া হয়েছে জালিয়াতি ও চাতুর্যের। দেয়া হয়েছে পাবলিক প্রকিউরমেন্ট রুলসের (পিপিআর) ভুল ব্যাখ্যা। বিভ্রান্তি সৃষ্টির লক্ষ্য প্রতিবেদনে জড়ানো হয়েছে ঘটনার সম্পর্কে সম্যক ধারণাহীন কিছু ব্যক্তিকেও। দায়সারা ফরমায়েশী এ তদন্তের ভিত্তিতে দাখিলকৃত চার্জশিট বিচারে টিকবে কি-না, এখন দেখা দিয়েছে এ প্রশ্ন। প্রকৃত অপরাধীদের বাঁচাতেই গোঁজামিলের এই চার্জশিট দাখিল করা হয়েছে কি-না সেই সংশয়ও ব্যক্ত করেছেন আইনজ্ঞরা।
ফরিদপুর স্পেশাল জজ আদালতের আদেশ যেন ইনকিলাব প্রতিবেদনে উল্লেখিত আশঙ্কারই প্রতিফলন। পুনরায় তদন্তের আদেশে আদালত বলেন, তদন্ত প্রতিবেদনে দু’চোখো নীতির আশ্রয় নেয়া হয়েছে। কথিত মালামাল ক্রয়ের সিদ্ধান্তের সঙেয্গ যে লোক বা লোকদের আদৌ কোনো ভূমিকা নেই তাদেরকেও দায়ী করা হয়েছে। কমিটিতে থাকা সত্ত্বেও যাদের ভূমিকা লঘু কিংবা যাদের উপস্থিতি অলঙ্কার মাত্র তাদেরকে জড়িত ও দায়ী করা হয়েছে। পক্ষান্তরে বাজারদর যাচাই কমিটির প্রতিবেদনকে পেছনে রেখে দরপত্র মূল্যায়ণ কমিটির ঘাড়ে সমস্ত দোষ চাপানো হয়েছে। বাজারদর সংগ্রহ/যাচাই কমিটির সদস্যদেরকে দেয়া হয়েছে দায়মুক্তি। এ যুক্তিকে আলোচিত ‘ফরিদপুর মেডিক্যাল পর্দাকা-’ পুনরায় তদন্তের আবশ্যকতা অনুভব করেন আদালত।
আদালত তার আদেশে তদন্ত কর্মকর্তা (পরিচালক ফরিদ আহম্মেদ পাটোয়ারি)র সমালোচনা করে বলেন,তদন্ত কর্মকর্তা বাজারদর যাচাই কমিটির প্রতিবেদনকে পেছনে রেখে দরপত্র মূল্যায়ণ কমিটির ঘাড়ে সমস্ত দোষ চাপিয়ে বাজারদর সংগ্রহ/যাচাই কমিটির সদস্যগণকে দায়মুক্তি দিয়েছেন মর্মে দেখা যায়। অনুরূপ অন্যান্য কমিটির কিছু সদস্য ডা: মাহবুবা, ডা: মো: ইউসুফ আলী, ডা: মো: আনোয়ারুল, ডা: একেএম গোলাম ফারুক এবং মো: দেলোয়ার হোসেন সম্পর্কে তার তদন্ত প্রতিবেদনে কোনো কিছইু বলেন নি।
চার্জশিটে ক্রয় কমিটির অন্য কিছু সদস্যকে দায়ী করেছেন মর্মে দেখা যায়। একই কমিটির সদস্য হিসেবে একই কার্য সম্পাদন সত্ত্বেও কতিপয় সদস্যকে দৃশ্যপটে না এনে অন্যদেরকে দৃশ্যমান পূর্বক তাদেরকে দোষী করার যৌক্তিকতা বোধগম্য নয়। এখানে একই ফুটিং হওয়া সত্ত্বেও দুচোখো নীতির আশ্রয় নেয়ার বিষয়টি পরিলক্ষিত হয়। আবার আরও কিছু বিষয় লক্ষ্যনীয় যে, কথিত মালামাল ক্রয়ের সিদ্ধান্তের সাথে যে লোক বা লোকদের আদৌ কোনো ভূমিকা নেই তাদেরকেও দায়ী করা হয়েছে। কমিটিতে থাকা সত্ত্বেও যাদের ভূমিকা লঘু কিংবা যাদের উপস্থিতি অলঙ্কার মাত্র তাদেরকে জড়িত ও দায়ী করা হয়েছে।
তদন্ত কর্মকর্তা (দুদক পরিচালক ফরিদ আহম্মেদ পাটোয়ারি) দাখিলকৃত চার্জশিটে পর্যালোচনায় বলা হয়, নথিপত্র বিবেচনায় আলোচ্য তদন্ত প্রতিবেদন পক্ষপাতদুষ্টু ও বস্তুনিষ্ঠ নয় মর্মে অবধারণে প্রকৃত দোষী ব্যক্তি বা ব্যক্তিদের আইনের আওতায় আনার এবং একই সঙ্গে কোনো নিরপরাধ ব্যক্তি যেন অযথা হয়রানির শিকার না হয় সে বিষয় নিশ্চিত করার লক্ষ্যে বর্তমান তদন্ত কর্মকর্তার উপরের গ্রেডের কর্মকর্তা দ্বারা মামলার আরও তদন্ত (ফারদার ইনভেস্টিগেশন) হওয়া প্রয়োজন বলে আদালতের নিকট বিবেচিত হয়। সে জন্য আর তদন্ত পূর্বক প্রতিবেদন দাখিলের নিমিত্তে আদেশের অনুলিপিসহ সংশ্লিষ্ট কাগজপত্র উপ-পরিচালক, দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়,ফরিদপুর বরাবর প্রেরণ করা হোক। আদালত এই প্রতিবেদন দাখিলের পরবর্তী তারিখ ধার্য করেছেন আগামি ৮ নভেম্বর।
এর আগে চলতিবছর ২১ আগস্ট ১৪ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন দুদক পরিচালক (বর্তমানে অবরোত্তর ছুটি ভোগরত) মো: ফরিদ আহম্মেদ পাটোয়ারি। ৯ জুলাই চার্জশিটটি অনুমোদন দেয় কমিশন। চার্জশিটে ফরিদপুর মেডিকেল কলেজে পর্দাসহ অন্যান্য সামগ্রি সরবরাহকারী ঠিকাদার আবদুল্লাহ আল মামুন, মুন্সি ফররুখ আহমেদ, তাদের ভাই জাতীয় বক্ষব্যাধি হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা মুন্সি সাজ্জাদ হোসেন, ফমেক’র তৎকালিন সহযোগী অধ্যাপক (শিশু বিভাগ) ডা. বরুণ কান্তি বিশ্বাস, সাবেক সিনিয়র কনসালটেন্ট (চক্ষু বিভাগ) ডা. এনামুল হক, সাবেক অধ্যাপক ( মেডিসিন) ডা: শেখ আবদুল ফাত্তাহ, সাবেক সহযোগী অধ্যাপক (সার্জারি) ডা: মো: মিজানুর রহমান, সাবেক আরএমও ডা: মো: শফিক উল্লাহ, একই হাসপাতালের সমাজসেবা অফিসার ওমর ফাররুক, স্টোরকিপার আবদুর রাজ্জাক, ফরিদপুর সিভিল সার্জন অফিসের সাবেক সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার আলমগীর ফকির, ফরিদপুর গণপূর্ত উপ-বিভাগের তৎকালিন উপ-বিভাগীয় প্রকৌশলী (সিভিল) আবদুস সাত্তার, মহাখালীর নিমিউ অ্যান্ড টিসির সহকারী প্রকৌশলী (ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং) মিয়া মোর্তজা হোসাইন এবং ঠিকাদার আলমগীর কবির। তবে এজাহারভুক্ত হওয়া সত্ত্বেও চার্জশিট থেকে বাদ দেয়া হয় ফমেক’র সহযোগী অধ্যাপক (দন্ত বিভাগ) ডা: গণপতি বিশ্বাস শুভ, একই প্রতিষ্ঠানের কনসালটেন্ট (গাইনি) ডা: মীনাক্ষী চাকমা ও প্যাথলজিস্ট ডা: এ এইচ এম নুরুল ইসলামকে। ২০১৯ সালের ২৭ নভেম্বর পর্দা ও সরঞ্জামাদি কেনাকাটায় ১০ কোটি টাকা দুর্নীতির অভিযোগে মামলা করে দুদক। তৎকালিন সহকারী পরিচালক মামুনুর রশীদ চৌধুরী বাদী হয়ে এ মামলা করেন। ফৌজদারি দ-বিধির ৪০৯/৫১১/১০৯ তৎসহ ১৯৪৭সনের দুনীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় দাখিল করা হয় চার্জশিট।
প্রসঙ্গত: দুর্নীতি দমন কমিশনের বিরুদ্ধে দুর্নীতিগ্রস্ত ব্যক্তিদের দায়মুক্তি প্রদানের অভিযোগ পুরনো। ২০২১ সালের ২ মার্চ ‘২০ কোটিতে প্রকৌশলী আশরাফুলের দায়মক্তি! দুনীৃতি দমনে দুদক স্টাইল’ শীর্ষক অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করে ইনকিলাব। তাতে উল্লেখ করা হয়, দুদকের তৎকালিন চেয়ারম্যান ইকবাল মাহমুদ অবসরে যাওয়ার আগের ৫ মাসে অনুসন্ধানধীন ৪ হাজার ৪৮১টি অভিযোগের বিপরীতে ১৫৪টি মামলা দায়ের এবং ‘তথ্য–প্রমাণের অভাবে’ ৪০৮টি অভিযোগের পরিসমাপ্তির সিদ্ধান্ত দেন। এ তথ্য আমলে নিয়ে ওই বছর ৮ মার্চ হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ স্বপ্রণোদিতভাবে দুদক সম্পাদিত অন্তত: পৌনে ৭শ’ নথি পুন: অনুসন্ধান এবং পুন: তদন্তের নির্দেশ দেন। সে অনুসারে পুন:অনুসন্ধান করে পরবর্তী কমিশন দায়মুক্তি পাওয়া ব্যক্তিদের বিরুদ্ধে মামলা রুজু করে। চূড়ান্ত প্রতিবেদন দাখিল হওয়া বহু মামলার পুন:তদন্ত করে সম্পূরক চার্জশিট দেয়। আলোচিত প্রকৌশলী আশরাফুল আলম দম্পতির বিরুদ্ধে মামলা দায়ের হয়। এর মধ্য দিয়ে অনুসন্ধান ও তদন্ত-বাণিজ্য’র অভিযোগ সত্যতা প্রমাণিত হয়। ফরিদপুর মেডিকেল কলেজের পর্দাকা-ের মামলার তদন্ত প্রতিবেদনও তেমনই কোনো ফরমায়েশী ও ‘বাণিজ্যিক প্রতিবেদন’ কিনা-এমন প্রশ্ন তুলছেন বিশ্লেষকরা।
এর আগে চলতিবছর ২৫ জুন ‘রানা বিল্ডার্সের ৪০ কোটি টাকা আত্মসাতের মামলা : ৮ কোটি টাকা লেনদেনের অভিযোগ : প্রধান আসামিকে বাদ দিয়ে চার্জশিটের সুপারিশ’ শীর্ষক প্রতিবেদন প্রকাশ করে ইনকিলাব। এ প্রতিবেদন সত্ত্বেও দুদক প্রধান আসামিকে বাদ দিয়ে চার্জশিট দাখিল করে। পরবর্তীতে গত ৩০ আগস্ট রানা বিল্ডার্সের চার্জশিটটি ‘অধিকতর তদন্ত’র নির্দেশনাসহ ফেরত পাঠান চট্টগ্রাম মহানগর সিনিয়র স্পেশাল জজ বেগম জেবুন্নেছা। প্রায় অভিন্ন প্রেক্ষাপটে অধিকতর তদন্তের জন্য ফেরত এলো আলোচিত ফরিদপুর মেডিক্যাল পর্দা-কা- মামলার চার্জশিটও।
প্রায় অভিন্ন প্রেক্ষাপটে একের পর এক ‘অধিকতর তদন্ত’র নির্দেশনা আসাকে দুদকের তদন্তের গুণগত মান নিয়েই প্রশ্ন উঠেছে বলে মনে করছেন বিশ্লেষকরা। সিনিয়র অ্যাডভোকেট মাহবুবুর রহমানের মতে, বার বার একই ঘটনা দুদকের জন্য লজ্জ্বাজনক। অনুসন্ধান-তদন্তে সংস্থাটির মনযোগহীনতা, দুরভিসন্ধির সঙ্গে দুর্নীতির অভিযোগকেই প্রতিষ্ঠা করছে। তিনি বলেন, নিরীহ পাটকল শ্রমিক জাহালমকে দুদকের অভ্যন্তরীণ দুর্নীতি এবং মনযোগহীনতারই প্রমাণ। এরপর প্রতিষ্ঠানটির কাছ থেকে মানুষ সতর্ক আচরণ আশা করে। সর্বশেষ দু’টি ঘটনা সতর্কতার প্রমাণ বহন করে না।
এ বিষয়ে সংস্থাটির সাবেক মহাপরিচালক (লিগ্যাল) মো: মঈদুল ইসলাম বলেন, চার্জশিট হিসেবে আদালতে যেটি দাখিল হয় সেটি মূলত: কমিশনের রিপোর্ট। তদন্ত কর্মকর্তা যেটি কমিশনে জমা দিয়েছেন সেটি নয়। প্রকৃত দোষী ব্যক্তিকে দায়মুক্তি দিয়ে নিরপরাধ ব্যক্তিদের দায়ী করে করা হয়েছে-মর্মে আদালত যদি কোনো মামলা অধিকতর তদন্তের জন্য পাঠিয়ে দেন তাহলে এটির দায় পদমর্যাদা ও ক্ষমতার ক্রমানুযায়ী প্রত্যেককে নিতে হবে। কারণ তদন্ত কর্মকর্তার একারপক্ষে চার্জশিট আদালতে দাখিল করা সম্ভব নয় । এ জন্য শুধুমাত্র তদন্ত কর্মকর্তাকে বলির পাঁঠা বানালে চলবে না।


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

এই বিভাগের আরও

মুক্ত বাতাসে বাবরের জুমার নামাজ আদায়
মেডিক্যাল ভর্তি পরীক্ষায় আবু সাঈদকে নিয়ে প্রশ্ন
গুমের তদন্ত করে বিচারের প্রতিশ্রুতি: অন্তর্বর্তী সরকারের প্রশংসা করল হিউম্যান রাইটস ওয়াচ
আন্তর্জাতিক সম্মাননা পেলেন জহিরুল ইসলাম
ফেনীতে কাবা শরীফের ইমামের পিছনে লক্ষাধিক মুসল্লির নামাজ আদায়
আরও

আরও পড়ুন

বিরলে ৫ দিন ব্যাপি চতুর্থ উপজেলা কাব ক্যাম্পুরীর শুভ উদ্বোধন

বিরলে ৫ দিন ব্যাপি চতুর্থ উপজেলা কাব ক্যাম্পুরীর শুভ উদ্বোধন

কুষ্টিয়ার দৌলতপুরে অবৈধ ইটভাটায় পুড়ছে কাঠ

কুষ্টিয়ার দৌলতপুরে অবৈধ ইটভাটায় পুড়ছে কাঠ

তারুণ্যের উৎসবে আনন্দের ঢেউ

তারুণ্যের উৎসবে আনন্দের ঢেউ

মুক্ত বাতাসে বাবরের জুমার নামাজ আদায়

মুক্ত বাতাসে বাবরের জুমার নামাজ আদায়

কাপ্তাই জাতীয়  বিদ্যুৎ শ্রমিক ইউনিয়ন সিবিএ কর্তৃক শীতবস্ত্র কম্বল বিতরণ

কাপ্তাই জাতীয়  বিদ্যুৎ শ্রমিক ইউনিয়ন সিবিএ কর্তৃক শীতবস্ত্র কম্বল বিতরণ

কুষ্টিয়ায় দুষ্কৃতকারীদের হুমকিতে গড়াই খননকাজ বন্ধ,থানায় অভিযোগ

কুষ্টিয়ায় দুষ্কৃতকারীদের হুমকিতে গড়াই খননকাজ বন্ধ,থানায় অভিযোগ

মেডিক্যাল ভর্তি পরীক্ষায় আবু সাঈদকে নিয়ে প্রশ্ন

মেডিক্যাল ভর্তি পরীক্ষায় আবু সাঈদকে নিয়ে প্রশ্ন

কম্বোডিয়ার পরিবর্তে অনৈতিক কাজে সউদী পাঠানোর প্রস্তাব পাসপোর্ট আটকে রেখে টাকা দাবি

কম্বোডিয়ার পরিবর্তে অনৈতিক কাজে সউদী পাঠানোর প্রস্তাব পাসপোর্ট আটকে রেখে টাকা দাবি

গৌরনদীতে দাদাবাড়ি বেড়াতে এসে শিশু খুনের  ঘটনায়  ২ নারীসহ গ্রেফতার  ৪

গৌরনদীতে দাদাবাড়ি বেড়াতে এসে শিশু খুনের ঘটনায় ২ নারীসহ গ্রেফতার ৪

জেলা প্রশাসক গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ভালুকা উপজেলা

জেলা প্রশাসক গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ভালুকা উপজেলা

ব্রাহ্মণপাড়ায় এইচএমপিভি সচেতনতায় স্বাস্থ্য কমপ্লেক্সের প্রচারণা

ব্রাহ্মণপাড়ায় এইচএমপিভি সচেতনতায় স্বাস্থ্য কমপ্লেক্সের প্রচারণা

চবি ছাত্রদলের প্রীতিভোজে হামলার অভিযোগে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম

চবি ছাত্রদলের প্রীতিভোজে হামলার অভিযোগে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম

মতলবে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

মতলবে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

কুড়িগ্রামের উলিপু‌রে সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত‌্যু

কুড়িগ্রামের উলিপু‌রে সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত‌্যু

ভোট ডাকাতি করে ওবায়দুল কাদের চারবার এমপি হয়েছিল: ফখরুল ইসলাম

ভোট ডাকাতি করে ওবায়দুল কাদের চারবার এমপি হয়েছিল: ফখরুল ইসলাম

দ্রুত সময়ের মধ্যে একটি নির্বাচন দিয়ে দেশটাকে স্থিতিশীলতায় নিয়ে আসুন : এ্যানি

দ্রুত সময়ের মধ্যে একটি নির্বাচন দিয়ে দেশটাকে স্থিতিশীলতায় নিয়ে আসুন : এ্যানি

কুয়েটে ‘ওবিই কারিকুলাম ডিজাইন টিচিং লার্নিং বিষয়ক প্রশিক্ষণ

কুয়েটে ‘ওবিই কারিকুলাম ডিজাইন টিচিং লার্নিং বিষয়ক প্রশিক্ষণ

স্মার্টফোনের দাসত্ব থেকে মুক্তির উপায়

স্মার্টফোনের দাসত্ব থেকে মুক্তির উপায়

ডিমলায় ‘স্বপ্ন পূরণের প্রত্যয়ে আমরা, সামাজিক সংগঠন বাংলাদেশ’র ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

ডিমলায় ‘স্বপ্ন পূরণের প্রত্যয়ে আমরা, সামাজিক সংগঠন বাংলাদেশ’র ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

দারিদ্র্য বিমোচনে যাকাত : প্রেক্ষিত বাংলাদেশ

দারিদ্র্য বিমোচনে যাকাত : প্রেক্ষিত বাংলাদেশ