নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচন দিন- বাংলাদেশ খেলাফত মজলিস
২৯ সেপ্টেম্বর ২০২৩, ০৩:৪৯ পিএম | আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০২৩, ০৩:৪৯ পিএম
বাংলাদেশ খেলাফত মজলিসের সিনিয়র নায়েবে আমীর আল্লামা ইউসুফ আশরাফ বলেছেন, দলীয় সরকারে অধীনে নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হওয়ার কোনো প্রমাণ বর্তমান সরকার দেখাতে পারেনি। দেশের মানুষ হিংসাত্মক রাজনীতি চায়না। সকল দলের সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে নিরপেক্ষ সরকারের অধীনে আগামী জাতীয় নির্বাচনের ব্যবস্থা করুন। তিনি আরও বলেন, ইসলামী ছাত্রমজলিস হলো নেতৃত্ব তৈরির কারখানা। ছাত্রমজলিসের প্রতিটি জনশক্তিকে খেলাফত প্রতিষ্ঠার জন্য যোগ্য ও দক্ষ হিসেবে গড়ে উঠতে হবে। তিনি নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচন, সংগঠনের মহাসচিব মাওলানা মামুনুল হকসহ আলেমদের মুক্তি ও দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি রোধের দাবীতে বাংলাদেশ খেলাফত মজলিস আহুত ৭ অক্টোবর বায়তুল মোকাররম উত্তর গেটের রাস্তায় মহাসমাবেশ সফল করার জন্য নেতা কর্মী ও দেশ বাসির প্রতি উদাত্ত আহ্বান জানান। তিনি আজ শুক্রবার সকালে বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের কেন্দ্রীয় সদস্য সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
বাংলাদেশ খেলাফত মজলিসের ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ বলেছেন, সংগঠনের মহাসচিব মাওলানা মামুনুল হকসহ কারাবন্দি আলেমদের দ্রুত মুক্তি দিতে হবে অন্যথায় দেশের জনগণ রাজপথে নামতে বাধ্য হবে এবং সে আন্দোলন সরকার পতনের আন্দোলনে রূপান্তরিত হবে। জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ইসলামী ছাত্রমজলিসের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ খালেদ সাইফুল্লাহ। সেক্রেটারী জেনারেল মুহাম্মদ রশীদ মুশতাক ও প্রশিক্ষণ সম্পাদক মুহাম্মদ আশিকুর রহমান জাকারিয়ার যৌথ পরিচালনায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিসের ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্মমহাসচিব মাওলানা কোরবান আলী কাসেমী, যুগ্মমহাসচিব ও বাংলাদেশ খেলাফত শ্রমিক মজলিসের কেন্দ্রীয় আহŸায়ক মুফতি শরাফত হোসাইন, যুগ্মমহাসচিব মাওলানা তোফাজ্জল হোসাইন মিয়াজী, বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও বাংলাদেশ ইসলামী ছাত্রমজলিসের সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা আবু সাঈদ নোমান, বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও বাংলাদেশ ইসলামী ছাত্রমজলিসের সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা এনামুল হক মুসা, বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও বাংলাদেশ ইসলামী ছাত্রমজলিসের সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা আজিজুর রহমান হেলাল, বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি ও বাংলাদেশ ইসলামী ছাত্রমজলিসের সাবেক কেন্দ্রীয় সভাপতি মুফতি নুর মোহাম্মদ আজিজী, বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় প্রকাশণা সম্পাদক ও বাংলাদেশ ইসলামী ছাত্রমজলিসের সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা হারুনুর রশীদ ভূইয়া, সাবেক কেন্দ্রীয় সভাপতি মুফতি আব্দুর রহীম সাঈদ, মুফতি আতাউল্লাহ হোসাইনী। বন্ধুপ্রতিম ছাত্র সংগঠন থেকে বক্তব্য দেন ইসলামী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি শরীফুল ইসলাম রিয়াদ, বাংলাদেশ ছাত্র মিশনের কেন্দ্রীয় সভাপতি সৈয়দ মিলন আহমদ, ছাত্র জমিয়তের সহ-সভাপতি মুফতি আহমদ ইসলামাবাদী, বাংলাদেশ ইসলামী ছাত্রমজলিসের সাবেক সেক্রেটারী জেনারেল মাওলানা উবায়দুর রহমান, বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক মাওলানা সানাউল্লাহ আমিনী, বাংলাদেশ খেলাফত শ্রমিক মজলিস ঢাকা মহানগর দক্ষিণের আহŸায়ক মাওলানা শরীফুজ্জামান জসিম, বাংলাদেশ খেলাফত শ্রমিক মজলিস ঢাকা মহানগর উত্তরের আহŸায়ক মাওলানা খায়রুল ইসলাম ঠাকুর, কুমিল্লা পশ্চিম জেলা সভাপতি মাওলানা আবু ইউসুফ মুন্সী, ইসলামী ছাত্রমজলিস নরসিংদী জেলা সাবেক সভাপতি তারেকুল ইসলাম, নোয়াখালী জেলা সাবেক সভাপতি মাওলানা বোরহান উদ্দীন ।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
সুন্দরবনে বনদস্যু ও মাদক কারবারিদের ছাড় দেওয়া হবেনা- খুলনা পুলিশ সুপার
কিয়েভে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় নিহত চারজন, দাবি ইউক্রেনের
চাঁদপুরে ইলিশ গবেষণার নামে ৩৪ কোটি টাকা অপচয়
পঞ্চগড়ে গণসমাবেশে বক্তারা কাদিয়ানীদের অমুসলিম ঘোষনার দাবী
তারেক রহমানের পক্ষে পাইকগাছায় দুই সহস্রাধিক দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ
মার্কিন সংবাদ সম্মেলনে সাংবাদিক অপসারণ, রিপোর্টার্স উইদাউট বর্ডার্সের ক্ষোভ
অল্পতেই গুটিয়ে গেল পাকিস্তান
দয়া করে চোরদের আর আর ভোট দেবেন না : উপদেষ্টা সাখাওয়াত
প্রতিবেদন দেখে অগ্রাধিকার ভিত্তিতে স্বাস্থ্যখাত সংস্কারের উদ্যোগ নেয়া হবে : উপদেষ্টা নূরজাহান বেগম
সিংগাইরে কৃষকদলের নতুন কমিটি গঠন
আরাফাত রহমান কোকো যুব ও ক্রীড়া সংসদের ময়মনসিংহ উত্তর জেলার কমিটি গঠন
এটা সত্যি আমি ফেঁসে গেছি: সৃজিত মুখার্জি
গাজার পূর্ণ দায়িত্ব নিতে সম্পূর্ণ প্রস্তুত ফিলিস্তিনি কর্তৃপক্ষ : আব্বাস
৩৯ হাজার ৯৯৬ হেক্টর জমিতে বোরো আবাদ উৎপাদন হবে ১ লাখ ৭৮ হাজার ৭৪ মেট্রিক টন চাউল
৪ আগস্টের পর মাজার-দরগাহে হামলা ভাঙচুর: গ্রেপ্তার ২৩
৭ ম্যাচে ৭৫২ রান, গড় ৭৫২- অবিশ্বাস্য করুনে মুগ্ধ টেন্ডুলকারও
হবিগঞ্জে সাড়ে ৭ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করেছে বিজিবি
পণ্যবাহী দুটি কার্গো আটক করেছে আরাকান আর্মি
আশুলিয়ায় কৃষক দলের কম্বল বিতরণ
পশ্চিমাদের উদ্বেগ বাড়িয়ে ২০ বছরের প্রতিরক্ষা চুক্তি সই ইরান-রাশিয়ার