অবিলম্বে সংসদ ভেঙে দিয়ে ক্ষমতা হস্তান্তর করতে হবে প্রতিনিধি সমাবেশে মজলিস নেতৃবৃন্দ
২৯ সেপ্টেম্বর ২০২৩, ০৫:৫১ পিএম | আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০২৩, ০৫:৫১ পিএম
খেলাফত মজলিসের আমীর মাওলানা আব্দুল বাছিত আজাদ বলেছেন, ইচ্ছেমত টাকা ছাপিয়ে সরকার মুদ্রাস্ফীতি বাড়িয়েছে। অসাধু ব্যবসায়ী ও সিন্ডিকেট নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ। যার কারণে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য মানুষের ক্রয়ক্ষমতার বাহিরে। শ্রমজীবি-খেটে খাওয়া মানুষের জীবনে দুর্ভোগের শেষ নেই। জনগণ এবার সুষ্ঠু নির্বাচন আদায় করে ছাড়বে ইনশাআল্লাহ। সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের স্বার্থে এই সরকারকে অবশ্যই দলনিরপেক্ষ নির্বাচনকালীন সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে। সংসদ ভেঙে দিয়ে পদত্যাগ করতে হবে। জনগণ তাদের ভোটাধিকার ফেরত চায়, বেঁচে থাকার অধিকার চায়। শ্রমজীবি মানুষের অধিকার প্রতিষ্ঠা সহ খেলাফত মজলিসের ৮দফা দাবি আদায়ের লক্ষ্যে আগামী ১৪ অক্টোবর সোহরাওয়ার্দী উদ্যানের মহাসমাবেশ সফল করতে হবে। সরকারকে জনগণের দাবি অবশ্যই মানতে হবে। আজ সকালে রাজধানীতে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত শ্রমিক মজলিসের ২৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে শ্রমিক প্রতিনিধি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে খেলাফত মজলিসে আমীর মাওলানা আবদুল বাছিত আজাদ এসব কথা বলেন। শ্রমিক মজলিস সভাপতি অধ্যাপক আবদুল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি ছিলেন খেলাফত মজলিসের নায়েবে আমীর মাওলানা আহমদ আলী কাসেমী, যুগ্ম মহাসচিব ও ইসলামী যুব মজলিস আহŸায়ক ড: মোস্তাফিজুর রহমান ফয়সল, যুগ্ম মহাসচিব অধ্যাপক আবদুল জলিল।
শ্রমিক মজলিস কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আবুল কালামের পরিচালনায় অনুষ্ঠিত উক্ত সমাবেশে বক্তব্য রাখেন, খেলাফত মজলিস কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিজানুর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক সাহাব উদ্দিন খন্দকার, ঢাকা মহানগরী দক্ষিণ সভাপতি অধ্যাপক মাওলানা আজিজুল হক, উত্তর সভাপতি মাওলানা সাইফ উদ্দিন আহমদ খন্দকার, কেন্দ্রীয় নির্বাহী সদস্য মাওলানা আহমদ বেলাল, হাজী নুর হোসেন, বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস কেন্দ্রীয় সভাপতি বিলাল আহমদ চৌধুরী, শ্রমিক মজলিস সহ-সভাপতি আমীর আলী হাওলাদার, মাহবুবুর রহমান চৌধুরী, সিদ্দিকুর রহমান, সামসুল ইসলাম, হাফেজ কবির আহমদ, সহ-সাধারণ সম্পাদক এইচ এম এরশাদ, ইসমাইল আলী, খালেদ সানোয়ার, হাফেজ আল হেলাল, ইঞ্জিনিয়ার হাসিবুর রহমান, ইঞ্জিনিয়ার মতিউর রহমান, তরিকুল ইসলাম, আবদুল কাইউম, আতাউল হক প্রমুখ। সমাবেশ শেষে একটি র্যালী নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
অন্যদিকে দলনিরপেক্ষ নির্বাচনকালীন সরকার প্রতিষ্ঠা সহ ৮দফা দাবি আদায়ে আজ বাদ জুমা বায়তুল মোকাররম উত্তর গেইট হতে খেলাফত মজলিস মতিঝিল থানার উদ্যোগে একটি মিছিল অনুষ্ঠিত হয়। পরে বিজয়নগর কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসে সমাবেশে মিলিত হয়। থানা সভাপতি অলিদ আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইয়াসিন আরাফাতের পরিচালনায় অনুষ্ঠিত উক্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য পেশ করেন নায়েবে আমীর মাওলানা আহমদ আলী কাসেমী। বিশেষ অতিথি ছিলেন যুগ্ম-মহাসচিব অধ্যাপক আবদুল জলিল। অপরদিকে, দলনিরপেক্ষ নির্বাচনকালীন সরকার প্রতিষ্ঠা সহ ৮দফা দাবি আদায়ে আজ বাদ জুমা পল্লবী ৬নং সেক্টর কেন্দ্রীয় জামে মসজিদ হতে খেলাফত মজলিস পল্লবী থানার উদ্যোগে একটি মিছিল অনুষ্ঠিত হয়ে পরে সমাবেশে মিলিত হয়। থানা সভাপতি মাওলানা যোবায়ের আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য পেশ করেন কেন্দ্রীয় সমাজকল্যাণ সম্পাদক অধ্যাপক ডা: রিফাত হোসাইন মালিক। বিশেষ অতিথি ছিলেন ঢাকা মহানগরী উত্তর সভাপতি মাওলানা সাইফ উদ্দিন আহমদ খন্দকার।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
তারুণ্যের উৎসব যুব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী দিনে বেগমগঞ্জ বিজয়ী
এক বছরে ৩১০ শিক্ষার্থীর আত্মহত্যা
সুন্দরবনে বনদস্যু ও মাদক কারবারিদের ছাড় দেওয়া হবেনা- খুলনা পুলিশ সুপার
কিয়েভে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় নিহত চারজন, দাবি ইউক্রেনের
চাঁদপুরে ইলিশ গবেষণার নামে ৩৪ কোটি টাকা অপচয়
পঞ্চগড়ে গণসমাবেশে বক্তারা কাদিয়ানীদের অমুসলিম ঘোষনার দাবী
তারেক রহমানের পক্ষে পাইকগাছায় দুই সহস্রাধিক দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ
মার্কিন সংবাদ সম্মেলনে সাংবাদিক অপসারণ, রিপোর্টার্স উইদাউট বর্ডার্সের ক্ষোভ
অল্পতেই গুটিয়ে গেল পাকিস্তান
দয়া করে চোরদের আর আর ভোট দেবেন না : উপদেষ্টা সাখাওয়াত
প্রতিবেদন দেখে অগ্রাধিকার ভিত্তিতে স্বাস্থ্যখাত সংস্কারের উদ্যোগ নেয়া হবে : উপদেষ্টা নূরজাহান বেগম
সিংগাইরে কৃষকদলের নতুন কমিটি গঠন
আরাফাত রহমান কোকো যুব ও ক্রীড়া সংসদের ময়মনসিংহ উত্তর জেলার কমিটি গঠন
এটা সত্যি আমি ফেঁসে গেছি: সৃজিত মুখার্জি
গাজার পূর্ণ দায়িত্ব নিতে সম্পূর্ণ প্রস্তুত ফিলিস্তিনি কর্তৃপক্ষ : আব্বাস
৩৯ হাজার ৯৯৬ হেক্টর জমিতে বোরো আবাদ উৎপাদন হবে ১ লাখ ৭৮ হাজার ৭৪ মেট্রিক টন চাউল
৪ আগস্টের পর মাজার-দরগাহে হামলা ভাঙচুর: গ্রেপ্তার ২৩
৭ ম্যাচে ৭৫২ রান, গড় ৭৫২- অবিশ্বাস্য করুনে মুগ্ধ টেন্ডুলকারও
হবিগঞ্জে সাড়ে ৭ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করেছে বিজিবি
পণ্যবাহী দুটি কার্গো আটক করেছে আরাকান আর্মি