মহানবী (সা.) এর পদাঙ্ক অনুসরণ করে আমাদেরকে সাম্য-সৌহার্দ্যের পথ ধরতে হবে -আল্লামা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী
১০ অক্টোবর ২০২৩, ০১:১৬ পিএম | আপডেট: ১০ অক্টোবর ২০২৩, ০১:১৬ পিএম
বাংলাদেশ আনজুমানে আল ইসলাহর মুহতারাম সভাপতি হযরত আল্লামা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী বলেছেন, আমাদের সমাজ ব্যবস্থা আজ ধ্বংস হয়ে গেছে। আমরা পরস্পর হানাহানিতে লিপ্ত। অন্যকে ঘায়েল করে আরো বেশি চাই এমন নীতিতে বিশ্বাসী হয়ে গেছি। তার মূল কারণ হচ্ছে আমরা আল্লাহ ও তাঁর রাসূলের পথ ছেড়ে দিয়েছি। ছেড়ে দিয়েছি ইত্তেবায়ে রাসূলের পথ। অথচ নবী-রাসূলগণের পথ হচ্ছে সাম্য-সৌহার্দ্যের পথ। আমাদেরকে নবী রাসূলগণের পদাঙ্ক অনুসরণ করে সাম্য-সৌহার্দ্যের পথ ধরতে হবে। ঘরে ঘরে বাস্তবায়ন করতে হবে মহানবী (সা.) এর সুমহান আদর্শ। আল্লাহর নবী আমাদেরকে যে জীবনের শিক্ষা দিয়েছেন সে জীবন ধরতে হবে। তবেই আদর্শ পরিবার, জীবন ও সমাজ গঠন সম্ভব।
তিনি আরো বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ওয়ালাদাত শরীফ উপলক্ষে আমরা র্যালি, সেমিনার, সেম্পোজিয়াম, মাহফিল সহ যেসকল আয়োজন করে থাকি এগুলো নবীজির প্রতি মুহাব্বাতের বহিঃপ্রকাশ। আমাদেরকে আল্লাহর রাসূলের মুহাব্বাত হাসিলের জন্য সকল পন্থা অনুসরণ করতে হবে।
গত ৮ অক্টোবর রবিবার, আনজুমানে আল ইসলাহ ইউকে মিডল্যান্ডস ডিভিশনের সহযোগিতায় ও বার্মিংহাম ব্রাঞ্চের উদ্যোগে আয়োজিত র্যালি পরবর্তি মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
এদিকে দুপুর ১২ টায় বার্মিংহামের বাংলাদেশ মাল্টিপার্পাস সেন্টার থেকে বের হয় ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বিশাল র্যালি। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আবার মাল্টিপার্পাস সেন্টারে এসে শেষ হয়। এসময় র্যালি পরবর্তি সমাবেশে বক্তব্য রাখেন আনজুমানে আল ইসলাহ ইউকের সেক্রেটারি জেনারেল মাওলানা মুহাম্মদ হাসান চৌধুরী, জয়েন্ট সেক্রেটারি মাওলানা এম এ কাদির আল হাসান ও সিরাজাম মুনিরা জামে মসজিদের পরিচালক আলহাজ্ব হাফিজ সাব্বির আহমদ।
বাদ যুহার শুরু হয় মাহফিল। বার্মিংহাম আল ইসলাহর সভাপতি মাওলানা বদরুল হক খানের সভাপতিত্বে ও সেক্রেটারি এমডি শামীম আহমদ রুমেলের পরিচালনায় মাহফিলে বক্তব্য রাখেন আনজুমানে আল ইসলাহ ইউকের জয়েন্ট সেক্রেটারি মাওলানা এম এ কাদির আল হাসান, মিডল্যান্ডস ডিভিশনের সেক্রেটারি মাওলানা মোঃ হুসাম উদ্দিন আল হুমায়দী, বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা আখতার হোসাইন জাহেদ, মাওলানা দুলাল আহমদ , দি ব্রিটিশ মুসলিম স্কুলের শিক্ষক মাওলানা মাহবুব কামাল ও লজেলস সেন্ট্রাল জামে মাসজিদের খতিব মাওলানা শুওয়াইব আহমদ।
শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন হাফিজ কবির আহমদ ও নাশিদ পরিবেশন করেন শামছুদ্দোহা শিল্পী গোষ্টি।
র্যালি ও মাহফিলে আরো উপস্থিত ছিলেন, আনজুমানে আল ইসলাহ ইউকের উপদেষ্টা আলহাজ নাছির আহমদ, মোহাম্মদ এমদাদ হোসাইন, ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ খুরশেদ উল হক, সদস্য মাওলানা আব্দুল কুদ্দুস, মাষ্টার আব্দুল মুহিত, বাংলাদেশ মাল্টিপার্পাস সেন্টারের ভাইস চেয়ারম্যান কামরুল হাসান চুনু, আনজুমানে আল ইসলাহ ইউকে ওয়ালছল শাখার প্রেসিডেন্ট মাওলানা নোমান আহমদ, আলমরক গাউছিয়া জামে মসজিদের খতিব মাওলানা আতিকুর রহমান, আনজুমানে আল ইসলাহ ইউকে সান্ডওয়েল শাখার সেক্রেটারী হাফিজ আলী হোসেন বাবুল, মাওলানা নুরুল আমিন,কারী আহমেদ আলী, মাওলানা আবুল বাসার, হাজী সাহাব উদ্দিন, নাফিজুর রহমান, মাওলানা বুরহান উদ্দিন আহমদ, মাওলানা গুলজার আহমদ, কারী আবুল খায়ের, মাওলানা আব্দুল মোনিম, আলহাজ আব্দুল গফুর, আলহাজ আজির উদ্দিন আবদাল, হাজী তারা মিয়া, সাংবাদিক আব্দুল হামিদ আয়না, কারী আলমাছ আলী, আহমদ হোসাইন, হাজী মুদ্দছির আলী ও হাফিজ আবুল হোসাইন প্রমূখ।
পরিশেষে মিলাদ মাহফিল ও বিশেষ মুনাজাতের মাধ্যমে মাহফিলের সমাপ্তি হয়।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
এমবাপ্পের জোড়া গোলে জিতে শীর্ষে রিয়াল
ব্রাইটনের বিপক্ষেও বিপর্যস্ত ইউনাইটেড
‘ন্যায়বিচারকে হত্যা’ করা হয়েছে: পিটিআই
নতুন ভূগর্ভস্থ নৌ ঘাঁটি উন্মোচন ইরানের
রাশিয়ার পক্ষে যুদ্ধ করছে অনেক আফ্রিকান সেনা
পাওয়ার প্ল্যান্টের ৩৬০ মেট্রিকটন তেল ডাকাতি
বাংলাদেশি কর্মী নিতে প্রস্তুত রাশিয়া: রাষ্ট্রদূত
রাজনৈতিক দলগুলো বেশি কিছু সংস্কার না চাইলে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন: প্রেস সচিব
এবার ওলমোর ইনজুরি দুঃসংবাদ বার্সার
কুড়িগ্রাম স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নেতৃত্বে ইমন ও আলামিন
এসএমই ফাউন্ডেশনের নতুন চেয়ারপার্সন মো. মুশফিকুর রহমান
বিয়ের ওপর কর বাতিলের দাবি
শহীদ জিয়ার নাম মুছে ফেলার অপচেষ্টায় ব্যর্থ হয়েছে আ.লীগ : মির্জা ফখরুল
নামাজের প্রথম কাতারে জামাত পড়াবস্থায় অজু ভেঙ্গে যাওয়া প্রসঙ্গে।
কয়েক মিনিটে বাংলাদেশ দখল করে নিতে পারে ভারত: শুভেন্দু অধিকারী
নরসিংদীতে নিখোঁজের ৫ দিন পর নদীতে পাওয়া গেল স্কুল ছাত্রের লাশ
বিএনপি : দেশবাদ যার রাজনীতির মূল কথা
পাহাড়ি উপজাতিরা আদিবাসী নয়
সংস্কার প্রতিবেদন : জাতির নতুন অধ্যায়ে অভিযাত্রা
অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় বিনিয়োগে জোর দিতে হবে