শাপলা চত্বরে গণহত্যার কথা স্বীকার করেছেন, এবার পিলখানায় গণহত্যার স্বীকারোক্তি দিন : সৈয়দ ইবরাহিম
১৮ অক্টোবর ২০২৩, ০৮:১৭ পিএম | আপডেট: ১৮ অক্টোবর ২০২৩, ০৮:১৭ পিএম
কল্যাণ পার্টির চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বলেছেন, শাপলা চত্বরে গণহত্যার কথা স্বীকার করেছেন। এবার ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি পিলখানার গণহত্যা কার নির্দেশে করা হয়েছিল, সেটার স্বীকারোক্তি দিন।
বুধবার (১৮ অক্টোবর) রাজধানীর বিজয় নগর পানির ট্যাংকের সামনে ‘নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন, অবৈধ সরকারের পদত্যাগ, নতুন নির্বাচন কমিশন গঠন, বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও এক দফা দাবি’তে আয়োজিত জনসমাবেশে তিনি এসব কথা বলেন। সমাবেশের আয়োজন করে ১২ দলীয় জোট।
সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বলেন, আওয়ামী লীগের দুই নম্বর ব্যক্তি ওবায়েদুল কাদের স্বীকার করেছেন ২০১৩ সালের ৫ মে রাতে মতিঝিলের শাপলা চত্বরে তৎকালীন শাসক দলের নির্দেশে গণহত্যা পরিচালিত হয়েছিল। স্বীকারের পাশাপাশি তিনি হুমকিও দিয়েছেন যদি বিএনপি আন্দোলন করে তার চেয়ে পরিণতি খারাপ হবে। আপনারা হুমকি দিলেন, আপনারা গণহত্যা করবেন। একটি গণহত্যার স্বীকারোক্তি দিয়েছেন, আরেকটি দেন। সেটি হলো- ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি পিলখানায় যাদের হত্যা করা হয়েছিল। সেটি কার নির্দেশে করা হয়েছিল?
আওয়ামী লীগের উদ্দেশে তিনি বলেন, আপনারা বিএনপিকে হুমকি দিন, বলুন হে বিএনপি, আবার যদি আন্দোলন করো তাহলে পিলখানার চেয়ে খারাপ পরিণতি হবে।
কল্যাণ পার্টির চেয়ারম্যান বলেন, আওয়ামী লীগ সরকার ১৯৯৫ ও ৯৬ সালে তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠার জন্য আন্দোলন করেছিল। আওয়ামী লীগ এক সঙ্গে ৭৪ দিন হরতাল করেছিল, জ্বালাও পোড়াও করেছিল, রেললাইন তুলে ফেলেছিল, অফিস ঘেরাও করেছিল, সরকারি অফিসারদের বলেছিল, তোমরা সরকারের বিরুদ্ধে বিদ্রোহ কর, আমরা কিংবা বিএনপি কী আন্দোলন করেছি, ধ্বংস চালিয়েছি, নাশকতা করেছি? করিনি। প্রয়োজনে আমরাও আপনাদের দেখানো পথেই আন্দোলন করব।
তিনি বলেন, আওয়ামী লীগ ব্যাংক লুটকারী, আপনারা মানুষ হত্যাকারী। আপনাদের হাতে দেশের অর্থনীতির নিরাপত্তা নেই। আপনাদের হাতে মানুষের জীবনের নিরাপত্তা নেই। অতএব আপনাদের পদত্যাগ করতে হবে। অথবা পদত্যাগে বাংলাদেশের মানুষ যা প্রয়োজন তাই করবে।
সমাবেশে বক্তব্য রাখেন জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক মন্ত্রী ১২ দলীয় জোট প্রধান মোস্তফা জামাল হায়দার, গণঅধিকার পরিষদের একাংশের সভাপতি সভাপতি নুরুল হক নুর, বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান অ্যাডভোকেট সৈয়দ এহসানুল হুদা, বাংলাদেশ এলডিপির মহাসচিব শাহাদাত হোসেন সেলিম প্রমুখ।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
কৃষক জামালের ক্ষেতে রঙিন ফুলকপি, উদ্বুদ্ধ হচ্ছে অন্য কৃষকরাও
জন্মসূত্রে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পাওয়ার অধিকার বাতিল
কুয়াশা ও তাপমাত্রা নিয়ে নতুন তথ্য আবহাওয়া অধিদপ্তরের
কলকাতায় প্রকাশ্যে মুরগির মাংস বিক্রি নিয়ে নতুন সিদ্ধান্ত
ভারত থেকে অনুপ্রবেশের সময় ফেনীতে সুদানের নাগরিক আটক
ক্ষমতা গ্রহণ করেই বাইডেন আমলের ৭৮ নির্বাহী আদেশ বাতিল ট্রাম্পের
পেকুয়ায় প্রাচীন খাল উদ্ধারে পদক্ষেপ জনমনে স্বস্তি
ঢাকার বাতাস ২৪৬ স্কোর নিয়ে আজ ‘খুব অস্বাস্থ্যকর’
ট্রাম্প ক্যাপিটল হিলের দাঙ্গায় জড়িত ১৫০০ জনকে ক্ষমা করলেন
মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম ভারতীয় বংশোদ্ভূত ‘সেকেন্ড লেডি’
গাজা একটি ‘বিশাল ধ্বংসস্তূপ’, পুনর্নির্মাণ করা প্রয়োজন: ট্রাম্প
মধ্যপ্রাচ্যে শান্তির প্রথম পদক্ষেপ গাজায় যুদ্ধবিরতি চুক্তি: ডোনাল্ড ট্রাম্প
ট্রাম্পের শপথ : যোগ দেন চীনের হ্যান ঝেং ভারতের জয়শঙ্কর
সুইজারল্যান্ডের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধান উপদেষ্টা
সত্যিই কি মারা গেছেন ম্যাশ? কি বলছে রিউমর স্ক্যানার?
সেই যুবকের বিরুদ্ধে ৯০০ টাকা চুরির মামলা
প্যারিস জলবায়ু চুক্তি থেকে বেরিয়ে আসার ঘোষণা ট্রাম্পের
সাফারি পার্কের দেয়াল টপকে পালিয়ে গেল নীলগাই
জোকোভিচ-আলকারাজ হাইভোল্টেজ লড়াই আজ
বড় জয়ে পয়েন্ট টেবিলে দুই নম্বরে চিটাগাং