জুলাই’র গণহত্যা-ই নয়, বিগত ১৫ বছরের সব অপকর্মের বিচার হবে : প্রধান উপদেষ্টা
১৭ নভেম্বর ২০২৪, ০৭:৩৬ পিএম | আপডেট: ১৭ নভেম্বর ২০২৪, ০৮:১০ পিএম
শুধু জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে সংঘটিত গণহত্যাই নয়, বরং বিগত ১৫ বছরে যত অপকর্ম সংঘটিত হয়েছে, সেই সব অপরাধের বিচার করা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
রোববার (১৭ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে অন্তর্বর্তী সরকারের ১০০ দিন পূর্তি উপলক্ষে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে এ কথা জানান তিনি। জুলাই-আগস্টে ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলনে শহীদ ও আহতদের শ্রদ্ধাভরে স্মরণ করে প্রধান উপদেষ্টা বলেন, কেবল জুলাই-আগস্ট হত্যাকাণ্ডই নয়, আমরা গত ১৫ বছরে সব অপকর্মের বিচার করব। অসংখ্য মানুষ গুম হয়েছে, খুন হয়েছে এ সময়ে।
তিনি বলেন, আমরা গুমের তদন্তে একটি কমিশন গঠন করেছি। কমিশন প্রধান আমাকে জানিয়েছেন অক্টোবর পর্যন্ত তারা ১ হাজার ৬০০ গুমের তথ্য পেয়েছেন। তাদের ধারণা, এই সংখ্যা ৩ হাজার ৫০০ ছাড়িয়ে যাবে। নির্ভয়ে গুম-সংক্রান্ত কমিশনে অভিযোগ জানানোর আহ্বান জানিয়ে ড. মুহাম্মদ ইউনূস বলেন, অনেকেই কমিশনের কাছে গুমের অভিযোগ করতে ভয় পাচ্ছেন এই ভেবে যে, অভিযুক্ত ব্যক্তিদের দ্বারা তারা আবার আক্রান্ত হতে পারেন, ক্ষতিগ্রস্ত হতে পারেন। আমি আপনাদের আশ্বস্ত করতে চাই, আপনারা দ্বিধাহীন চিত্তে কমিশনকে আপনাদের অভিযোগ জানান। কারও সাধ্য নেই আপনাদের গায়ে আবার হাত দেয়।
তিনি বলেন, গুম কমিশনের সদস্যদের কাছে ভুক্তভোগীদের যে বিবরণ আমরা পেয়েছি তা অত্যন্ত মর্মান্তিক। জুলাই-আগস্টের বিপ্লবের পর ছাত্র-ছাত্রীরা শহর বন্দরের দেয়ালে-দেয়ালে তাদের মনের কথা লিখেছে। তাদেরও আগে যারা গুমের শিকার হয়েছে, প্রতিটি গোপন আস্তানার দেয়ালে-দেয়ালে তারা লিখে গেছেন, রেখেছেন তাদের কষ্টের মর্মস্পর্শী বিবরণ। তাদের এসব কষ্টের কথা শুনে আমাদের হৃদয় কেঁপে উঠেছে। এসবের সঙ্গে জড়িতদের আমরা বিচারের কাঠগড়ায় দাঁড় করাবই।
প্রধান উপদেষ্টা বলেন, অভিযুক্ত যতই শক্তিশালী হোক, যে বাহিনীরই হোক তাকে ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই। কেবল দেশে নয়, গুম, খুন ও জুলাই-আগস্ট গণহত্যার সঙ্গে জড়িতদের আমরা আন্তর্জাতিক আদালতেও বিচারের উদ্যোগ নিয়েছি। ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টের প্রধান কৌশলী করিম খানের সঙ্গে আমার এ ব্যাপারে ইতোমধ্যে কথা হয়েছে। তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর কোনো সদস্য কিংবা অন্য কেউ যাতে হত্যা, গুমসহ এ ধরনের কোনো অপরাধে জড়িয়ে পড়তে না পারে, এ জন্য আমরা গুমবিরোধী আন্তর্জাতিক সনদে সাক্ষর করেছি।
জুলাই-আগস্ট হত্যাকাণ্ডের বিচারে জাতিসংঘও এ সরকারের পাশে আছে জানিয়ে ড. ইউনূস বলেন, জাতিসংঘের আন্তর্জাতিক মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ফলকার তুর্ক সম্প্রতি বাংলাদেশ সফর করেছেন। জাতিসংঘ জুলাই-আগস্ট হত্যাকাণ্ডের তদন্তে আমাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। ডিসেম্বরের প্রথম সপ্তাহেই তারা আমাদেরকে তাদের রিপোর্ট হস্তান্তরের প্রতিশ্রুতি দিয়েছে। অতীতের গুমের ঘটনাগুলোর তদন্ত কাজেও আমরা নিয়মিত তাদের সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলেছি। মানবাধিকার রক্ষায় সহযোগিতা করতে ঢাকায় তারা তাদের জনবল বাড়ানোর প্রস্তাব দিয়েছে। আমরা সেই প্রস্তাব গ্রহণ করেছি।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
সাঁথিয়ায় বিএনপির কমিটি নিয়ে বিরোধ; নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদ
যবিপ্রবিতে বারির কৃষিযন্ত্র উদ্ভাবনী সেমিনার ও প্রদর্শনী
ভূরুঙ্গামারীতে আওয়ামীলীগ নেতা আটক
মানিকগঞ্জে আ'লীগ নেতাসহ ও ওয়ারেন্টের আসামি সহ গ্রেফতার ৬
"কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লার জন্মদিন আজ"
উইন্ডিজ সফরে ভালো করতে মুখিয়ে আছে ক্রিকেটাররা: সালাহউদ্দিন
হালুয়াঘাটে ব্যবসায়ী নেতার ওপর সন্ত্রাসী হামলা, পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন
সাবিনা-মনিকাদের ফ্রিজ উপহার দিলো ওয়ালটন
ময়মনসিংহে মাদক মামলায় ৩ আসামির যাবজ্জীবন কারাদন্ড
দুর্ঘটনায় আহত পরিচালক হিসাবকে দেখতে হাসপাতালে নোবিপ্রবি উপাচার্য
আইপিএলে খেলা নিয়ে ‘প্রত্যাশা সীমিত’ রিশাদের
অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ দেখাতে মহাপরিকল্পনা করা হয়েছে : প্রধান উপদেষ্টা
পশ্চিমা গণতন্ত্র, পুঁজিবাদী ব্যবস্থার দেউলিয়াত্ব রাষ্ট্র সংস্কারের কাঠামো হতে পারে না
মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৮তম মৃত্যুবার্ষিকীতে গণঅধিকার পরিষদের বিনম্র শ্রদ্ধা
আখাউড়া শহীদ স্মৃতি সরকারি ডিগ্রী কলেজের ভাবমুর্তি রক্ষার আহবান শিক্ষক-কর্মচারিদের
ব্রাহ্মণবাড়িয়ার কসবা-আখাউড়ায় সাবেক এমপি মুশফিকুর রহমানের এপিএস দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক আরিফ হাসানের দূর্নীতি
টেলিটকের সঙ্গে এনআইডি সেবায় চুক্তি করতে চায় ইসি
কেজির মাপে গরু কিনে সেই পশু দিয়ে কোরবানী করা প্রসঙ্গে?
কালিয়াকৈরে ট্রেনে কাটা পড়ে নিরাপত্তাকর্মীর মৃত্যু
বনভোজনে মহেশখালীর ইউএনও মিকি মার্মা -অপসারণ দাবী