প্রশংসায় ভাসছে পাকিস্তান
২২ নভেম্বর ২০২৪, ১০:৫২ এএম | আপডেট: ২২ নভেম্বর ২০২৪, ১০:৫২ এএম
বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ১০০টি স্কলারশিপের অনুমোদন দিয়েছে পাকিস্তান। দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এই স্কলারশিপ প্রদানের সিদ্ধান্ত অনুমোদন করেছেন। গত বুধবার (২০ নভেম্বর) পাকিস্তানি সংবাদমাধ্যম সামা টিভি এ খবর জানিয়েছে।
খবরে বলা হয়েছে, বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাকিস্তানি শিক্ষার্থীদের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য পাকিস্তানে উচ্চশিক্ষার সুযোগ আরও প্রসারিত হলো।
এ খবর প্রকাশিত হওয়ার পরে নেটিজেনরা প্রশংসায় ভাসাচ্ছে পাকিস্তানকে। আর এটি রীতিমত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়।
এস এম ফারুক নামে একজন ফেসবুকে লিখেছেন, বাংলাদেশ কখনোই পাকিস্তানের শত্রু ছিল না। ভারত গভীর ষড়যন্ত্র করে পাকিস্তানকে বাংলাদেশের শত্রু বানিয়েছে। সেই চক্রান্তে ভারতও সফল হয়েছিল। এখন আশা করি ভবিষ্যতে দুই মুসলিম দেশ এক হয়ে কাজ করবে।
এইচ এম শফিকুল ইসলাম নামে একজন ফেসবুকে লিখেছেন, ধন্যবাদ এটি একটি ভালো সিদ্ধান্ত। এতে উভয় দেশের প্রতি দোয়া ও শুভ কামনা রইল।
সাইমুম জাফর ইকবাল নামে একজন ফেসবুকে লিখেছেন, বাংলাদেশ ও পাকিস্তান জিন্দাবাদ। ভারত নিপাত যাক।
অনেকেই ফেসবুকে এই নিউজ শেয়ার করে আলহামদুলিল্লাহ বলেছেন। কেউ কেউ বলেছেন, পাকিস্তানের সঙ্গে আমাদের ভালো সম্পর্ক
থাকলে অনেক কিছুই ভালো হবে। এতে দুই দেশের পারস্পরিক সম্পর্ক বৃদ্ধি পাবে।
উল্লেখ্য, শেখ হাসিনার সরকারের পতনের পর বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার কূটনৈতিক সম্পর্কের উন্নতি ঘটছে। সাম্প্রতিক সময়ে দুই দেশের মধ্যে বিভিন্ন খাতে সহযোগিতা শুরু হয়েছে।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও