জয়সওয়াল-কোহলিতে পিষ্ট অস্ট্রেলিয়া
২৫ নভেম্বর ২০২৪, ১২:০২ এএম | আপডেট: ২৫ নভেম্বর ২০২৪, ১২:০২ এএম
পার্থ টেস্ট
জশ হেইজেলউডের শর্ট বলে র্যাম্প শট খেললেন জয়স্বী জয়সওয়াল। বল পড়ল বাউন্ডারি কুশনে, ছক্কা; আগের দিন জাগানো তার সেঞ্চুরির সম্ভাবনা পেয়ে গেল পূর্ণতা। সেখানে না থেমে আরও অনেকদ‚র এগিয়ে গেলেন ভারতীয় ওপেনার। দীর্ঘ দিনের খরা কাটিয়ে বহুকাক্সিক্ষত তিন অঙ্কের উষ্ণ ছোঁয়া পেলেন ভিরাট কোহলিও। প্রথম ইনিংসে ব্যাটিং ব্যর্থতার পর ঘুরে দাঁড়িয়ে অস্ট্রেলিয়াকে পাহাড়সম লক্ষ্য ছুঁড়ে দিল ভারত। সেই রানের পাহাড়ে চাপা পড়ে হিমশিম খাওয়ার অবস্থা অস্ট্রেলিয়ার। তৃতীয় দিনের শেষ বেলায় সামান্য কিছু সময় ব্যাটিং করেই হারের ঘোর শঙ্কায় পড়ে গেছে তারা।
জয়সওয়াল ও কোহলির নৈপুণ্যে পার্থে ৬ উইকেটে ৪৮৭ রান নিয়ে দ্বিতীয় ইনিংস ঘোষণা করেছে ভারত। প্রথম ইনিংসে ১৫০ রান করেও চমৎকার বোলিংয়ে লিড নেওয়া সফরকারীরা প্রতিপক্ষকে ছুঁড়ে দিয়েছে ৫৩৪ রানের বিশাল লক্ষ্য। টেস্ট ক্রিকেটের ইতিহাসে ৫০০ রান তাড়া করে জয়ের নজির নেই। ২০০৩ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের ৪১৮ রানের লক্ষ্যে জয় এখন পর্যন্ত রেকর্ড।
অসম্ভব রান পাহাড় টপকানোর লক্ষ্যে শুরুটা খুব বাজে হয়েছে অস্ট্রেলিয়ার। ¯্রফে ১২ রান তুলতেই ৩ উইকেট হারিয়ে তৃতীয় দিন শেষ করেছে স্বাগতিকরা। এখনও পিছিয়ে ৫২২ রানে। অস্ট্রেলিয়া সফরে প্রথম টেস্ট খেলতে নেমে প্রথম ইনিংসে রানের খাতা খুলতে না পারা জয়সয়াওল দ্বিতীয় ইনিংসে করেন ১৬১ রান। তার ২৯৭ বল ও ৪৩২ মিনিট স্থায়ী চমৎকার ইনিংসটি গড়া ৩ ছক্কা ও ১৫ চারে। টেস্টে এটি জয়সয়াওলের চতুর্থ শতক। চারটি সেঞ্চুরিকেই দেড়শ ছোঁয়া ইনিংসে রূপ দিয়েছেন ২২ বছর বয়সী তরুণ।
টানা ব্যর্থতার ধারায় অস্ট্রেলিয়ার বিপক্ষে এই টেস্টের প্রথম ইনিংসেও ৫ রানে আউট হন কোহলি। ঘুরে দাঁড়িয়ে দ্বিতীয়ভাগে তিনি খেললেন ২ ছক্কা ও ৮ চারে ১৪৩ বলে ঠিক ১০০ রানের অপরাজিত ইনিংস। তার সেঞ্চুরির পরই ইনিংস ঘোষণা করে দেয় ভারত। টেস্টে দীর্ঘ ১৬ মাস পর সেঞ্চুরির স্বাদ পেলেন কোহলি। এর আগে ক্রিকেটের অভিজাত সংস্করণে সবশেষ তিন অঙ্কের দেখা তিনি পেয়েছিলেন ২০২৩ সালের জুলাইয়ে, ত্রিনিদাদ টেস্টে উইন্ডিজের বিপক্ষে খেলেছিলেন ১২১ রানের ইনিংস।
রেকর্ড আর অর্জনের ছড়াছড়ি...
কী অদ্ভুত বৈপরীত্য পার্থ টেস্টের প্রথম দুই দিনের খেলায়। প্রথম দিন দুই দল মিলিয়ে পড়েছিল ১৭ উইকেট, পরের দিন সেখানে উইকেট পড়ল ¯্রফে ৩টি! ব্যক্তিগত রেকর্ড-অর্জন যেমন ধরা দিল, তেমনি আঁচড় ফেলল দলীয় রেকর্ডেও। দলীয় অর্জনে যেমন অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস গুটিয়ে গেছে ১০৪ রানে। ভারতের বিপক্ষে দেশের মাঠে তাদের দ্বিতীয় সর্বনিম্ন দলীয় সংগ্রহ এটি। ১৯৮১ সালে মেলবোর্নে তারা অল আউট হয়েছিল ৮৩ রানে। ১৯৮৫ সালের পর দেশের মাঠে যেকোনো দলের বিপক্ষে অস্ট্রেলিয়ার তৃতীয় সর্বনিম্ন এবং ভারতের বিপক্ষে দেশে-বাইরে মিলিয়ে তাদের চতুর্থ সর্বনিম্ন স্কোর এটি। প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার প্রথম ৬ ব্যাটসম্যান মিলে করেন ৩৭ রান। গত ৪৬ বছরের মধ্যে দেশের মাঠে এক ইনিংসে তাদের প্রথম ৬ ব্যাটসম্যানের সর্বনিম্ন রান এটি। ১৯৭৮ সালে ব্রিজবেনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ইনিংসে তাদের প্রথম ৬ জন মিলে করেছিল ২২ রান।
উল্টোরথে চড়ে প্রথম ইনিংসে ১৫০ রানে অল আউট হয়েও ৪৬ রানের লিড পায় ভারত। আগে ব্যাট করে ১৫০ বা এর কম রান করে কোনো দলের পঞ্চম সর্বোচ্চ লিড এটি। এক্ষেত্রে সর্বোচ্চ লিড ইংল্যান্ডের ৭১ রানের, ১৮৮৮ সালে সিডনিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে আগে ব্যাট করে ১১৩ রানে অল আউট হওয়ার পর ওই লিড পেয়েছিল ইংলিশরা। আগে ব্যাট করে ১৫০ বা এর কম রান করে প্রথম ইনিংসে ভারতের লিড পাওয়ার ঘটনা ছিল এতদিন দুটি। ২০০২ সালে হ্যামিল্টনে নিউ জিল্যান্ডের বিপক্ষে ৯৯ রানে অল আউট হওয়ার পরও ৫ রানের লিড পেয়েছিল তারা। ১৯৩৬ সালে লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে ১৪৭ রানে গুটিয়ে যাওয়ার পর তারা লিড পেয়েছিল ১৩ রানের। ওই দুই ম্যাচেই অবশ্য হেরেছিল ভারত।
ব্যক্তিগত অর্জনে ঝুলি আরো সমৃদ্ধ করেছেন বুমরাহ। প্রথম ইনিংসে ১৮ ওভারে ৩০ রান দিয়ে ৫ উইকেট শিকার করেন ভারতের ভারপ্রাপ্ত অধিনায়ক। এশিয়ার বাইরে এই নিয়ে ৯ বার ইনিংসে পাঁচ উইকেটের স্বাদ পেলেন তিনি, ভারতের বোলারদের মধ্যে যৌথভাবে যা সর্বোচ্চ। ৭৭ ইনিংসে ৯ বার এই স্বাদ পান সাবেক অলরাউন্ডার কাপিল দেব। তাকে বুমরাহ ছুঁয়ে ফেললেন ৫৫ ইনিংসেই। ৮ বার করে এই স্বাদ পেয়েছেন ভগবত চন্দ্রশেখার, অনিল কুম্বলে ও ইশান্ত শার্মা। বুমরাহর ৩০ রানে ৫ উইকেট ১৯৮৫ সালের পর ভারতীয় কোনো অধিনায়কের সেরা বোলিং। ওই বছর অস্ট্রেলিয়ার বিপক্ষেই অ্যাডিলেইডে ১০৬ রানে ৮ উইকেট নিয়েছিল কাপিল। এছাড়া ২০০৭ সালে মেলবোর্ন টেস্টে কুম্বলের পর ইনিংসে পাঁচ উইকেট পাওয়া প্রথম ভারতীয় অধিনায়কও বুমরাহ।
আর ব্যাটিংয়ে প্রথম ইনিংসে শ‚ন্য রানের পর, পরের ইনিংসে দ্বিতীয় দিন শেষে ৯০ রানে অপরাজিত আছেন ইয়াসাসভি জয়সওয়াল। এই ইনিংসের পথে ২টি ছক্কা মেরে একটি রেকর্ড গড়েছেন ভারতের তরুণ ওপেনার। টেস্টে এক পঞ্জিকাবর্ষে সর্বোচ্চ ছক্কা এখন তারই। তিনি ছাড়িয়ে গেছেন নিউ জিল্যান্ডের সাবেক ব্যাটসম্যান ব্রেন্ডন ম্যাককালামকে। এই বছরে ২৩ ইনিংসে জয়সওয়ালের ছক্কা এখন ৩৪টি। ২০১৪ সালে ১৬ ইনিংসেই ৩৩ ছক্কা মেরে রেকর্ড গড়েছিলেন ম্যাককালাম। এই দুজন ছাড়া এক বছরে ৩০ ছক্কাও নেই কারও। ২০২২ সালে ২৬ ইনিংসে ২৬ ছক্কা মেরে তিনে আছেন ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক বেন স্টোকস। যৌথভাবে চারে আছেন অ্যাডাম গিলক্রিস্ট ও ভিরেন্দার শেবাগ। ২০০৫ সালে গিলক্রিস্ট ২২ ইনিংসে ও ২০০৮ সালে শেবাগ ২৭ ইনিংসে মেরেছিলেন ২২টি করে ছক্কা।
দলীয়, ব্যক্তিগতের সঙ্গে জুটিতেও ভারত দেখিয়েছে মুন্সিয়ানা। দ্বিতীয় ইনিংসে ১৭২ রানের উদ্বোধনী জুটিতে অবিচ্ছিন্ন আছেন জয়সওয়াল ও লোকেশ রাহুল। অস্ট্রেলিয়ার মাটিতে ভারতের দ্বিতীয় সর্বোচ্চ উদ্বোধনী জুটি এটি। ১৯৮৬ সালে সিডনিতে প্রথম ইনিংসে ১৯১ রানের উদ্বোধনী জুটি গড়েছিলেন সুনিল গাভাস্কার ও কৃষ্ণামাচারি শ্রীকান্ত। তৃতীয় দিন পূর্বস‚রিদের ছাড়িয়ে যাওয়ার হাতছানি জয়সওয়াল-রাহুল যুগলের সামনে। এছাড়া অস্ট্রেলিয়ার মাটিতে ভারতের দেড়শ রানের উদ্বোধনী জুটি আছে আর কেবল একটি। ১৯৮১ সালে মেলবোর্নে দ্বিতীয় ইনিংসে চেতান চৌহানকে নিয়ে ১৬৫ রানের জুটি গড়েছিলেন গাভাস্কার।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
গুমের দায়ে আইনশৃঙ্খলা বাহিনীর ২২ সদস্য চাকরিচ্যুত
কুরস্ক অঞ্চলের ৪০ ভাগ খোয়ানোর স্বীকারোক্তি ইউক্রেনের
মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে বাংলাদেশ চীনের সাথে কাজ করতে আগ্রহী: বাণিজ্য উপদেষ্টা
হাজীদের সর্বোত্তম স্বার্থ রক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ ধর্ম উপদেষ্টা ড. খালিদ হোসেন
শরীয়তপুরে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ কর্মী সভা
মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় সিকিউরিটি গার্ড নিহত
পাকিস্তানকে উড়িয়ে দিল জিম্বাবুয়ে
১৫ দিন রিমান্ড শেষে কারাগারে আব্দুর রাজ্জাক
লক্ষ্মীপুরে ১২০ টাকায় পুলিশে চাকরি পেলেন ৫০ জন
নির্বাচিত সরকারই দেশকে পুনর্গঠন করতে পারে : তারেক রহমান
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জেলা কমিটিতে অচেনা ৭ জন
মৌলভীবাজারে কৃষি ও প্রযুক্তি মেলা শুরু
দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের মডেল উদ্ভাবন
ব্রহ্মপুত্রে অবৈধ ড্রেজার বসিয়ে চলছে বালু ব্যবসা
বাঘায় কৃষি শ্রমিককে গলা কেটে হত্যা
কেশবপুরে অবৈধ ইটভাটা বন্ধে বিভিন্ন দফতরে অভিযোগ
হামলার শিকার হয়েও মুখ খুলতে পারছে না বোয়ালমারীর বহু পরিবার
ইসলামী আন্দোলনের গণসমাবেশে আ.লীগ নিষিদ্ধের দাবি
বিপিএলের প্রথম দিনই মাঠে নামছে বসুন্ধরা-মোহামেডান
সাগরে মিলছে না আশানুরূপ ইলিশ হতাশায় মীরসরাইয়ের জেলেরা