গাজীপুরের যানজট ঠেকল রাজধানীতে
১৯ ডিসেম্বর ২০২৪, ০৯:১০ এএম | আপডেট: ১৯ ডিসেম্বর ২০২৪, ০৯:৩০ এএম
গাজীপুরের টঙ্গীর ইজতেমা ময়দানে হামলায় মুসল্লিদের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন জোবায়েরপন্থীরা। বিক্ষোভ ও অবরোধের কারণে গতকাল বুধবার দিনভর ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে তীব্র যানজট দেখা দেয়। এতে রাজধানীর বিভিন্ন এলাকায় দেখা দেয় তীব্র যানজট। ভোগান্তিতে পড়ে নগরবাসী। গতকাল সন্ধ্যায় মহাসড়কের উত্তরা এলাকায়।
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে টঙ্গীর স্টেশন রোড ও শ্রীপুরের মাওনা চৌরাস্তা এলাকার পল্লী বিদ্যুৎ মোড়ে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করে জোবায়েরপন্থীরা। সড়ক অবরোধের প্রভাবে গাজীপুর দিয়ে ঢাকা থেকে বের হওয়া ও ঢাকায় ঢোকার উভয় পথে তীব্র যানজট দেখা দেয়। তা রাজধানীর উত্তরা, কুড়িল বিশ্বরোড, বনানী, বাড্ডাসহ বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ে।
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে রাজধানীর বিমানবন্দর ও এর আশপাশ এলাকায় গতকাল সন্ধ্যায়ও বিভিন্ন ধরনের যানবাহনকে যানজটে আটকে থাকতে দেখা যায়। এতে ভোগান্তিতে পড়েন ওই মহাসড়কে চলাচলকারী যাত্রী ও পরিবহনকর্মীরা।
উত্তরা প্রতিনিধি জানান, মহাসড়কের উত্তরা ও বিমানবন্দর এলাকা ঘুরে এবং কর্তব্যরত ট্রাফিক পুলিশ সদস্যদের সঙ্গে কথা বলে জানা যায়, জোবায়েরপন্থীদের অবস্থানের কারণে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উভয় অংশে যানজট দেখা দেয়। বিশেষ করে ঢাকা থেকে বের হওয়ার পথে উত্তরা এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ ঢাকা থেকে বের হওয়ার ক্ষেত্রে বিভিন্ন সড়কে ডাইভারশন করে দেয়।
বিদেশগামী মো. হাসান বলেন, ‘হঠাৎ করে মহাসড়কের যানজটের কারণে বিপদেই পড়ে গিয়েছিলাম। ভাগ্য ভালো, হাতে বেশি সময় নিয়ে বের হয়েছিলাম। তাতেও ফ্লাইট ছেড়ে দেওয়ার কিছুটা সময় আগে বিমানবন্দরে পৌঁছাতে পেরেছি। নাহলে বিদেশযাত্রাই শেষ হয়ে যেত।’
সৌখিন পরিবহনের চালক সুরুজ মিয়া বলেন, ‘সকাল ৯টার কিছু পর মাওনা চৌরাস্তায় এসে পৌঁছাই। এসে দেখি হুজুররা রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ করছেন। এক ঘণ্টার বেশি সময় বাস বন্ধ করে বসে আছি। কিছু যাত্রী বাস থেকে নেমে গেছে।’
ইসলাম পরিবহনের যাত্রী আমেনা খাতুন জানান, তাঁর ছোট বোন স্থানীয় একটি কারখানায় চাকরি করেন। কারখানায় বোনের অসুস্থ হয়ে পড়ার খবর পেয়ে বাসে করে রওনা দেন তিনি। কিন্তু আন্দোলনের কারণে দীর্ঘ সময় ধরে বাসে বসে থাকতে হয়েছে। সোনার বাংলা পরিবহনের যাত্রী সবুজ মিয়া বলেন, ‘শত শত পরিবহন আটকে রয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন হাজারো মানুষ।’
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
আরও পড়ুন
ট্রাইব্যুনালে হাজির করা হলো সাবেক পুলিশপ্রধান মামুন ও জিয়াউলকে
সর্বকালের সর্বনিম্নে নেমেছে ভারতীয় রুপির মূল্য
অস্ত্র’ হাতে বক্তব্যের ভিডিও ভাইরাল, আসল ঘটনা কী?
মুখে ভয়ানক আঘাত পেয়েছেন দোন্নারুম্মা
বগুড়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য রিপু নেত্রকোনায় গ্রেফতার
রাশিয়ার তেলবাহী জাহাজ ডুবে কৃষ্ণ সাগরের ৫০ কিলোমিটার সৈকত দূষিত
অনুমতি ছাড়াই বাংলাদেশে ডাক্তারি করে যাচ্ছেন ভারতীয়রা: ডা. রফিকুল
সিরিয়াকে সন্ত্রাসীদের আখড়া বানাতে দেব না : এরদোগান
ডাম্প ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ৫
শনিবার চট্টগ্রাম বন্দরে আবারো ভিড়বে পাকিস্তানি জাহাজ
পাকিস্তানের ক্ষেপণাস্ত্র কর্মসূচির ওপর মার্কিন নিষেধাজ্ঞা
পাকিস্তানের বিপক্ষে মহারাজ ও মুল্ডারকে নিয়ে ‘বাজি’ ধরল দ. আফ্রিকা
বাংলাদেশের নির্বাচন পরিকল্পনাকে স্বাগত জানাল যুক্তরাষ্ট্র
লঙ্কান টি-টোয়েন্টি দলে নেই ওয়েলালাগে
বিশ্বকাপে মদের নিষেধাজ্ঞা শিথিল করবে না সৌদি আরব
ঢাকা বাণিজ্য মেলায় প্রথম অংশ নিচ্ছে পাকিস্তান ফার্নিচার কাউন্সিল
টিএসসিতে গিয়ে ক্ষমা চাইলেন অভিনেত্রী মেহজাবীন
সীমান্তে তিন বাংলাদেশিকে হত্যার অভিযোগ বিএসএফের বিরুদ্ধে
আসাদের পতন : সিরিয়ায় ফের চালু হলো বাণিজ্যিক ফ্লাইট
সিরিয়ার অস্ত্রে সয়লাব লেবানন, ২৫ ডলারেও বিক্রি হচ্ছে একে-৪৭ রাইফেল