স্বাধীনতাবিরোধী দল দেশ ধ্বংস করতে চাচ্ছে : আবদুল্লাহ আল নোমান
০৭ জানুয়ারি ২০২৫, ১২:৫৮ এএম | আপডেট: ০৭ জানুয়ারি ২০২৫, ১২:৫৮ এএম
স্বাধীনতাবিরোধী দল পেছন থেকে ছুরিকাঘাত করে দেশ ধ্বংস করতে চাচ্ছে বলে মনে করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান। বিদেশযাত্রার আগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে দেখতে গিয়ে নোমান তার কাছে এ কথা বলেছেন। গতকাল সোমবার নগরীর লালখান বাজারের পিটস্টপ রেস্টুরেন্টে চট্টগ্রাম মহানগর বিএনপির সাংগঠনিক সভায় আবদুল্লাহ আল নোমান বিষয়টি জানান।
এর আগে, রোববার সন্ধ্যায় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন আবদুল্লাহ আল নোমান ও তার ছেলে সাঈদ আল নোমান। সাক্ষাতে কী কথা হয়েছে? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আবদুল্লাহ আল নোমান বলেন, বিশেষ কোনো কথা নেই। সংগঠনের অগ্রগতির বিষয়ে কথা হয়েছে। আমি বলেছি— বাংলাদেশের যে পরিস্থিতি, তাতে স্বাধীনতা ও স্বার্বভৌমত্ব বিরোধী দু-একটি দল পেছন থেকে ছুরিকাঘাত করে দেশকে ধ্বংস করতে চাচ্ছে। তিনি বললেন— আমাদের কাজ ফল দেবে, আমাদের কাজের মধ্য দিয়ে মানুষ মূল্যয়ন করবে। সভায় প্রধান অতিথির বক্তব্যে দেশের মধ্যে চলমান ষড়যন্ত্র কার্যক্রম প্রতিহত করতে দলীয় নেতাকর্মীদের প্রতি আহŸান জানিয়ে নোমান বলেন, সামনের দিনে যে ষড়যন্ত্রমূলক কার্যক্রম চলছে সেটাকে প্রতিহত করতে হবে। আমরা চাই দেশে ঐক্যবদ্ধভাবে কাজ করতে। ঐক্য ছাড়া ব্যক্তিগতভাবে সুবিধা নেওয়ার চেষ্টা হতে পারে। কিন্তু রাজনৈতিকভাবে সেটা সফল হবে না যদি অন্তর থেকে কাজ না করা হয়।
বিএনপির ভেতরে ঘাপটি মেরে বসে থাকা অসাধু লোকদের সাংস্কৃতিক বিপ্লবের মাধ্যমে বের করতে হবে উল্লেখ করে তিনি বলেন, দেশের মধ্যে যে অরাজক পরিস্থিতি এবং দেশের মানুষের কল্যাণ বিরোধী যে অপকর্মকাÐ শুরু হয়েছে সেটাকে আমরা আমাদের শক্তি দিয়ে মোকাবিলা করে সামনের দিকে এগিয়ে যাব। দলের ভেতরে এবং বাইরে ঘাপটি মেরে কিছু লোক রয়ে গেছে। তাদের সাংস্কৃতিক বিপ্লবের মাধ্যমে বের করতে হবে। সাংগঠনিক শক্তি শুধু মুখে বললে হয় না। গণতন্ত্র যদি না থাকে তাহলে সেখানে যে কোনো কর্মকাÐ অর্থহীন হয়ে যায়। তাই আমাদের আত্মসমালোচনা করতে হবে। ভ‚লত্রæটি হলে সেগুলো কাটিয়ে ওঠতে হবে।আমরা শুধু কথা বলব, পথ দেখাবো কিন্তু নিজে সে পথে হাঁটবো না সেটা হয় না। কথা ও কাজে মিল থাকতে হবে।
সভায় বিএনপির ভাইস চেয়ারম্যান আহমদ আজম খান বলেন, দেশ ও দেশের বাইরে বর্তমান সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। সেসঙ্গে জাতীয় ঐক্য নিয়ে ষড়যন্ত্র করা হচ্ছে। স্বাধীনতা একক পরিবার দাবি করেছিল, জনগণ সেটা গ্রহণ করেনি। তেমনিভাবে ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন একটি পক্ষের ছিল বলে দাবি করেছে। সেটা জনগণ মেনে নেবে না। আন্দোলনের দাবিদার বিএনপি এককভাবে হতে চায় না, সারা দেশের ছাত্র-জনতা ও রাজনৈতিক দলগুলোও যুক্ত ছিল।
তিনি আরো বলেন, আন্দোলন সংগ্রামের দল বিএনপি। জনগণের দাবি আদায়ে পুনরায় রাজপথে নামবে বিএনপি। সবার আগে সংসদ নির্বাচন, পরে বাকি সব নির্বাচন। নির্বাচন নিয়ে ষড়যন্ত্র হলে আবারও রাজপথে নামবে বিএনপি। রাজপথ ও রক্তকে ভয় পায় না বিএনপি। আমরা মাঠে নামতে চাই না, জাতীয় ঐক্য বিনষ্ট করার চেষ্টা করবেন না। সংস্কার চলমান প্রক্রিয়া, সংস্কারের কথা বলে নির্বাচনে বিলম্ব করবেন না।
নগর বিএনপির আহŸায়ক এরশাদ উল্লাহর সভাপতিত্বে ও সদস্য সচিব নাজিমুর রহমানের সঞ্চালনায় সভায় অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন দলটির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম ও সহ-সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
প্রত্যর্পণের চাপের মধ্যেই হাসিনার ভিসার মেয়াদ বাড়াল ভারত
বগুড়ার টপ টেরর যুবলীগ নেতা আলহাজ শেখ গ্রেপ্তার
ভয়াবহ দাবানলে পুড়ছে লস অ্যাঞ্জেলেস
সাতক্ষীরায় অপহৃত তরুণী উদ্ধার, যুবদল নেতাসহ গ্রেপ্তার দুই
পাচার হওয়া অর্থ ফেরাতে ইইউর সহায়তা চাইলেন- পররাষ্ট্র উপদেষ্টা
সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বিদেশ সফর, দেশবাসীর নিকট দোয়া চাইলেন কায়কোবাদ
লক্ষ্মীপুরে শিক্ষার্থীদের ওপর গুলি করা সেই নিষিদ্ধ ছাত্রলীগ নেতা বিমানবন্দর থেকে গ্রেপ্তার
লক্ষ্মীপুরে বেড়েছে ডায়রিয়া ও নিউমোনিয়া হাসপাতালের ফ্লোরে ও বারান্দায় ঠাঁই হচ্ছে রোগীদের
সাতসকালেই ‘খুবই অস্বাস্থ্যকর’ বায়ু নিয়ে দূষণের শীর্ষে ঢাকা
সচিবালয়ের গেটে ধাওয়া-পাল্টা ধাওয়া-পুলিশের ফাঁকা গুলি
ফ্রান্সের উগ্র ডানপন্থী রাজনীতিবিদ মারি লা পেনের মৃত্যু
দুদক কার্যালয় থেকে গ্রেপ্তার তিন ভুয়া কর্মকর্তা রিমান্ডে, হত্যা মামলায় যুবলীগ নেতা সোহাগ রিমান্ডে,
শিগগিরই চালের দাম কমে আসবে : বাণিজ্য উপদেষ্টা
কুরস্কে ২৪ ঘন্টায় ইউক্রেনের ৪৮৫ সেনা নিহত
পশ্চিম তীরে বন্দুক হামলায় ৩ ইসরাইলি নিহত
ঢাবিতে হাসিনার ‘ডামি নির্বাচন’ প্রদর্শনী
জুলাই গণহত্যা: হাসিনাসহ ৯৭ জনের পাসপোর্ট বাতিল
শিগগিরই চালের দাম কমে আসবে: বাণিজ্য উপদেষ্টা
গাজায় ফিলিস্তিনিদের ত্রাণ সহযোগিতা দিচ্ছে হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটি
ট্রাম্প প্রশাসনের পররাষ্ট্রনীতি যুদ্ধ নাকি বন্ধুত্বের পক্ষে