‘সেনাবাহিনীকে বণিক সমিতি বানিয়েছে হাসিনা, এর সংস্কার করতে হবে’
২৭ জানুয়ারি ২০২৫, ১১:৩৬ এএম | আপডেট: ২৭ জানুয়ারি ২০২৫, ১১:৩৬ এএম
সেনাবাহিনীকে উদ্দেশ্য করে এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, আপনারা আমাদের তালগাছ দেখাবেন, আর সেই গাছকে আমরা নারিকেল মনে করে খাবো, সেই দিন এখন আরও নেই। সেনাবাহিনীকে বণিক সমিতি হিসেবে গড়ে তুলেছে আওয়ামী লীগ।
ইউটিউবে একটি ভিডিওতে দেখা যায় সেনাবাহিনীকে উদ্দেশ্য করে তিনি এ কথা বলেন।
ব্যারিস্টার ফুয়াদ বলেন, ব্যবসা করতে হলে আমাদের মতো লুঙ্গি-গামছা পড়ে আসেন, তারপর ব্যবসা শুরু করেন। আর্ম ফোর্সরা দেশের নিরাপত্তায় থাকবে। আপনারা চাকরির পাশাপাশি ব্যবসা করতে পারেন না।
তিনি বলেন, সেনাবাহিনী থেকে শুরু করে কোনো আর্ম-ফোর্সরা ব্যবসা করতে পারবেন না। তাদের কোনো প্রতিষ্ঠান থাকতে পারে না। রাষ্ট্র ও সিবিলিয়ানরা ব্যবসা করবে। যার জীবন দেওয়ার জন্য চাকরি, সে ওইটার জন্যই চাকরি করবে।
এবি পার্টির সাধারণ সম্পাদক বলেন, ডিজিএফআই ও এনএসআই গত ১৬ বছরে যা করেছে তার হিসাব দিতে হবে। আমরা জানি তারা কি করেছে। তারা শুধু আর্ম-ফোর্সদের ওপর নির্যাতন করে নাই, তারা গণহত্যা চালিয়েছে। এর বিচার হতে হবে। এমন কোনো অন্যায় হয় নাই যে- ফোর্সরা করে নাই।
এবি পার্টির এই নেতা বলেন, পুলিশ ও সেনাবাহিনী মিলে রাতের ভোট করেছে। কিছু বললে বলে ওপর থেকে নির্দেশ এসেছে, এজন্য করেছি। কেন সব ওপর থেকে আসলেই করতে হবে নাকি। রাতের ভোট করে কোটি কোটি টাকার চেক পেয়েছেন হাসিনার কাছ থেকে।
তিনি আরও বলেন, অফিসারদের রুটি খাওয়া বন্ধ করে ভাত খাওয়া চালু করেন হাসিনা। ফিজিক্যালিভাবে অফিসারদের ধ্বংস করা হয়েছে। প্রমোশন ও টাকার জন্য অফিসাররা যা খুশি সবই করেছে। এখন অফিসাররা মোটা হয়ে গেছে। এসব মোটা অফিসারদের দিয়ে কি যুদ্ধ করা যাবে। ঘুম থেকে ওঠে অফিসাররা এখন হাটে না। তাহলে জীবন দিবেন কীভাবে।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
আরও পড়ুন
টি-টোয়েন্টিতে ঘুরে দাঁড়াতে মরিয়া বাংলাদেশ
রূপালী ব্যাংকের ‘রূপালী ই-ব্যাংক’ অ্যাপ উদ্বোধন
বেলকুচিতে ব্রোকলি চাষে সাফল্য
সালথায় যুবককে ছুরিকাঘাতে হত্যা : তিনজন কারাগারে
তাহসিনের পাশে বিসিবি
তামাক কোম্পানির ফাঁদে পড়ে মাদকে আসক্ত হচ্ছে তরুণ সমাজ; প্রতিরোধে চাই সমন্বিত উদ্যোগ
জিরা চাষে স্বপ্ন দেখছেন গোদাগাড়ীর কৃষকরা
ন্যায়বিচারের স্বার্থে হাসিনাকে ফেরত পাঠাবে ভারত
দেশকে স্বৈরাচার মুক্ত করেছি, নতুনভাবে স্বাধীন হয়েছে বাংলাদেশ: কাহের শামীম
হাতিয়ায় বন্দোবস্তকৃত ভূমি বুঝিয়ে দেওয়ার দাবি
আইসিএমএবি’র প্রেসিডেন্ট মাহতাব উদ্দিন, সচিব হাসনাইন তৌফিক
শৈশবের ক্লাবে ফিরছেন নেইমার
অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে ব্যবসায়ীর মৃত্যু
পাকুন্দিয়ায় ব্যবস্থাপত্র ছাড়াই চলছে অ্যান্টিবায়োটিক বিক্রি
পঞ্চগড়ে চার বিচারকের অপসারণ দাবিতে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ
ময়মনসিংহে আস্থা লাইফের ব্যবসায়িক সভা
সেচ স্কিমের ড্রেন ভেঙে ফেলায় ২২ কৃষকের ইরি চাষ অনিশ্চিত
সাতে থেকে টেস্ট চ্যাম্পিয়নশিপ শেষ বাংলাদেশের
ভাঙন ঠেকানো কাজে নেই গতি
মুসল্লিদের যাতায়াত-ট্রাফিক ব্যবস্থাপনায় ১৩ নির্দেশনা ডিএমপির