দ্বাদশ সূর্য সেন স্মারক বিতর্ক উৎসব-২০২৩
`অস্তিত্বে থাকুক দ্বিমত, মশালে জ্বালো বিপ্লবী স্লোগান বচনে থাকুক যুক্তি, মিছিলে চলুক বিতর্কের জয়গান` -এই স্লোগানকে সামনে রেখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টারদা` সূর্য সেন হলের বিতর্ক সংগঠন সূর্য সেন বিতর্ক ধারা কর্তৃক আয়োজিত হয়ে গেল `দ্বাদশ সূর্য সেন স্মারক বিতর্ক উৎসব ২০২৩`। ১২ থেকে ১৫ অক্টোবর পর্যন্ত তিন দিনব্যাপী এই আয়োজনে ছিলো স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের আন্তঃক্লাব সংসদীয় বিতর্ক এবং...