সংলাপের দরজা খুলছে!
অবশেষে বরফ গলতে শুরু করেছে! বড় দুই দল ক্ষমতাসীন আওয়ামী লীগ ও মাঠের বিরোধী দল বিএনপি অনমনীয় যুদ্ধংদেহি অবস্থান থেকে সরে আসার বার্তা দিয়েছে। বাংলাদেশ সফরের পর মার্কিন প্রাক-নির্বাচন পর্যবেক্ষক দল ‘বর্তমান বাংলাদেশে রাজনৈতিক পরিবেশে নির্বাচনী বিশুদ্ধতায় উল্লেখযোগ্য বাধা রয়েছে’ উল্লেখ করে সংলাপসহ ৫ দফা সুপারিশ করেছে। এরপর মুখোমুখি অবস্থানে থাকা বড় দুই দলের নেতাদের বক্তব্যে বরফ গলতে শুরু করে।...