৮১ কোটি টাকার পেইন্টিং
একটা পেন্টিং, যার ভারতীয় মূল্য ৬১ কোটি ৮০ লাখ (বাংলাদেশি ৮১ কোটি ২৮ লাখ) টাকা! শুনতে অবিশ্বাস্য মনে হলেও এ বিপুল দামেই বিক্রি হল পেন্টিংটি। এর আগে কখনও ভারতীয় চিত্রশিল্প এত দামে বিক্রি হয়নি। তাই এক ছবিতেই তৈরি হল রেকর্ড।
প্রয়াত শিখ-হাঙ্গেরিয়ান শিল্পী অমৃতা শেরগিলের শিল্প ‘দ্য স্টোরি টেলার’ সম্প্রতি বিক্রি হয়েছে এই রেকর্ড দামে। ১৯৩৭ সালের পেন্টিংটি বিশ্বদরবারে নিলামে তোলা...