‘শয়তানের নিঃশ্বাস’ আতঙ্কে সারাদেশ
কোন ধরনের অস্ত্র কিংবা ভয়ভীতি না দেখিয়েই টার্গেট ব্যক্তির সব কিছু লুটে নিতে অপরাধীরা এখন ব্যবহার করছে স্কোপোলামিন বা ভয়ঙ্কর ডেভিলস ব্রেথ। যা শয়তানের নিঃশ্বাস নামে পরিচিত। পাউডার কিংবা তরল জাতীয় এ পদার্থ কোনোভাবে কারও নিঃশ্বাসে নিতে পারলেই ভুক্তভোগী সম্পূর্ণরুপে অপরাধীদের নিয়ন্ত্রণে চলে যান। তাদের কথামতোই রোবটের মতো কাজ করেন। রাজধানীসহ দেশের প্রত্যন্ত অঞ্চলে এখন ডেভিল ব্রেথ বা শয়তানের নিঃশ্বাস...