উড়াল সড়কে ভয়ঙ্কর নারীর ফাঁদ
রাজধানীর মগবাজার থেকে সাতরাস্তা, শান্তিনগর থেকে সোনারগাঁও হোটেলসহ বিভিন্ন দিকে যাতায়াতের উড়াল সেতুতে অহরহ ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। মধ্যরাতে ভয়ঙ্কর হয়ে ওঠে ছিনতাইকারী চক্র। ছিনতাইয়ে ফাঁদ পাতা হয় চক্রের তরুণী সদস্যদের দিয়ে। উড়াল সেতুটির মগবাজারের একটি অংশে পিলারের ওপরে বানানো রয়েছে গোপন আস্তানা (সুড়ঙ্গ)। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে ওই গোপন আস্তানায় বসে দিনের বেলায় মাদক সেবন আর নারী নিয়ে...