উড়াল সড়কে ভয়ঙ্কর নারীর ফাঁদ
১৫ আগস্ট ২০২৩, ১১:২০ পিএম | আপডেট: ১৬ আগস্ট ২০২৩, ১২:০১ এএম
রাজধানীর মগবাজার থেকে সাতরাস্তা, শান্তিনগর থেকে সোনারগাঁও হোটেলসহ বিভিন্ন দিকে যাতায়াতের উড়াল সেতুতে অহরহ ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। মধ্যরাতে ভয়ঙ্কর হয়ে ওঠে ছিনতাইকারী চক্র। ছিনতাইয়ে ফাঁদ পাতা হয় চক্রের তরুণী সদস্যদের দিয়ে। উড়াল সেতুটির মগবাজারের একটি অংশে পিলারের ওপরে বানানো রয়েছে গোপন আস্তানা (সুড়ঙ্গ)। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে ওই গোপন আস্তানায় বসে দিনের বেলায় মাদক সেবন আর নারী নিয়ে অসামাজিক কর্মকাÐ চালাতো চক্রটি। আর রাতে নেমে পড়তো ছিনতাইয়ে। আস্তানার পিলারটির ওপরে উড়াল সেতুর রেলিং ধরে মাঝরাতে দাঁড়িয়ে থাকে নারী সদস্যরা। ওই সেতু ধরে চলাচলরত মোটরবাইক, সিএনজি কিংবা প্রাইভেটকার আরোহীদের কেউ যখনই ওসব তরুণীদের দেখে গাড়ির সামান্য গতি কমান, তখনই তরুণীরা কৌশলে ওইসব আরোহী কিংবা পথচারীদের সেখানে সামান্য দাঁড়াতে বাধ্য করে। সবচেয়ে আশ্চর্য্যরে বিষয় হলো- সেতুর ওপরে আশপাশে কাউকে দেখা না গেলেও কেউ ওসব তরুণীদের সামনে দাঁড়াতেই সেখানে হঠাৎই চাপাতি হাতে উপস্থিত হয় ছিনতাইকারী চক্র। দাঁড়িয়ে থাকা মোটরসাইকেল কিংবা প্রাইভেটকারের আরোহীদের হামলা চালিয়ে লুটে নেয় সব।
এ ধরনের ঘটনা তদন্ত করতে গিয়েই পুলিশ পিলারে গোপন আস্তানার (সুড়ঙ্গ) সন্ধান পান। তরুণীরা উড়াল সড়কের যে পিলারের রেলিং ধরে দাঁড়িয়ে থাকে ওই রেলিংয়ের সাথে পিলারের আস্তানা পর্যন্ত ঝুলিয়ে রাখা থাকে একটি রশি। ওই তরুণীর সামনে যখন কেউ দাঁড়ায় অথবা ওই তরুণী কাউকে দাঁড় করাতে পাওে তখন ঝুলন্ত ওই রশিটি টান দিলেই আস্তানার ছিনতাইকারী বুঝতে পারে তাদের শিকার ধরা পড়েছে। কয়েক সেকন্ডের মধ্যেই তারা রশি বেয়ে উড়াল সেতুতে উঠে পড়ে। তাদের হাতে থাকে চাপাতি কিংবা ধারালো অস্ত্র। বেপরোয়া আঘাত করে তারা সবকিছু লুটে নেয়। সম্প্রতি একটি ছিনতাই ঘটনার পর এ চক্রের তিনি নারী সদস্যসহ ওই চক্রের মোট ৪ জনকে গ্রেফতার করেছে। ছিনতাইকারী চক্রটি যেখানে আস্তানা গেড়েছে এটি সাধারণ কিংবা পুলিশেরও দৃষ্টির বাইরে। পিলারের ওপর ওই আস্তানায় পুলিশ ফায়ার সার্ভিসকে সঙ্গে নিয়ে অভিযান চালায়। এ সময় চক্রের প্রধান সেখানেই অবস্থান করেছিলো। সেখান থেকে মাদক দ্রব্যসহ ছিনতাইয়ে ব্যবহৃত বিভিন্ন আলামত উদ্ধার করা হয়।
গত ৯ আগস্ট রাত সাড়ে ১১টায় আরামবাগ থেকে পল্লবীর বাসার উদ্দেশে মোটরসাইকেল নিয়ে শান্তিনগর হয়ে উড়ালসড়কে ওঠেন শামীম খান। তেল শেষ হলে মোটরসাইকেলটি মগবাজার মোড় পার হওয়ার পরপরই বন্ধ হয়ে যায়। তিনি মোটরসাইকেল ঠেলে হোটেল সোনারগাঁও ক্রসিংয়ের দিকে এগোতে থাকেন। এমন সময় উড়ালসড়কে দাঁড়িয়ে থাকা নারী শামীমকে একপাশ দিয়ে যাওয়ার পরামর্শ দেন। তার কথামতো শামীমও উড়ালসড়কের একপাশে চলে আসেন। তখন উড়ালসড়কের নিচের ‘আস্তানা’ থেকে মুহ‚র্তের মধ্যে দুই যুবক চাপাতি হাতে শামীমের সামনে হাজির। কিছু বোঝার আগেই শামীমকে এলোপাতাড়ি কোপাতে থাকেন। দুটি মোটর সাইকেলের আরোহী এ দৃশ্য দেখে এগিয়ে এলে ছিনতাইকারী দুই যুবক পালিয়ে যায়। আর ওই নারীকে মোটর সাইকেল আসা যুবকরা বেঁধে রেখে ৯৯৯-এ (জাতীয় জরুরি সেবা) ফোন দিলে পুলিশ ঘটনাস্থলে এসে শামীমকে উদ্ধার করে।
এ ঘটনা প্রসঙ্গে হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মো. আওলাদ হোসেন বলেন, গ্রেফতারকৃত ওই তরুণীর নাম মীম। তার দেয়া তথ্যেই মগবাজার উড়াল সড়কের নিচে পিলারের ওপর ছিনতাইকারীদের আস্তানার খোঁজ পাই। সেখানে আমাদের পক্ষে যাওয়া সম্ভব নয়। তাই ফায়ার সার্ভিসকে খবর দিই। এর আগে মীম নামের ওই নারীসহ চারজনকে ১০ আগস্ট গ্রেফতার করা হয়। মীম ও শেফালীর আদালতে দেয়া ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে এই চক্র কীভাবে ছিনতাই করে, কোথায় তাদের আস্তানা, সেসব বিস্তারিত উঠে এসেছে।
তিনি জানান, ছিনতাইকারী চক্রের প্রধান আকবরসহ অন্যরা ভাসমান ব্যক্তি। চক্রের আরো কয়েকজনের নাম জানতে পেরেছি। আকবর দিনে কারওয়ান বাজারে মাছ কাটেন। রাতে ছিনতাইসহ নানা অপরাধমূলক কর্মকাÐে নেতৃত্ব দেন। ছিনতাইয়ের পর উড়াল সড়কের পিলারের ওপর তারা অবস্থান করতেন। সেখানে অনৈতিক কাজ ও মাদক সেবন করতেন।
নিচ থেকে মই বেয়ে আস্তানায় আর কম্বল দিয়ে বানানো রশি দিয়ে উড়াল সড়কে উঠতো। উড়াল সড়কের রেলিংয়ে ওই রশির এক প্রান্ত বাঁধা থাকত। তরুণীরা কৌশলে কাউকে দাঁড় করাতে পারলে ‘সংকেত’ দিত। সঙ্গে সঙ্গে আস্তানা থেকে রশি বেয়ে আকবরসহ অন্যরা উড়াল সড়কে উঠত।
পুলিশের দেয়া তথ্য মতে, রাজধানী জুড়ে অন্তত ৬ হাজার ছিনতাইকারী রয়েছে। এর একটি অংশ রয়েছে বিভিন্ন উড়াল সড়কে। গত ঈদের সময় ছিনতাইকারীর হাতে এক পুলিশ সদস্য নিহত হয়। এরপর রাজধানীতে শুরু হয় বিশেষ অভিযান। কিন্তু কিছুতেই যেন ছিনতাই রোধ হচ্ছে না।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
আরও পড়ুন
লস অ্যাঞ্জেলেসে ভয়াবহ দাবানলে নিহতের সংখ্যা ১১, সংকট আরও বাড়ছে
মেঘনায় বাল্কহেড-স্পিডবোট সংঘর্ষে নিহত অন্তত ২, একাধিক নিখোঁজ
গাজায় টেলিকম সেবা বন্ধের আশঙ্কা , জ্বালানি সংকটে জরুরি সেবা বিপর্যস্ত
সিরিয়ায় আসাদ অনুগত কর্মকর্তার জনসম্মুখে মৃত্যুদণ্ড কার্যকর
ঘণকুয়াশায় আরিচা-কাজিরহাট এবং পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটের ফেরি সার্ভিস বন্ধ
ইয়েমেনে বিদ্যুৎ কেন্দ্র-বন্দরে ইসরায়েলি যুদ্ধবিমানের হামলা
ইসরায়েলি বিমান হামলায় গাজায় নিহত আরও ২১,মানবিক বিপর্যয় চরমে
ফেনীর মহিপালে এক শিশুসহ ৭ রোহিঙ্গাকে আটক
টানা তৃতীয় মেয়াদে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হলেন মাদুরো, নতুন নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন তামিম ইকবাল
আলোচিত ওয়ান-ইলেভেনের ১৮ বছর আজ
মেসির সঙ্গে প্রেমের গুঞ্জন উড়িয়ে দিলেন সেই সাংবাদিক
দেশের মানুষ হাসিনার ফাঁসি চায় :ভোলায় সারজিস আলম
জীবনযাত্রা ব্যয় আরো বাড়তে পারে
সাবেক ওসি শাহ আলমকে ধরতে সারা দেশে রেড অ্যালার্ট
মনে হচ্ছে পারমাণবিক বোমা ফেলা হয়েছে লস অ্যাঞ্জেলেসে
খালেদা জিয়ার চিকিৎসা ভালোভাবেই হচ্ছে
চাল ও মুরগির বাজার অস্থিতিশীল
সামরিক খাতে বাংলাদেশকে সহায়তা করতে চায় তুরস্ক
মানুষ জবাই করা আর হাত-পা ভেঙে দেয়ার নাম তাবলিগ নয় :জুমার খুৎবা-পূর্ব বয়ান