পাঠানো হলো কাটা আঙুল
ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁর কাছে একটি আঙুলের খ-াংশ পাঠানো হয়েছে। দেশটির প্রেসিডেন্টের বাসভবন এলিসি প্রাসাদের ঠিকানায় পাঠানো একটি চিঠির সঙ্গে ওই খ-াংশটি পাওয়া যায়। এ ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে গত বৃহস্পতিবার জানিয়েছেন ফরাসি কৌঁসুলিরা।মাখোঁকে আঙুলের খ-াংশ পাঠানোর খবর প্রথম সামনে আনে ফ্রান্সের একটি সাময়িকী। তাতে বলা হয়, চলতি সপ্তাহের শুরুর দিকে চিঠির ভেতরে আঙুলের ওই খ-াংশ খুঁজে পান সংশ্লিষ্ট...