জেমিমার ভিন্ন রকম টুইট
বিচ্ছেদ ঘটেছে। তবু মাঝে মাঝেই ইমরান খানের সঙ্গে স্মৃতিকে ধরে রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছেন তার সাবেক স্ত্রী জেমিমা গোল্ডস্মিথ। তিনি বড় সমস্যায় পড়লেই জেমিমা টুইট করেন। আবার পারিবারিক বিভিন্ন ইস্যুতে তিনি জানান দেন, এক সময় খান পরিবারের সদস্য ছিলেন জেমিমা। কথিত আছে সিতা হোয়াইট নামে এক পার্টনারের সঙ্গে ইমরান খানের একটি কথিত মেয়ে আছেন। তার নাম তাইরিয়ান হোয়াইট। খবরটির সত্য...