১৩শ’ বছর আগের মুখাকৃতি
১ হাজার ৩০০ বছর আগে মৃত্যু হয়েছিল এক কিশোরীর। এই দীর্ঘ সময় পরÑ তার সমাধির সন্ধান পান একদল গবেষক। সমাধিস্থল থেকে ওই কিশোরীরর মাথার খুলি-হাড়গোড় আর কিছু প্রাচীন স্বর্ণালঙ্কার উদ্ধার করেন তারা। আর সেই মাথার খুলি পরীক্ষা-নিরীক্ষা করেই তেরশো বছর আগেÑ পৃথিবীর মাটিতে আট-দশটা সাধারণ মানুষের মতো জীবন-যাপন করা ওই কিশোরীর মুখাকৃতি তৈরি করেছেন গবেষকরা। যার সঙ্গে বর্তমান সময়ের মানুষের...