জামালপুরে সন্ত্রাসী হামলায় সাংবাদিকের মৃত্যু
জামালপুরের বকশীগঞ্জে সন্ত্রাসী হামলার শিকার বাংলানিউজ টোয়েন্টিফোরের জেলা প্রতিনিধি, একাত্তর টেলিভিশনের স্থানীয় সংবাদদাতা ও জেলা অনলাইন জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি গোলাম রব্বানী নাদিম চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। গতকাল দুপুরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
বকশীগঞ্জ স্থানীয় সাংবাদিকদের সূত্রে জানা যায়, গতকাল রাত ১০টায় পেশাগত দায়িত্ব পালন শেষে বাড়ি ফেরছিলেন নাদিম। পথিমধ্যে তাকে পিটিয়ে অজ্ঞান অবস্থায় নির্জনে ফেলে রেখে...