নজরদারির পুঁজিবাদে লাগাম প্রয়োজন
মাইক্রোসফ্ট মাত্র কয়েক মাসের মধ্যে মানব মস্তিস্কের প্রায় সমপর্যায়ের বুদ্ধিমত্তা সম্পন্ন চ্যাটজিপিটি উন্নয়ন ও বিস্তারে দ্রুততার রেকর্ড ভেঙ্গেছে। চ্যাটজিপিটি কৃত্রিম বুদ্ধিমত্তার একটি সংষ্করণ, যা মানুষের ঘরে ঘরে পৌছে দিতে সংস্থাটি ১হাজার কোটি ডলার বিলিয়ন বিনিয়োগ করার পরিকল্পনা করেছে। এবং গত মাসে গুগল/এলফাবেট কুত্রিম বুদ্ধিমত্তার আরও একটি সেবা উন্মোচন করেছে, যা ইমেল, স্প্রেডশীট এবং সমস্ত ধরণের পাঠ্য খসড়া তৈরিতে সক্ষম। দাবা...