এবারও পানিবদ্ধতায় দুর্ভোগ
চট্টগ্রামে সামান্য বৃষ্টিতেই সড়কে পানি জমছে। তলিয়ে যাচ্ছে নিচু এলাকা। পানির সাথে নালা-নর্দমার আবর্জনা উপচে পড়ছে সড়ক, অলিগলি, হাট-বাজার, মার্কেট, বিপণীকেন্দ্র, বসত-বাড়ির আঙ্গিনায়। পানিবদ্ধতার দুর্ভোগ থেকে এবারও রেহাই মিলছে না। অথচ প্রতি বছর বর্ষার আগে বিভিন্ন সংস্থার পক্ষ থেকে নানা আশার বাণী শোনানো হয়। দেশের দ্বিতীয় বৃহত্তম এই মহানগরীর প্রধান সমস্যা পানিবদ্ধতা। এই সমস্যা থেকে নগরবাসীকে রক্ষায় চারটি প্রকল্পে এ...