রুবি ৩৭৬ কোটি ৬৯ লাখে বিক্রি
মিলিয়ন মার্কিন ডলার। যা বাংলাদেশি মুদ্রায় (১০৮ টাকা ধরে) ৩৭৬ কোটি ৬৯ লাখ টাকার বেশি। মোজাম্বিকের একটি খনি থেকে মূল্যবান এই পাথরটি পাওয়া গিয়েছিল। মূল্যবান এই রুবির নাম ইসত্রেলা ডি ফিউরা। ৫৫.২২ ক্যারেট ওজনের এই মহা মূল্যবান রুবি ৮ জুন নিউ ইয়র্কের সোথবিস ম্যাগনিফিসেন্ট জুয়েলের নিলামে ওঠে। খনি থেকে পাওয়া এ রুবি সবচেয়ে বড় বলে জানানো হয়েছে। ৩৪.৮ মিলিয়ন মার্কিন...