রিফিউজি জীবন আর নয় আমরা দেশে ফিরতে চাই’
প্রায় ছয় বছর পর রোহিঙ্গারা হঠাৎ করে দেশে ফেরার প্রত্যয় ব্যক্ত করে ‘গো ব্যাক ক্যাম্পেইন’ শুরু করেছে ক্যাম্পগুলোতে। কেন হঠাৎ এই ক্যাম্পেইন-এমন প্রশ্নের উত্তরে রোহিঙ্গা নেতা জোবায়েরসহ বেশ কয়েকজন নেতা জানান, তারা বাংলাদেশের আশ্রয় শিবিরে আর থাকতে চাননা। শিগগীরই নিজ দেশের ভিটে মাটিতে ফিরতে চান তারা। গতকাল উখিয়ার কতুপালং লম্বাশিয়া ও বালুখালী ক্যাম্পে এই প্রতিবেদকের সাথে আলাপকালে এমন কথা বলেন...